নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বেশির ভাগ মেয়েই বিয়ের পর...... (মেয়েদের বিয়ের পরের ঈদ ভাবনা)

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২১

>আর বাপের বাড়ী ঈদ করতে পারে না!! শ্বশুর বাড়ীর লোকজনও বোঝে না একটা মেয়ে যখন পরিবার ছেড়ে চলে যায় অন্য পরিবারে তখন সেই পরিবারে শুন্যতার সৃষ্টি হয়... মেয়েটাও অসহায় হয়ে যায় নিজ পরিবার ছেড়ে অন্য পরিবারে গিয়ে! করার কিছু নেই তাই বিয়ের পরে মেয়েরা ঈদ করে শ্বশুরবাড়ী কিন্তু মন পড়ে থাকে বাপের বাড়ী! এই কষ্টের কথাটা একমাত্র ভুক্তভুগী মেয়েটাই বোঝে! কিন্তু করার কিছু থাকে না! শ্বশুরবাড়ি বলে কথা!!!!!! একটু এদিক সেদিক হলেই...
> হাজারে একটা মেয়ের শ্বশুর বাড়ির লোকজন হয়ত সেটা বুঝতে পেরে বলে- ঠিক আছে, একটা ঈদ তুমি এখানে করো আর একটা ঈদ বাপের বাড়ী করিও! সেই মেয়েটা হয় ভাগ্যবান সেই শ্বশুর বাড়ীর লোকদের কারনে! কিন্তু সবাই এমন শ্বশুর বাড়ী পায় না!
>>যেটা বলতে চাচ্ছিলাম, আসলে বিয়ের পর অন্তত ২/৩টা বছর মেয়েদের দুটো ঈদ -ই শ্বশুর বাড়িতে আটকে না রেখে একটা ঈদ অন্তত মেয়েটাকে বাপের বাড়িতে করতে দেয়া উচিৎ ! ( এরপর আস্তে আস্তে মেয়েটাও ঠিক মেনে নিবে, নিজের সংসার গুছিয়ে ফেললে তখন আর হয়ত যেতে চাইবে না বাপের বাড়ী !) কিন্তু সেরকম মন- মানসিকতা বা মেয়েটার মানসিক অবস্থা বোঝার মত মানসিকতা কয়টা শ্বশুরবাড়ির লোকের আছে কিংবা স্বামীর আছে?
>>> আর একটা কথা- একটা মেয়ের বিয়ে হয়ে গেলেই বাপ-মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তা নয়, এই মেয়েটার ও কিছু দায়িত্ব ও কর্তব্য আছে বাবা- মা’য়ের প্রতি ! সেটা পালন করার সুযোগ মেয়েটাকে দেয়া উচিৎ শ্বশুরবাড়ির লোকদের এবং স্বামীর !

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৫

নূসরাত তানজীন লুবনা বলেছেন: ঠিক বলেছেন আপু

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই রে আপু! কয়জনে বোঝে?

২| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫০

নতুন বলেছেন: আমার বোন আর স্ত্রী এক ঈদ বাবার বাড়ি আরেক ঈদ শশুর বাড়ীতে করে।

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্‌! বেশ ভাল তো ভাই! এরকম সুযোগ তো সবাই পায় না!

৩| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪২

নতুন বলেছেন: এটাই তো হওয়া উচিত তাইনা।

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! কিন্তু হয় খুব কম ! ভাবী এন আপু লাকি!

৪| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:১১

দর্পণ বলেছেন: আমার বউ বলছে দুই ঈদই সে শ্বশুরবাড়ি করবে। আমি তাই খুশী হয়ে বলছি তারে দুই ঈদ বাপের বাড়ি করতে আমারও জামাই আদর খাওয়া হবে। বিয়ের আগে তো অনেক মায়ের আদর খাইসি এখন শ্বশুর বাড়ির আদর খাই। কি বলেন? :)

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাআ চালাকি চালাকি! তা মন্দ নয় ভাইয়া, জামাই আদর খাবেন!

৫| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার কথাগুলোর সাথে শতভাগ সহমত। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.