নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>ডাক্তারদের কাছে আজকাল সেবা না সেবার নামে দুর্ভোগ পেতে হয়... এটা নতুন কিছু নয়... বহুদিনের!!! আর তারা দুর্ভোগ দিবেই না কেন ? তাদের বাপ-মা/ ভাই-বোন/ ছেলে-মেয়েদের তো মরন অসুখ হয় না... কোন কমপ্লেকেসি থাকে না... তাই তারা বোঝেও না একটা রোগীর দুর্ভোগের কথা... তারা তাদের ধান্দায় ব্যস্ত... কিভাবে শুধু টাকা হাতিয়ে নেয়া যাবে কিভাবে সেবার নামে দুর্ভোগ দেয়া যাবে...
>হু বলছিলাম সেই ডাক্তারের কথা যিনি আমার বোন কে দেখছিলেন! তার নিয়মিত রুগী ছিল আমার বোন, তাকে এক প্রকার ফ্যামলি ডাক্তার ও বলা যায় যেহেতু সে মামনীর ডিপার্ট মেন্টের ডাক্তার ( ফ্যামিলি প্লানিং ডিপার্ট মেন্টের ) ! এই ডাক্তারের-ই তত্ত্বাবধায়নে ছিল আমার বোন! যে টুইন বেবির মা হতে চলেছে! এমনিতেই সে রিস্কি জোনে আছে... নানারকম কমপ্লেকেসি থাকবে তার আর ১০টা গর্ভবতীদের থেকে বেশি! সেই বোনের কাল পেটে পেইন হচ্ছিল... ডাক্তার কে ফোন করা হল, তিনি বললেন মার্কেটে! মামনী বলল - তাহলে চেম্বারে কখন বসবেন বা কি করবো এখন, উনি একটা ঔষধের নাম শুধু বললেন আর বললেন, চেম্বারে বসবেন না! এরপর ঔষধ খেয়েও বোনের পেইন না কমাতে তাকে আবার ফোন করা হল- তিনি তখন নিজে না দেখে মার্কেটের অজুহাতে অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে বললেন!!!
> এই হল ফ্যাম্লি ডাক্তারদের কাহিনী আর হাসপাতাল / চেম্বারের ডাক্তারদের কাহিনী তো অজানা নয় কারো কাছে...
১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জিম্মি তো বটেই ভাই! আমাদের করার ও কিছু নেই!!!!
২| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৩
রিকি বলেছেন: আপু বেশি কিছু বলতে গেলে আবার বলবে--- ডাক্তার হয়েছি বলে কি আমাদের পরব নাই, আমাদের সখ আহ্লাদ নাই, সারা বছর রুগী দেখব!!!! বলার মত ভাষা সত্যি অবশিষ্ট নাই- কিছু কিছু ডাক্তারের এরকম ব্যবহারের জন্য পুরো পেশাটায় এখন ??? চিহ্ন হয়ে গেছে-- অসহায় হয়ে যায়, আরও বেশি অসহায় বানায়! আপুকে অন্য কোন ডাক্তারের তত্ত্বাবধানে নিয়ে যান-- এই অবস্থায় এরকম careless ডাক্তার হলে তো অবস্থা আরও খারাপ করে দিবে।
১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া এদের ভবা-সাব দেখলে তাই মনে হয় না জানি এরা কি? হু অন্য ডাক্তার এর কাছে নিয়ে গেছি সেও কমার্শিয়াল! তবুও তাকেই দেখাতে হবে, উপায় নেই!
৩| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০১
ইমতিয়াজ ১৩ বলেছেন: সকল প্রতিকুলতা মোকাবেলা করে অনাগত টুইন বেবী আর আমানর বোন মম এর জন্য শুভ কমানা।
১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দোয়া করবেন ভাইয়া!
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০২
মুরাদ খান বলেছেন: আসলেই আমরা জিম্মি হয়ে আছি