নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শুধু তোকে কারো সাথে ভাগাভাগি করতে পারবো না... রাজি... বল?

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১০

ছেলেটার মেয়েটার সবকিছু ভাগাভাগি করে নেয়ার একটা স্বপ্ন ছিল... সেই স্বপ্নে তারা মাতাল ছিল...
সেই স্বপ্নের শুরুটা বুঝি এমন ছিল... সকাল সন্ধ্যার এক কাপ চায়ে হুড়োহুড়ি করা...
হুড়োহুড়িতে কখনো সেই চা ছলকে ছেলেটার টি-শার্টে পড়বে কখনো মেয়টার ওড়নায়...
অই শোন আমরা এক প্লেটেই কিন্তু নাস্তা খাবো... মেয়েটা বলে চলে...
আহা তাইলে তো তোর আরা নাস্তা খেতে হবে না... সব আমি খেয়ে ফেলবো তোর আগে...
তুই হাঁ করে দেখবি...ছেলেটা বলে চলে................!
পেটুক হাতি একটা, মেয়েটা কপট রাগ দেখায়, এরপর বলে...
আচ্ছা, আমি তোকে নিজ হাতে খাইয়ে দেবো আর তুই আমাকে খাওয়াবি রাজি...?
ছেলেটা বলে রাজি না মানে পাগলীটা ১০০বার রাজি...
এরপর আসে বালিশ আর কাঁথা ভাগাভাগি...
মেয়েটা বলে শোন, আমাদের বিছানায় কিন্তু একটাই বালিশ আর একটা কাঁথা থাকবে...
ছেলেটা বলে ওকে একটা বালিশে কাঁথা মুরি দিয়ে আমি ঘুমাবো আর তুই রান্নাঘরে বসে থাকিস কেমন... ?
মেয়েটা বলে হারামী বদের হাড্ডি! বালিশটাতে তুই-ই মাথা রাখিস... আমাকে তোর বুকে মাথা রাখতে দিস... রাজি...?
হু রাজি মানে আলবৎ রাজি... কিন্তু কাঁথার কি হবে...রে ছেলেটা বলে চলে...?
মেয়েটা বলে চলে আরে বুদ্ধু কাঁথাটা আমার উপরে নেবো ঠিক ই কিন্তু তুই তো থাকবি আমার বুকের উত্তাপে... রাজি...বল?
অমাআআ কি কস তুই আমার চাদনীটা...? রাজি মানে আলবৎ রাজি...
এবার ছেলেটা বলে অর্ধেক রাত তুই আমার বুকে মাথা রাখবি অর্ধেক রাত আমি...
ঠিক ঠিক এভাবে কাঁথাও ... বলতে বলতে ছেলেটা হাসে...
মেয়েটা চুপচাপ মাথা নুইয়ে থাকে... তিরতির করে ঠোঁট দুটো কাঁপে ...
ছেলেটা আলতো করে মেয়েটাকে কাছে টেনে নিয়ে দুজনের ভাগাভাগির স্বপ্নে মাতাল হতে থাকে...
তারপর বলে আচ্ছা মশারী কে টানাবে শুনি...? রান্না...? সেবা- যত্ন... এসবের কি হবে...?
মেয়েটা ছেলেটাকে চিমটি কেটে বলে...সব ভাগাভাগি করে নেবো রে হাব্লা...
শুধু তোকে কারো সাথে ভাগাভাগি করতে পারবো না...রাজি... বল?
কেন রে... তুই তো জানিস আমার অনেক শাঁকচুন্নি আর কটকটি আছে...
তুই ই তো বলিস... ওদের সাথে না কি আমার পিরিত... সো...!
খ্যাক খ্যাক করে ছেলেটা হাসে...
মেয়েটা বলে--তোরে কাইটা ভাসাইয়া দেবো তবু কারো সাথে ভাগাভাগিতে যাবো না...হু...
ছেলেটা বলে চলে- আরে পাগলী আমিও তোর সাথে কাউকে ভাগাভাগি করতে পারবো না...
মনে রাখিস- “ In my world there’s only you & me...”

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৫

শায়মা বলেছেন: আহালে !!!!!!

আহালে !!!!!!!!!! :P

ইপ্সিমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-)

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেনু লে কেনু লে বাচ্চুমনিইইইইইইইইইই

২| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৮

প্রামানিক বলেছেন: ভাগাভাগির গল্প খারাপ না।

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন!

৩| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭

শায়মা বলেছেন: কেনু আবার!!!!!!!!!!!!!!

ঢং ঢং ঢং !!!!!!!!!!!!!!!!!

ঢং দেখে আহালে!!!!!!!!!!! :P

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঢঙ্গী তো সব জায়গায় ঢং দেখে... হিহিহি

৪| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৩

ভার্চুয়াল কবি বলেছেন: আহারে বেচারা , ভাগাভাগি , ভাল লাগছে ।

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বেচারা হবে কেনু? এখানে তো দু’জনের মতের মিল আছে...... ধইনা পাতা!

৫| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৮

এস কাজী বলেছেন: আহা প্রেম!!! পুরা উপচাইয়া পড়তেসে। ভাল ভাল B-)

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রেম উপচাইয়া পড়াই তো ভাল...... হিহিহি

৬| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬

লেখোয়াড়. বলেছেন:

ভাগাভাগি মানে শেয়ার করা।
ভাগাভাগি মানে চলে যাওয়া।

সব ভাগাভাগি সুন্দর হয়ে উঠুক।

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন আর ভাগাভাগি করা মানুষগুলো ভাল থাকুক......

