নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>তুই কি বিজি?
> না রে...
>আচ্ছা তোর না আজ আমার জন্য এক মুঠো বৃষ্টি আর জ্যোৎস্না পাঠানোর কথা ছিল...
বিনিময়ে আমি তোকে একটা চিঠি দেবো... আমি চিঠি লিখে বসে আছি অথচ তোর বৃষ্টি আর জ্যোৎস্নার দেখা নেই?
>কেন কেন আমি তো ঠিক মত সব কুরিয়ার করেছি তুই পাসনি এখনো?
আসলে ভুল -ই হয়েছে, বিকাশ করলে ভাল হত- তাই না? ঝটপট পেয়ে যেতি!
>এমন করিস কেন সব সময়? তোর দেখা নেই কেন?
আমি যে কাল থেকে অপেক্ষায় বসে আছি ...?তোর দেখা নেই!
>অই তুই জানিস না আমার অনেক জ্বর ... আয়্যায়া তাই তো অনলাইনে আসিনি!
>তুই কি জানিস আমার কতটা কষ্ট হয়েছে ... ?
>ওকে বাবা, এই দেখ কান ধরে উঠ-বস করছি! সত্যি কইলাম উঠ-বস করতেছি!
বৃষ্টি পাঠাইনি তো কি হয়েছে, এই দেখ তোর জন্য বড় ঘাসের পাতা দিয়ে চুড়ি বানিয়েছি...
অবাক হচ্ছিস তাই না?আরো আছে রে! এই দেখ পায়েল...
হলুদ কুমড়ো ফুল... বোতলে রেখেছি একটা জোনাক...
আমি নিজ হাতে তোর হাতে চুড়ি পড়িয়ে দেবো...
তুই তোর পা টা আমার হাঁটুর উপর রাখবি... আমি পায়েল পড়িয়ে দেবো...
আমি জানি ততক্ষনে তোর চোখে মুখে মুগ্ধতা এসে যাবে...
তোকে আরো অবাক করে দিয়ে হলুদ কুমড়ো ফুল
তোর খোলা চুলের এক কোণে কানের পাশে ক্লিপ দিয়ে আটকিয়ে দেবো...
বোতলে রাখা জোনাকটা বের করে তোর মুখের কাছে ধরবো...
তোর ঠোঁট দুটো তির তির করে কেঁপে উঠবে...
তুই কিছু বলার আগেই আমি তোর ঠোঁটে আঙ্গুল ছোঁয়াবো ...
>তুই কি বলতেই থাকবি রে হাব্লা? না কি যা বলছিস তা ঠিক ঠাক মত করবি...হু?
>>আহা! হাব্লাটা কেমন নায়কের মত লজ্জা মুখ নিয়ে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে...
হাতটা বাড়িয়ে দেয়... মেয়েটাও হাত বাড়িয়ে দেয়...
ধীরে ধীরে ছেলেটা মেয়েটার হাতে ঘাসের চুড়ি পড়িয়ে দেয়...
মেয়েটা এরপর তার পা ছেলেটার হাঁটুর উপর রাখে...
ছেলেটা ঘোরলাগা দৃষ্টিতে পায়ে ঘাসের পায়েল পড়িয়ে দেয়...
এরপর ছেলেটা উঠে দাঁড়ায়... মেয়েটার কাছে যায়...
এতটা কাছে যে মেয়েটার বুকের ভেতরের দ্রিম দ্রিম শব্দটা শুনতে পায়...
আলতো করে মেয়েটাকে কাছে টেনে কানের পাশের চুলে কুমড়ো ফুলটা পড়িয়ে দেয়...
চারপাশ জুড়ে মাতাল করা বাতাস বয়ে যায়...
অই বাতাসে তাদের ভালোবাসাগুলো শীতল অনুভব এনে দেয়...
বোতলে থাকা জোনাকটাকে... ছেড়ে দেয়...
সেই জোনাকের আলো মিটমিট করে তাদের চারপাশে ঘুরে বেড়ায়...
১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালবাসাবাসির এই মায়ায় কেন লুকোচুরি খেলিছো... হিহিহি
২| ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
হাসান মাহবুব বলেছেন: চরম রোমান্স!
১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা আজকে রোমান্স কালকে হবে বাস... থুক্কু বাঁশ ......
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫
শায়মা বলেছেন: ও জোনাকী কি সুখে ঐ ডানা দুটি মেলেছো !!!!!!