নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>আগে মনে করা হত যৌতুক বুঝি গ্রামে- গঞ্জের অশিক্ষিত মানুষেরা নেয় , তারা শিক্ষার আলো নেই দেখে অত্যাচার করে! কিন্তু এখন কি গ্রাম কি শহর/ কি শিক্ষিত/ কি অশিক্ষিত শ্রেনীর কিছু ফকিরের বাচ্চা মেয়ের বাপ-মায়ের কাছে হাত পাতে ! আর হাত পেতে ভিক্ষা না পেলে মেয়ের উপর নেমে আসে নির্যাতন ! এমন কি হত্যাও করে ফেলে!
> যৌতুকের কারনে কুমিল্লা মেডিক্যালের ছাত্রীকে হত্যা (খবর-ইত্তেফাক, ২ আগস্ট, পৃষ্ঠা -২) ! এর আগেও এক ডাক্তার কে মেরে ফেলা হয়েছিল! এরকম রোজ-ই খবর আসে পেপারে! যৌতুক নেয়া যাবে না আইন আছে না কি? কিন্তু তার প্রয়োগ নাই!
>সে যাক- আমার শুধু জানতে ইচ্ছে করে, যে পুরুষ সব দিক দিয়ে নারীর থেকে নিজেকে যোগ্য মনে করে, সেরা মনে করে, মহাপুরুষ ভাবে নিজেকে, সেই পুরুষরা কি করে মেয়ের বাপের কাছে ভিক্ষার জন্য হাত পাতে? আর সেই পুরুষের বাপ- মা তারা কি? তাদের লজ্জা করে না, মেয়ের বাপের কাছে ভিক্ষা চাইতে? থুঃ থুঃ সেসব পুরুষ আর তার পরিবারকে যারা বড় বড় লেকচার ছেড়ে ভিক্ষার জন্য হাত পাতে মেয়ের বাপের কাছে! এইসব পুরুষ আর তার পরিবারকে জনসম্মুখে মুড়া বাড়ুন দিয়ে পিটিয়ে হাত কেটে নেয়া উচিৎ ! যে হাত দিয়ে তারা একটা নারীর উপর অমানুষিক নির্যাতন করে!
০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমাদের ধিক্কারে তাদের কিছু হয় না ভাই!
২| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৬
যোগী বলেছেন:
আমিতো মেয়ের বাবা কে নিজের বাবার মতই মনে করি
০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটা ভাবলে ভাল কিন্তু তাই বলে...
৩| ০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই টাইটেল মানি না, শুদ্ধ ভাষায় বলতে হবে, আহা যৌতুক ! কতিপয় ফইন্নির ঘরে ফইন্নি...
০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেনু কেনু আমরা তো ফকির-ই বলি ... ফইন্নি বলি না হিহিহি
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৮
সত্যের পথে আরিফ বলেছেন: ধিক্কার