৭| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পুরোটাই আবেগে ঠাসা! ভালোবাসা কি আসলে এমন হয়? একসময় তো ফুলের মতো শুকিয়ে যায় ।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হবে না কেন ভাই......? হয়...

৮| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০২

শায়মা বলেছেন: :P

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি

৯| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

সেলিম আনোয়ার বলেছেন: এক বালিশ কিভাবে?
কাথা না হয় ভাগ করলো ।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহা পড়ে দেখুন- ছেলেটা বালিশে মাথা রাখবে, মেয়েটা ছেলেটার বুকে... এভাবে পাল্টাপাল্টি করবে...

১০| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: আসলে এমন হয় না,যতই ভালবাসা থাকুক,প্রথম প্রথম সবাইই এমন স্বপ্নে ভাসে পরে বাস্তবতাকে মেনে নেয়।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তা ঠিক... কতজনে এই ভাগাভাগিটা ধরে রাখতে পারে...?

১১| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: দারুন আইডিয়া একটা বলিশের খরচ কমে গেল ।প্রেমের কবিতায় +

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাআ ভাইয়া! ধইনা পাতা!

১২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

আরাফাত হোসেন অপু বলেছেন: বইন.......ওন গার জমানায় এও আবেগ ..ও মা গো মা এও আবেগ...ম্যাগনিফাং গেলাস দি টোগাই লে ও খুজি হাইতেন ন.....In my world there’s only you & me........এই you and me এর হরে ও কিছু খুচরা জিনিস থায়...ইস্টক এ.. =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: থাকতেই পারে তবে... তার মধ্যেই কিছু ভাবনা সুখ সুখ অনুভূতি এনে দেয় তাই বা কম কি সে...?

১৩| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬

গাধা মানব বলেছেন: বিশাল লুতুপুতু প্রেমের কবিতা দেখা যায়। B-)

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেহি জি... লুতুপুতু প্লেমের কবিতা না শুধু কিছু সাদামাটা ভাবনা...

১৪| ২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০০

খোলা মনের কথা বলেছেন: এত্তো মহব্বত থাকে কই হা???

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বেত্তমিজ দিল মে .........

১৫| ২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১২

বেসিক আলী বলেছেন: "যেভাবে জলদি হাত
মেখেছে ভাত
নতুন আলুর খোসা
আর এই ভালোবাসা...........

আমার দেয়ালঘড়ি কাটায় তুমি লেগে আছো..............." :)

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছু বুঝলাম না কেন!!!!!!!!!!

১৬| ২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮

তাশফিয়া নওরিন বলেছেন: আবেগ a kainnda diceee ;( ;( ;(

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসস রে এবার একটু হাসুন! হিহিহি

১৭| ২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখনও সেই আবেগেই আটকে আছেন? ;)

সব কিচুইতো বদলায়! জীবন অনুভব ভাবনা আবেগ! আপনি এখনো আগের মতোই রয়ে গেলেন? স্টেরিও টাইপ :-/ :P =p~ =p~

অভাব যখন আসে ভালবাসা জানলা দিয়ে পালায়! কোথায় কখন যে ছুটে যায় রোমান্তিকতা খবরই থাকে না!
আর যদি বিলাসী জীবনে থাকে তখনতো আরেক জ্বালা- স্বাদ বদলের নেশারা ইতিউতি মাথাচাড়া দেয়! ;) B-)

আর এই আবেগে কিন্তু খুবই ক্ষুদ্রতা আছে- একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও টাইপ :P
আকাশের মতো বিশালতা নেই!
সাগরের মতো উদারতা নেই!
পূর্নিমার মতো সার্বজনীনতা নেই!
সোনালী রোদের মতো প্রতিদানহীন বিলিয়ে দেয়া নেই,
বর্ষার মতো নিজেকে উজার করে সকলরে কল্যানের মতো মহত্ব নেই!!!! :-/ :-/ :-/ =p~ =p~ =p~

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা নাই তো ...... তবু গল্পের নায়ক আছে... নায়িকা আছে...... মন্দ কি...হু?

১৮| ২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

নৈশ শিকারী বলেছেন: এতো আবেগের কথা হুইনা..........

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইবার একটু হাসেন ......... হিহিহি

১৯| ২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

সাঈক আহসান বলেছেন: আজ কালকের মেয়েরা মনে হয় এতোটা ভাগাভাগি করতে রাজি না । যে ছেলের ভাগ্যে এমন মেয়ে জুটবে সে ছেলে ত চরম ভাগ্যবান ।

বিদ্রোহী ভৃগু ভাই বলেছেন "অভাব যখন আসে ভালবাসা জানলা দিয়ে পালায়! কোথায় কখন যে ছুটে যায় রোমান্তিকতা খবরই থাকে না!" ভাই আমি আপনার সাথে একমত নই । এই রকম একটা মেয়ে যদি আপনার কপালে জুটে সে আপনার অভাব ও ভাগ করে নিবে ।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আজকালকার মেয়ে বা ছেলে বলে নয়... এরকম কেউ না কেউ এখনো আছে ভাই... এরকম দুজন ছেলে বা মেয়ে মিলে গেলে সবার লাইফ ই পালটে যেতে পারে ...ভালোবাসাময় হয়ে থাকতে পারে.........

২০| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৯

তুষার কাব্য বলেছেন: ইশ !

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসশহশসস কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.