নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> তুই সেলাই করতে জানিস...? আবেগী কন্ঠে বদমাশ টা বলে!
> হু জানি তো ... তবে একটা জিনিস সেলাই করতে পারি না সেটা শিখতে হবে...!
> কি সেলাই করতে পারিস না...?
>অই ঠোঁট সেলাই করতে পারি না...
>মানে কি রে হারামী...?
>মানে হল- তোর মত ঝগ্রূর সাথে আমাকে সংসার করতে হবে, তুই ঝগড়ুটার ঝগড়া থামাতে তো আমাকে তোর ঠোঁট সেলাই করা শিখতে হবে তাই না...?
> তুই এমন করে বলিস কেন...? যখন আদরকরবো তখন ও কি এমন করবি?
>হিহিহি হু করবো... তো... !
> অই শোন না রে...? তুই শার্ট এর বোতাম কিভাবে লাগাতে হয় মানে ছিড়ে গেলে কিভাবে সেলাই করে দিতে হয় সেটা শিখিস কেমন?
>কেন কেন...? আমি কি দর্জি না কিরে...? যে সেলাই করা শিখবো...?
>অই ওমন করিস কেন ...? শোন না...?আমি প্রতিদিন সকালে ওয়াশ রুম থেকে বের হয়ে বিছানায় তুই যে আমার জন্য
শার্টটা রেখে দিবি সেটার বোতাম এক টানে ছিড়ে ফেলে দেবো... এরপর শার্ট গায়ে দিয়ে চিল্লাবো--
চাদনী চাদনী, কই গেলি? দেখ তো শার্ট এর বোতাম ছিড়ে গেছে, সেলাই করে দে তাড়াতাড়ি...?
তুই ঝটপট সুই- সুতা হাতে নিয়ে কাছে আসবি- আর বলবি- এখুনি তো ভাল শার্ট রেখে গেলাম, কিভাবে ছিড়ল?
বলেই বুকের কাছে এসে শার্ট এর বোতাম সেলাই করা শুরু করবি... আমি আলতো করে তোকে ধরে রাখবো...
তোর সদ্য ভেজা চুলের শ্যাম্পুর ফুরফুরে গন্ধে শ্বাস নেবো... বুকের কাছে তোর নিঃশ্বাসের শব্দ শুনবো...
তোর শরীর থেকে ভেসে আসা সাবানের গন্ধে... মাতাল হব...
>আহাহাআ লে... কত্ত শখ! তুই বুঝি ছিনেমার নায়ক বদের হাড্ডিটা! আমি কি করবো জানিস?
>কি করবি তুই...?
>আমি সুই দিয়ে তোর বুকে খোঁচা দিতেই থাকবো- তোর শখ মিটিয়ে দেবো হু...
এরপর ঝাড়ু নিয়ে এসে পিটানো শুরু করবো... তখন তুই সুরসুর করে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে দৌড় দিবি...
হিহিহি...ইসস লে কি শখ!নায়ক হবার? হাহ্!
>অই অই, তোরে ভাইবা কি সুন্দর একটা কল্পনা করলাম আর তুই কি না আমারে এভাবে খোঁচা দিলি শালা হারামী...
অই যা যা তাইলে শাঁকচুন্নি আর কটকটিদের দিয়েই এসব করামু... যা ভাগ...
> ওলে ওলে? তাই না কি? জুতা চিনিস?জুতা? মনে আছে সজনা গাছের সাথে বেঁধে পিটানোর কথা?
আর ছাদে রোদের মধ্যে তোরে বাইন্ধা ফেলে রাখার কথা হু...?
যা দেখি কত সাহস তোর- শাঁকচুন্নি আর কটকটিদের কাছে শার্টের বোতাম সেলাই করতে।।
>হাহহাহ হো হো- এইত লাইনে আসছিস...চাদনী বানু...?
>লাইনে আসি নাই... সুই দিয়ে এমন খোঁচাবো না... তখন দেখিস কেমন লাগে...হু?
>হহাহহা আমি জানি রে জানি-- পারবি নাখোঁচাতে ...?
তোর অজান্তে যদি সুই এর খোঁচা লেগেও যায় তুই আমার আগেই কেঁদে ফেলবি...
>নাআআআ কাঁদবো না... দিবো না তোর শার্ট এর বোতাম সেলাই করে... দিবো নাআআ...
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুম-২
২| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭
খায়রুল বাশার বলেছেন: moza pailam
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা!
৩| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৪
বৈকুন্ঠ বলেছেন: বাহ ছমতকার! এইডা গল্ফ, খবিতা, নাঠক, গান নাকি ফ্রবন্ধ? কি অদ্ভুত রোমান্টিসিজম চর্চা!! আমার বৌ যুদি আম্নের লাহান বেদ্দপ হইত তাইলে ...
বুঝলামনা, আপ্নে হারামি শব্দের অর্থ জানেন? শালা হারামি বলে কি কোন প্রিয় ব্যাক্তিকে সম্বোধন করা যায়?
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি যা ভাব্বেন এটা তাই! ভাজ্ঞিস আপনার বউ মানে আমার ভাবী আমার মত বেদ্দপ হয় নাই! প্রিয় জনকে শুধু জান/ প্রান/ জানু/ বাবু/ বাবুই/ আজাইরা এসব নামে ডাকতে হবে এরকম কথাতে আমি বিশ্বাসী না! আর হারামী শব্দটা ইদানিং আদুরে বকার অর্থে ইউজ হচ্ছে! বন্ধু বা প্রিয় কন মানুষকে বলতে... খারাপ কিছু দেখছি না তাতে!
৪| ২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১০
বিপরীত বাক বলেছেন: অতি আকাঙ্খাই সকল অপূর্ণতার জনক।।
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি হতে পারে!
৫| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৯
তাসজিদ বলেছেন: ভাল লাগা রেখে গেলাম
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!
৬| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩১
ভিটামিন সি বলেছেন: আমার তারছিড়া বইনডা....
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেখছেন তার ছেড়া ভাইটার যে আমি বোন সেটা ক্যামনে বইলা গেল!! কেমন আছেন? আমার পুতলি ভাবীটা কেমন আছে?
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৩
লেখোয়াড়. বলেছেন:
হুমমমম