নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি ছাড়া তোকে আর কোন শালা জ্বালাবে শুনি? (প্রেম মানে রোজ সকালে কুম্ভকর্ণের ঘুম ভাঙানো ... )

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৩

>অই কুম্ভকর্ণ আর কত ঘুমাবি ? লাট সাহেব সকাল ৮টা বাজে এখন ! ওঠ ওঠ...
>আহ্‌ ডিস্টার্ব করিসনা তো রে গুন্ডি... ঘুমাতে দে না মা...
>অই আমি তোর মা...?
>আরে আমার আরিয়ানার মা... রে বাপ
>অই দাঁড়া আসছি আমি, এই বলেই মেয়েটা ফ্রিজ থেকে
ঠান্ডা একটা বোতল আর বরফ সাথে আনে,
>এরপর সেই বোতলের পানি ছেলেটার মুখে ছিটিয়ে দেয়...
ঝটপট বরফটা ছেলেটার গালে ঘষে দেয়...
>ছেলেটা আয়ায়্যাআআয়াআ চিৎকার দিয়ে লাফিয়ে বিছানায় উঠে বসে...
>মেয়েটা কান ধরে ছেলেটাকে ওয়াশ রুমের দিকে পাঠিয়ে দেয়...
>এরপর ফ্রেশ হয়ে ছেলেটা বের হয়েই মেয়েটার শাড়ির আঁচলে মুখ মুছে...
এক ঝটকায় কাছে টেনে নাকে নাক ঘষে,
গালে গাল ঘষে দৌড়ে খাবার টেবিলে পালিয়ে যায়...
>মেয়েটা চিল্লায়... বদের হাড্ডি... মাথা মোটা দামড়া বদমাশ
এখনো বদমাইশি করোস? বাচ্চাদের মত লাফালাফি করিস,
গালে গাল ঘষিস... আর লুলামি করিস ফোনে, নেটে...
ঠিক মত খায় না... খালি ঘুমায়...
খাবার টেবিলে বইসা মোবাইল গুতাচ্ছিস আবার...! রাখবি?
না জুতাটা আনুম...? না কি তোরে সহ মোবাইলটা আছাড় মারুম...
>ওলে ওলে আমাল বউ টা... একটা শাঁকচুন্নি এনে দে না...
সব ঠিকমত করবো!
>কি কি বললি-? শোন শোন, এখন যতই এইসব শাঁকচুন্নিদের নিয়ে
লুলামি করিস না কেন, আমি আসলে তোরে সাইজ করে ফেলবো হু... !
>যা ভাগ... মুড়ি খা তুই...
>শোন, এত লুলামি করলে জাহান্নামী হবি বুঝলি... জাহান্নামী পোলা?
>হাহহহাহহো হ-- আলে আমাল বাচ্চি বউটা!
>তোর পিছে পিছে আমি জান্নাতে যাবো হু...
>আমি তোরে নিলে তো! তুই খালি জ্বালাস আমাকে...
>যতদিন বেঁচে থাকবো জ্বালাবো !
>আমি ছাড়া তোকে আর কোন শালা জ্বালাবে শুনি?
> কানে টান পরে ছেলেটার, গালে আদুরে থাপ্পর...

প্রেম মানে রোজ সকালে কুম্ভকর্ণের ঘুম ভাঙানো ...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৬

শায়মা বলেছেন: হা হা

সত্যিই হাসতে হাসতে মরে যাই !!!!!!!!!! :P

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহালে মরে যেও না বাচ্চুমনিটা......... হিহিহি

২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনিতো দেখি প্রেমের রাজ্যে হাবুডুবু খাচ্ছেন ! :#)

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি ভাইয়া পাগলের সুখ মনে মনে... আর আমার সুখ এই লেখাতে...

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুখের জ্বলাজ্বলি চলছে, তারা দুজন লড়ছে...

লড়াই থামবে কবে? =p~ =p~

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: লড়াই থামলে কি আর এত্ত মজা থাকবে হু...... ? এর মাঝেই তো ভালোবাসা ঘুরপাক খাচ্ছে!

৪| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪০

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: :-*

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ?????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.