নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এখন বল দেখি... কে বেশী রোমান্টিক... তুই না আমি...?

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩

> অই গাধাআআ শোন...?
>হু বল রে গাধী......
> আমি গাধী না তুই গাধা ! শোন, চাঁদনী রাতে আমি তোর হাত ধরে জ্যোৎস্নার আলোতে ভিজতে চাই...
অনেক দূর পাশাপাশি আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে হেঁটে বেড়াতে চাই ? তুই কি ভিজবি...হাঁটবি আমার সাথে ?
> দেখ রে গাধী... রাতভর কোন মেয়ের সাথে এভাবে হেঁটে বেড়ালে তো রাতের প্রহরী ফুলিশ বাবাজীরা
আমাদের দুজনকে নিয়ে শ্বশুরবাড়ী নামক জেলখানায় ঢুকিয়ে দেবে...
>ঢুকালে ঢুকাক... তবুও তো দু’জন একসাথে থাকবো...
>অই অই কি কস? তুই জেলখানায় থাকতে পারবি...? অইখানে অনেকে চুলোচুলি করে, খেতে দেয় না ঠিকমত,
মশারা এসে অহরহ একটা গান গেয়ে চলে... তুই তো কাইন্দা কাইটা এক করবি...?
এরপর ফুলিশ বাবারা বাসায় ফোন দিবে/ কেলেঙ্কারী হবে তখন কি করবি...?
>ওকে বাপ যামু না যা...তাহলে বল বৃষ্টি এলে আমার সাথে ভিজবি... চোখে ডুব দিবি...
আইস্ক্রিম এনে দিবি...ছুটোছুটি করে আমাকে ধরবি...হু...? না কি তাও পারবিনা...?
> চোখে ক্যামনে ডুব দেয়... একটু বল তো? আর ভিজতে ভিজতে কোথা থেকে আইস্ক্রিম এনে দেবো? এই বয়সে ছুটোছুটি...
> শালা তুই একটা আব্লা...একটা খাইট্টা... একটা রোবট , তোর কোন রসকষ নাই...
কোন রোমান্টিকতা নাই তোর ভেতর...তোর সাথে প্রেম করতে গিয়ে আমার প্রেম - ট্রেম হয়ে গেল রে...
তোরে বিয়া করলে তো আমার জিন্দেগী বরবাদ হয়ে যাবে রে... তুই আমার প্রেম রে তামা তামা কইরা দিলি...
> ওকে বাপ, এই কল্পনা কল্পনা খেলাটা বুঝি রোমান্টিকতায় ভরপুর...
> দূরে গিয়া ঘাস লতা পাতা দিয়া মুড়ি খা বদের হাড্ডি... একটা কথাও বলবি না...
নইলে কিন্তু নাক ফাটিয়ে দেবো...হু ... পোলাপান ডাকুম তোরে বাইন্ধা পিটামু কইলাম... যা ভাগ...
> ওকে বাপ এই দেখ কান ধরছি... মাফ করে দে এইবারের মত... আচ্ছা যা তোকে রেশমী চুড়ি কিনে দেবো...
সাথে একজোড়া পায়েল... তোর চুড়ির রিনিঝিনি শব্দে মুগ্ধ হবো... পায়েলের ঝমঝম শব্দে তোকে খুঁজে বেড়াবো...
>আর কি.....................বল?
>আর তোকে একটা হলুদ/ নীলের জামদানী শাড়ী কিনে দেবো...
>ইয়াকা ইয়াক... হলুদ ক্যাটক্যাটে শাড়ীতে কি বিশ্রি লাগবে বদমাশ...
>আরে না ... হলুদ/ নীল জামদানী শাড়িতে তুই পেত্নীটাকে পরী পরী লাগবে...
> ওলে শয়তান... মাথায় কত শয়তানী চিন্তা ,আমি পেত্নী তাই না?
> আরে না রে না... কেন জানি মনে হল, সবাই তো লাল/ নীল শাড়িতে প্রেমিকাকে দেখতে চায়
আমি একটু আলাদা ভাবে না হয় আমার পেত্নীটাকে দেখি...
> ওলে তোর মোটা মাথায় এত্ত বুদ্ধিইইই? লাভ ইউ চান্দুটা... আর শিশির ভেজা ঘাসে হাঁটা ...
শরতের কাশবনে লুকোচুরি খেলা... নৌকায় ঘুরে বেড়া... এসবের কি হবে...
>হবে হবে চাদনীটা... সব হবে... এখন বল দেখি... কে বেশী রোমান্টিক... তুই না আমি...?
> যা ভাগ... আমি... ! কারন সবকিছু আমি তোকে শিখিয়ে দিলাম...
আর তুই শুধু এক হলুদ শাড়িতে রোমান্টিক হয়ে গেলি তাই না... হাহ্‌!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮

শাহরিয়ার সনেট বলেছেন: খুবই রোমান্টিক আলাপ আলোচনা B:-/

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাদামাটা কিছু রোমান্টিকতা.........

২| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৩

লেখোয়াড়. বলেছেন:
আমি, আমিই এই ব্লগে সবচেয়ে বেশি রোমন্টিক!!

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি......... ? ব্লগে কে রোমান্টিক তা তো জানি না... তবে লেখার নায়ক যে নিজেকে ভেবেছে সেটাই বলেছি ......।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.