নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

গুন্ডি কথন......... (কেউ একজন গুন্ডি বানিয়েই ছাড়লো...)

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৪

> আমার না লুতুপুতু কুতুকুতু টাইপের ভালোবাসা ভাল লাগেনা...
ভাল লাগে ভাংচুর টাইপের ভালোবাসা... দাঙ্গা- হাঙ্গামা- ফ্যাসাদ-জ্বালাও পোড়াও।। (বুঝে নিতে হবে এটা কি)
> আমার না এইসব বাবু সোনা মোনা, কোনা লক্ষী... বাবুতা...জান... সুইটি মুইটি কুইটি এসব ভাল লাগে না শুনতে--
এসব শুনলে গা জ্বলে ... কেউ একজন যখন আমাকে কুত্তি হারামী শয়তান্নী গুন্ডি ডাকাত্নী এসব বলে বেশ ভাল লাগে...
> আমার না রেস্টুরেন্টে বইসা চাইনিজ ফাইনিজ এসব খেতে ভাল লাগে না...
ভাল লাগে রাস্তার পাশে দাঁড়িয়ে চটপটি/ ফুচকার মরিচে উফ আহ করতে...
একটা কুলফি মালাইয়ের অর্ধেক খেয়ে বাকিটা তার নাকে ঘষে দিতে...
রাস্তার পাশের টংদোকানে চা খেতে...
সাত মিশালীয়ালার কাছ থেকে সাত মিশালী নিয়ে এক কাগজে হুড়োহুড়ি করতে...।
>আমার না ল্যাপ্টাল্যাটি... জাপ্টাজাপ্টি ভাল লাগে না...
ভাল লাগে সবুজ ঘাসের উপর পা ফেলে পাশাপাশি হাঁটতে হাঁটতে হুট হাট কার আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে গেলে
শরীরে যে বিদ্যুৎ খেলে যায় সেই অনুভূতিতে ডুব দিতে...
ভাল লাগে আমার এলো চুল কপাল থেকে সরিয়ে দেয়ার অজুহাতে কারো আঙ্গুল যখন
কপাল বেয়ে গালছুঁয়ে গলাতে নেমে আসে তখন যে শিরশিরে অনুভূতিটা হয় সেই অনুভুতিতে মুগ্ধ হতে...
> বৃষ্টি হলেই- জ্বর আসবে বলে ভিজবে না এমন আল্লাদ ভাল লাগেনা...
বৃষ্টি হবে জোর জবরদস্তিতে ভেজা হবে... এরপর জ্বর হবে কেউ একজন আদুরে সেবা করবে...
নাকের সর্দি মুছতে তার টি-শার্ট এগিয়ে দিবে..
> জ্যোৎস্না রাতে কেউ ঘরে বসে থাকবে তা চলবে না... জ্যোৎস্না আলোয় আমার সাথে ভিজতে হবে... রাস্তায় হাঁটতে হবে... ছাদে যেতে হবে... বেসুরা হোক আর সুরেলা হোক গান শোনাতে হবে...
> অভিমান ভাঙ্গাতে শুধু সরি উহু নাআআ- ৩৯ বার কান ধরে উঠ-বস... আর সেই কান ধরার একটা ছবি চাই...
> হাব্রিজাব্রি গিফট উহু নেহি রে বাবা-- আমার শুধু এক ডজন চুড়ি চাই... এক জোড়া পায়েল...কালো টিপ... আর কিছু না...
> শুধু আদর আর চুম্মাচুমি নাআআআআ প্রয়োজনে কেউ একজন শাসন করবে...
বকা দিবে... গালি দিবে... আমিও দেবো... মারবো খামচামি করবো... আহা আর কি চাই... হু...

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৮

ভবোঘুরে বাউল বলেছেন: আপনার ইচ্ছার কথা শুনে বেশ ভাল লাগলো। আসলে একঘেয়েমির থেকে এই ভাল লাগাটা বেশ ভাল আর মজার একটা ব্যাপার। আপনার স্বপ্নগুলো পুরন হবে এই কামনায়......

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু একঘেয়েমী ভালোলাগা আর ভালোবাসায় মজা নেই মাঝে মাঝে একটু ব্যাতিক্রমী হলে সেখানে আরো বেশি ভালোলাগা ছুঁয়ে যায়! অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

২| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০১

ইকরাম বাপ্পী বলেছেন: জুগ জুগ জিও বেটি.।.।.। :P :P :P

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ক্যায়া মে আপ কি বেটি হু ......... আপ মেরা কোন সা চাচা জি হো?

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২

ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত ভাল লাগা

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দুর্দান্ত ধন্যবাদ ! ভাল থাকবেন!

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৫

ইকরাম বাপ্পী বলেছেন: হা হা হা হা

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.