নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জানিস কেন তোকে এত রাগাই...?

২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২২

বদের হাড্ডি ছেলেটা ইচ্ছে করে যখন তখন মেয়েটাকে রাগিয়ে দেয়...
যেটা নিষেধ করবে সেটাই বেশি করে করে রাগাবে...
মেয়েটার চোখ- মুখ যখন লাল হয়ে যায়... যেন জলন্ত আগুন একটা ...
নাক ঘেমে যায়... কপাল কুঁচকে যায়... ঠোঁটগুলি তির তির করে কাঁপতে থাকে
তখন ছেলেটা হাহাআ হো হো করে হেসে ফেলে ...
অই দেখ অই দেখ কেমন লাল হয়ে গেছে বলে ছেলেটা
এদিকে আয় পাগলীটা বলে মেয়েটাকে কাছে টেনে নেয় ...
জানিস কেন তোকে এত রাগাই...?
মেয়েটা চিল্লায় আমার শোনার দরকার নেই ... ভাগ কুত্তা এখান থেকে...!
আচ্ছা বাবা ভাগবো আগে তো শোন...
এরপর ছেলেটা আলতো করে মেয়েটার কুঁচকে যাওয়া কপালের ভাঁজে আঙ্গুল ছুঁয়ে দেয়...
জানিস এই ভাঁজে আমার জন্য অফুরন্ত ভালোবাসা উষ্ণতা লুকিয়ে আছে...
তোর কপালে এমন ভাঁজ না পড়লে কি করে বুঝবো বল- তুই আমাকে কত্ত ভালবাসিস... হু...?
এরপর আঙ্গুল আস্তে আস্তে করে কপাল ছুঁয়েগালে নেমে আসে... ছেলেটা বলতে থাকে...
এই যে আমার কারনে তোর গালগুলি টমেটোর মত উহু নাআআ টমেটো সসের মত
উহু না তোর লাল টকটকে ওড়নার মত লাল হয়ে গেছে এটা দেখতে পেতাম কি করে বল...?
এই লালের মাঝেই যে আমার পাগলীটার ভালোবাসা খেলে যাচ্ছে...
এই গালটাতে ছুঁয়ে দিলে যে প্রশান্তি খুঁজে পাই...
ততক্ষনে লাল টকটকে হয়ে যাওয়া মেয়েটার চোখ টল টল হয়ে গেছে...
অই দেখ অই দেখ বলতে বলতে ছেলেটার আঙ্গুল গাল থেকে চোখের কাছে চলে যায়...
আলতো করে চোখের পাতা ছুঁয়ে এক ফোঁটা জল আঙ্গুলে নিয়ে বলে---
এই দেখ এই টল টলে জলে যে তোর ভালোবাসা দেখা যায়...
এরপর আলতো করে মেয়েটার চুল নিয়ে খেলা করে ছেলেটা...
কপাল কুঁচকে থাকা মেয়েটার চোখের ভেতরের জলন্ত আগুন ততক্ষণে নিভু নিভু করছে...
আর ছেলেটা মেয়েটার চুলের ভেতরে মুখ লুকিয়ে অদ্ভুদ এক ভালোবাসার মাদকতায় ডুবে গেছে...
ছেলেটা মেয়েটার কানের পাশে মুখ নিয়ে বলতে থাকে-
ভালোবাসি রে ভালোবাসি পাগলীটা...
আমি জানি ওটা রাগ ছিল না... ছিল অভিমান...
রাগ হলে এতক্ষনে তুই কত কিছু করেফেলতিস...
অভিমান ছিল বলেই... আমি তোর কুঁচকে থাকা কপালের ভাঁজে ...
লাল টকটকে গালে...
টলটলে চোখের জলে আর চুলের মাঝে হারিয়ে তোকে খুঁজে পেয়েছি...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮

সোজা কথা বলেছেন: আহা! আদর সোহাগের ভালবাসা!!!!

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি- এইখানে আদর- সোহাগ কইইইইইইইইইইই ? এইটা তো কেউ একজন রাগাচ্ছে... আর সেই রাগের মাঝে ভালোবাসা খুঁজে নিচ্ছে... এইটা দেখালাম... !!! মাঝে মাঝে একে অপরকে এভাবেই রাগিয়ে দিয়ে একটুখানি মজাদার ভালোবাসা খুঁজে নিতে হয়!

২| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহালে... ভালবাসা দেখি গলে গলে পচ্ছে... =p~ =p~

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গলে পড়ছেইইইইইই কোথায় বোকা...? এত একটুখানি রাগময় ভালবাসাবাসি... হিহিহ

৩| ২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:২২

আরাফাত হোসেন অপু বলেছেন: বোন রে........আপনার কাছে নানান কিসিমের আবেগ এর বয়াম আছে........হা হা হা হা হা হা!

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই রে... এত্তগুলা ডিব্বা আছে... হিহিহিহ

৪| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: অনেক কিউট হৈসে। তবে তুমি একটা ইঁচড়ে পাকা :#)

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহিহি ইঁচড়ে পাকা? প্রথমে লজ্জা পাইছি, কারন কি ইচ্রামো করলাম সেইটা বুঝি নাই... পরে হাসছি... লজ্জাতেই হাসছি...! এখনো হাসি পাচ্ছে ভাই!!! আসলে ঠিক ইচ্রামো না... আমি শুধু মাঝে মাঝে কাউকে রাগিয়ে দিয়ে যে সেই রাগের মাঝে ভালোবাসা খুঁজে নিতে হয় এটাই দেখিয়েছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.