নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরতের বৃষ্টির মন মাতানো সুরে মেয়েটার ঘুম ভাঙ্গে... আলসে ভাব তখনো কাটেনি...
কেবল উঠবো উঠবো করছে এমন সময় ছেলেটার ফোন আসে...
স্ক্রিন সেভারে ভেসে ওঠে নীল জিন্স আর নেভি-ব্লু কালারের টি-শার্ট পড়া মাথা-মোটা ছেলেটার ছবি...
জানালা দিয়ে তখনো বৃষ্টির টুপ-টাপ শব্দ আসছে...
মেয়েটা আড়মোড়া ভেঙ্গে কলটা রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে ছেলেটা একাধারে বলে চলে-
অই অই কান ধরছি রে বাপ, এই দেখ সত্যি সত্যি কান ধরছি ...
মেয়েটা মুখ টিপে হেসে চলে কিন্তু উপরে গম্ভীর ভাব দেখিয়ে বলে-
কই আমি তো তোর কান ধরা দেখতে পাচ্ছি না!
একটা কান ধরার ছবি পাঠা...
ছেলেটা বলে চলে- ও রে মা মাইরি বলচি... কান ধরছি রে...
আচ্ছা ব্লক খুলে দে...এত্তগুলা কান ধরার ছবি পাঠাচ্ছি... মুপাইলে এত টিপতে ভাল লাগে না...
মেয়েটা এবার আবারো হাসি লুকিয়ে গম্ভীর গলায় বলল- ওকে মাফ চা...,
ছেলেটা বলে চলেছে- মাফ কর কুত্তি হারামী শয়তান্নী...অহ অহহ সরি সরি লক্ষী পেত্নী...
না না সোনামণি বাচ্চিমনি চাদনীটা আমার প্লিযযয লাগে তোর...
এইবার মেয়েটা বলে ওকে ওয়েট কর... এরপর মেয়েটা এক হাতে ফোন ধরে অন্য হাতে পিসিতে বসে...
লগ ইন করেইব্লক লিস্টে চলে যায়... একে একে এত্ত এত্ত নামের ভিড়ে ছেলেটার নাম খুঁজে বের করে আনব্লক করে ...
ইনবক্সে গিয়ে লিখে- ছবি দে... আর মনে মনে ছেলেটার কান ধরার ছবি কল্পনা করে হাসতে থাকে... হাতে তখন ও ফোন ধরা...
সেকেন্ডের মধ্যেই মেসেজ এলো-- ওকে জান, লাভ ইউ সুইটি...
মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে যেই রিপ্লাই দিতে গেল অমনি দেখে- সে ব্লক...
তব্দিত হয়ে কি করবে ভাবার আগেই হাতে ধরা ফোনে ছেলেটার অট্টহাসি ভেসে আসে
সেই সাথে বিজয়ের গর্ব ভরা কথা- কি মনে করছিলি তুই? আমাকে হারাবি...? এখন দেখ কেমন লাগে...?
মেয়েটা তব্দালাগা কন্ঠে বলে ওঠে- চিটিং...
ছেলেটা বলে চলে- একটু- আধটু চিটিং এর মজাই আলাদা... দেখলি কেমন প্রতিশোধ নিলাম...!
মেয়েটা কিছু বলে না... নীরবে ফোনটা রেখে দেয়...
এরপরদেখে- “am so lonely…” রিং টোনটা একটানা বেজে চলছে...
১/২/৩ করে... ১৭বার মিসড কল উঠলো ফোনে...
মেয়েটা চুপচাপ পিসিতে চোখ রাখে... একটু পরেই দেখে ছেলেটা ব্লক খুলে আবার লিখছে--
মাইরি বলচি তুই একটা হারামীর হারামী... শয়তান্নী...
আমাকে কখনোই জিততে দিস না... এইবার কথা বল ...
মেয়েটা মুখ টিপে হাসতে থাকে... আর মনে মনে বলে...
জ্বলতে থাক বদের হাড্ডি ক্ষ্যাপাটে পাগলাটা আমার...
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা ভাইয়া... কিছু বলবো না! হু ডায়লগ এমন-ই এক কিন্তু থিম আলাদা! নায়ক-নায়িকা যে এক-ই! তাই......।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯
হাসান মাহবুব বলেছেন: সেই সেম ওল্ড ডায়ালগ।