নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঈদ সেলামী......আহা বড় হওয়ার কত জ্বালা রে... !

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০০

>ঈদ সালামী, ঈদি, আহা পেতে কত্ত মজা কিন্তু সেই সালামী যখন আবার লুটপাট হয়ে যায় তখন কেমন লাগে...? আহহাআ বুকের ভেতরটা ফাইট্টা যায় রে ফাইট্টা যায়...
> বড় হওয়ার এই এক জ্বালা! কেন যে দাদীর/ নানীর দুই বংশেই বড় হইলাম আর আমার পরে এত্তগুলা দস্যু / দস্যি নী কাজিন জন্মাইলো আবার সেই সব কাজিন দের দু একটার বিয়ে হওয়ার কারনে এইগুলার জামাই আবার তাদের পোনা-পোনি হইল...! সকাল থেকে বিকেল গড়াতে পারে না রে... সকাল থেকে দুপুর পর্যন্ত যে কয়টা টাকা সালামী পাই, তার মধ্যেই আমার দস্যু / দস্যিনী কাজিনগুলা আইসা সব লুটপাট কইরা নেয়... এরপর তো আছেই ঘুরতে যাওয়ার বায়না...! বোঝেনা তারা বোঝে না!!! কান্দন আইসা যায় রে... তবে আমিও কম না প্রথমে ২ টাকা থেকে শুরু করি...হিহিহি ওরা চিল্লায়- আমরা কি ফকির না হু...? না কি তোমার ফকির হাম্বা ভেবেছো আমাদের...? এরপর ৫... এরপর...১০...চলতেই থাকে দর কষাকষি ... শেষ পর্যন্ত আমি-ই ফকির হয়ে যাই...
>এরপর আছে আমার উস্কানীদাতা হাজীবাবা!!! সবাইকে উস্কে দিবে, ধর তোদের মাস্টারনী বিগ-বি কে, ওর ব্যাঙ্কে কত টাকা আছে জানিস? মাস্টারনীর টাকা খাবে কে...? ( মনে মনে বলি- কেন রে বাপ? হাম্বা খাবে...হিহিহি) এমন ভাব করে যেন আমি কোটিপতি! পারলে ব্যাঙ্কের স্ট্যাটম্যান্টটা ও দেখিয়ে দেয় টাকার অঙ্ক দেখাতে!!!
> আবার একটা দারুন মজা আছে, যেই দু একটা বোন, কাজিনের বিয়ে হইছে সেই সব বোনদের জামাই (ছোট) আমারে সালামী দিয়ে যায়, যেহেতু বিয়া হয় নাই... আহা আহা... এইটা আবার অন্যরকম মজার!
>>তবে যেটাই হোক, এই ঈদ সালামী দেয়া- নেয়া দুটোতেই অন্যরকম আনন্দ আছে... !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যত কথাই বলেন, সময় মত আমাদের ঈদের সালামীটা দিয়ে যেতে ভুলবেন না। =p~ =p~ =p~

১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেবো তো! চারানা থেকে শুরু ভাইজান - হিহিহি

২| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঈপ্সি আপু ঈপ্সি আপু সালামআলায়কুম। ঈদ মোবারক।

হাত কচলাইয়া চামড়া উঠায়ে ফেলছি তো।

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এই যে চারানাআআআআআআআআআআআআআআআআআআ

৩| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আরও ভালো হয় এক আনা, পাঁচ পয়সা থেকে শুরু করলে। হাজার হলেও এগুলো এখন দুস্প্রাপ্য, হাজার টাকা দাম। যদিও চার আনার দাম একটু কম। তবুও চলবে।

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না আমি ভালু তো চারানা দেবোওওওওওওওও

৪| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৫

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আমি কি সালামী পাব??? :`> :`> :`>

৫| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খালি মুখে দিব দিব বললেই হয় না, দিয়ে দেখাতে হয়... হুহহ B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.