![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>রংপুরে যখন ছিলাম তখন আমাদের বাসায় ৫ বার চুরি হয়, সবাই বলত আমরা না কি চোর নিয়ে ঘুরি...! ফেবুতেও এখন দেখি আমার পিছে চোর ঘুরে! আবার ব্লগ থেকেও লেখা চুরি করে! আগের কথা বাদ দিলে এই আগস্ট মাসে দেয়া প্রতিটা স্ট্যাটাস চুরি হইছে! এত এত চোরের ভিড়ে নিজের চোর উপাধী মেজাজ আরো বিগড়ে দেয় বৈকি কিন্তু আমি হেসে মরি...
> শুক্রবার একটা দিন বাসায় থাকলে মামনী এটা কর ওটা কর করে মাথা খারাপ করে দেয়! এমনিতেই শুক্রবার কাজের চাপ থাকে বেশি! আর শুক্রবার ঘুম থেকে উঠলেই আমার শুরু হয় হ্যাচ্চোও (আজিব কারবার), এইদিনে আমার সকালে খাওয়ার অনিয়ম হয় খুব বেশি, তাই প্রেশার ডাউন হতে থাকে খুব... এরপর কাজ...
> যেই কোন কাজের কথাতে মামনীকে বলি- এত কাজ করা যায় না কি? অমনি আমার মা জননী বলে- “ তুই একটা কামচুন্নী ”- বাপজান হাসতে থাকে... পিচ্চিগুলাকে শিখিয়ে দেয় আমাকে কামচুন্নী বলতে... তখন মেজাজ খারাপ হতে হতে হাসি এসে যায়...।। আর মনে মনে বলতে থাকি-
>> কই রে হাম্বা কই? দেখ তোর শাশুম্মি (মামনী শাশুড়ী ) আর শশুব্বি ( শ্বশুর বাপি) আমাকে কি বলে? তুই এসে ঢিসুম ঢিসুম কর...
০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপ্নে কইয়া দেহেন... লাঠি আনুম কিন্তু কইলাম! হিহিহি
২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০১
প্রামানিক বলেছেন: আরে বাহে মায়ে এনা হাউস করি কামচুন্নি কোচে তাতেই কান্দোন জুড়ি দিলেন। হামরা তো এখনো কিছুই কই নাই।
ধন্যবাদ
০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মুই অনেক কাম করো বাহে! তাও কেনে মোক কামচুন্নি কহিবেন কহো? হহিহিহি
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৫
আরাফাত হোসেন অপু বলেছেন: কামরে ডরান তো অান্নে..হিআল্লাই কাম আন্নের হিচ ছাড়েনা......আর কাম চুরি করলে তো ব্যাক এ কামচুন্নি ই কইবো. ওনলি হাম্বা টা ছাড়া..
