নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগা ... ভালোবাসা বুঝি এভাবেই মধুর হয়... ভয়ংকর মুগ্ধতায় ডুবিয়ে দেয়... !!

১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৬

কেউ একজন যখন চুলে থাকা কালো ক্লিপ্টা খুলে নিয়ে
চুলগুলো এলোমেলো করে দিয়ে পাগলী পাগলী বলে রাগায়...
ভয়ঙ্কর পাগলামীতে তখন মন ছুঁয়ে যায়...
সেই একজন যখন কপালে থাকা কালো টিপটা খুলে নিয়ে
চুপিসারে মানিব্যাগের পকেটে আটকিয়ে রাখে...
কি যে অদ্ভুদ মায়া খেলে যায় তার দিকে তাকিয়ে...
কিছু বলার আগেই সে বলে ওঠে- মায়াবতী কি দেখিস...হু...?
সেই একজন যখন ইচ্ছে করেই চোখে এক আঙ্গুল ছুঁয়ে লেপ্টে দেয় কাজল...
এরপর-ই চিল্লাতে থাকে পেত্নী পেত্নী বলে...
আদুরে খামচামিতে তখন ডুব দিয়ে যায়...
সেই একজন যখন হাতে থাকা চুড়িগুলির একটি খুলে নিয়ে ইছে করেই ভেঙ্গে দেয়...
তখন অই একটা চুড়ির জন্য করা
আরো ডজন খানেক চুড়ির বায়নায় না কি তার ভেতরে তোলপাড় হয়...
ভালোলাগা ... ভালোবাসা বুঝি এভাবেই মধুর হয়...
ভয়ংকর মুগ্ধতায় ডুবিয়ে দেয়...
ঘোরলাগা দৃষ্টিতে মন ছুঁয়ে ছুঁয়ে চারপাশটা অদ্ভুদ সুন্দর হয়ে যায়...

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৯

জেন রসি বলেছেন: মধুর এক প্যারাডক্স মনে হইলো!

মধুর কজ অ্যান্ড ইফেক্ট ও হইতে পারে!!!

কবিতা ভালো লেগেছে। :)

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা প্যারাডক্স!!! ঠিক কবিতা হিসেবে লিখিনি... শুধু বাস্তবতা আর কল্পনার মিশ্রণে কিছু ভাবনা ঢেলে দিয়েছি...... ধন্যবাদ !

২| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: আহালে আহালে

মলে যাই মলে যাই ইপ্সিমনি!!!!!!!!!!!!!

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেন লে কেন লে... এখুনি মলবা কেন লে ?

৩| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৩

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,



সেই একজন হলো নব্য স্বামী । :P
পুরোনো হলে সেই একজনই চিল্লাতে চিল্লাতে বলবে, অন্য কথা ।

ভালো লাগলো বেশ ।

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা শুধু স্বামী কেন? সেই একজন প্রেমিক ও হতে পারে... যার সাথে কল্পনা কল্পনা খেলায় এমন মধুরতা উপভোগ করা যায়...... ধন্যবাদ !

৪| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৯

হিমিকা বলেছেন: ভালো লাগলো :)

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

৫| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,
সেই একজন হলো নব্য স্বামী । :P
পুরোনো হলে সেই একজনই চিল্লাতে চিল্লাতে বলবে, অন্য কথা ।


=p~ =p~ =p~

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপ্নে হাসেন কিল্লাই ?

৬| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩ নম্বর কমেন্টে লাইক দিলাম



ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহ্‌ ভাইয়া......... আপনি বুঝি এমন করেন ভাবীর সাথে হু ?

৭| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর লিখেছো।

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!

৮| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল ঈপ্সিমণি। কল্পনার আদিখ্যেতা যদি বাস্তবে পাওয়া যায় মন্দ হয় না। ভালো থাকুন। সবসময়।

চলতে থাকুক কল্পনা।

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কল্পনা কিংবা বাস্তবের ভালোবাসায় একটু- আধটু আদিখ্যেতা না থাকলে তা জমে না কি হু ? রাজপুত্র জি? হাহা চলতে থাকুক... ধন্যবাদ !

৯| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: আমি তো মলেই গেছি তোমাল কবিতা পলে!!!!!!!!! :P

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মলে গেলে হপে না কি বাচ্চুমণি?

১০| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৫

মনিরা সুলতানা বলেছেন: মন ছুয়ে গেল ......

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার মন ছুঁতে পেরেছে জেনে আমার ও ভাল লাগল আপু জি! ভাল থাকবেন!

১১| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোকা মানুষতো তাই হাইসালাইছি, মাপ করি দেন =p~ =p~

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা না করুম না- কান ধরে উঠ বস করেন !

১২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা আপু।

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

১৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: সেই একজন যখন হাতে থাকা চুড়িগুলির একটি খুলে নিয়ে ইছে করেই ভেঙ্গে দেয়...
তখন অই একটা চুড়ির জন্য করা
আরো ডজন খানেক চুড়ির বায়নায় না কি তার ভেতরে তোলপাড় হয়...
ভালোলাগা ... ভালোবাসা বুঝি এভাবেই মধুর হয়..


দারুণ লাগলো খুনসুটি!! চলুক!! :D :D

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভালোবাসাতে এমন খাট্টি- মিঠি খুনসুটি চলতেই থাকে... ভাল থাকবেন!

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

অভ্রনীল হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.