নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সুখ সুখ ভালোবাসায় মাখামাখি হবে...

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৯

মেয়েটা সব সময় বলে তার একটা ছোট্ট কুঁড়ে ঘর চাই... যার চারপাশ জুড়ে থাকবে শুধু সবুজ আর সবুজ...
সেই কুঁড়ে ঘরের সামনে থাকা সবুজের সমারোহে হুট হাট আকাশ আর মেঘের ঝগড়া হয়ে ঝুম বৃষ্টি নামবে...
সেই ঝুম বৃষ্টির মন মাতানো সুরে মেয়েটা নেচে-গেয়ে যাবে...
মেয়েটার চুল গড়িয়ে কপাল চোখ ছুঁয়ে গালে আলতো দোলা দিয়ে টুপ টাপ করে বৃষ্টির পানি গড়িয়ে পড়বে...
ছেলেটা মুগ্ধ চোখে তা দেখবে... আলতো করে তাকে কাছে টেনে নেবে... দু’চোখের মাঝে ডুব দিবে...
সবুজের মাঝে বৃষ্টির ছোঁয়া আরো সবুজ এনে দিবে... মেয়েটার হাতের চুড়ির আর পায়ের নূপুরের ছন্দে ছেলেটা দিশেহারা হবে...
ঘোরলাগা দৃষ্টি থেকে ফিরে বলবে- আহ আর ভিজিস না ... জ্বর হবে তোর...
মেয়েটা এক ঝটকায় ছেলেটাকে ফেলে দিয়ে বলবে-- জ্বর হলে হবে...
তুই আদুরে সেবায় ভাল করে দিবি... বল দিবি না...?
ছেলেটা মুগ্ধতায় হারাবে... মেয়েটা ছুটোছুটি করবে... ছেলেটা ছুটে ছুটে তাকে ধরবে...
মাঝে মাঝে গুড়ুম গুড়ুম শব্দে চারপাশ আলোকিত হবে... মেয়েটা দৌড়ে এসে ছেলেটার বুকের সাথে লেপ্টে যাবে...
মেয়েটার বুকের দ্রিম দ্রিম শব্দে মেঘের গুড়ুম গুড়ুম শব্দ একাকার হবে...
দু’জনে সুখ সুখ ভালোবাসায় মাখামাখি হবে...
কিছুক্ষণের মধ্যেই মেয়েটার হ্যাচ্চোওও শোনা যাবে...
ছেলেটা কোন কথা না বলেই এক ঝটকায় মেয়েটাকে কোলে নিয়ে কুঁড়ে ঘরেচলে আসবে...
ছেলেটার বুকের উত্তাপে মেয়েটার চুল শুকাবে... আর ছেলেটা বলে চলবে--কেন এমন করিস?
কতবার মানা করলাম... কথা শুনিস না কেন আমার?
মেয়েটা ঘোরলাগা দৃষ্টিতে হাসবে...ছেলেটার আদুরে সেবায় মেয়েটা ভাল হয়ে যাবে...
আবার মেয়েটার চুড়ির রিনিঝিনি শব্দে ছেলেটা মুগ্ধ হবে... মেয়েটার নূপুরের ঝুমঝুম শব্দে তাকে খুঁজে বেড়াবে...
মেয়েটা ছুটোছুটি করবে... হাফিয়ে যাবে... অসহায়ের মত ছেলেটার দিকে তাকাবে...
ছেলেটা দৌড়ে গিয়ে মেয়েটাকে বুকে আগলে নিবে... মেয়েটা ছেলেটাকে খামচে ধরবে...
ছেলেটা বলে চলবে- “ আছি তো রে পাগলী... কেন ভয় পাচ্ছিস” ...
মেয়েটা আরো জোড়ে ছেলেটাকে আঁকড়ে ধরবে... চারপাশ জুড়ে সোনালী আলো ছড়িয়ে পড়বে...
মেয়েটা বলবে-- এক মুঠো আলো ধরে দিবে আমায়...?
ছেলেটা অবাক হয়ে বলবে-- আলো কিভাবে ধরবো রে পাগলী...?
মেয়েটা বলে চলে- মাথামোটা কিছুই বুঝিস না তুই...
চল আমাদের কুঁড়ে ঘরের সামনের আঙিনা থেকে একটু আর একটু সামনে যাই...
অই যে নদীটা বয়ে চলছে... অইখানে যাই...
নৌকায় করে মাঝ নদীতে গিয়ে এক মুঠো আলো ধরে দিস আমায়...
ছেলেটা বুঝতে পারে জ্বরের ঘোরে মেয়েটা কি সব আবোল-তাবোল বকছে...
জানে আজ আলো ধরে দিতে না পারলে... অভিমানী মেয়েটার মান ভাঙ্গাতে তার জান যাবে...
ভাজ্ঞিস আজ জ্যোৎস্না রাত... জোতস্না আলোয় মেয়েটাকে ভেজাতে হবে...
পাগলী মেয়েটার চুড়ির রিনিঝিনি শব্দের সাথে পানির ঝলক ছেলেটার মুখে আসে...
নদীর ঘাঁটে বসে মেয়েটা নূপুরের ঝম ঝম শব্দে পানিতে তাল মেলাচ্ছে...
ভয়ঙ্কর সুন্দর মেয়েটার মুখের দিকে তাকাতে তাকাতে ছেলেটা আনমনা হয়ে যায়...
চমকে উঠে মেয়েটার কথা শুনে- অই অই গান কর... গান কর রে হাব্লাটা...
ছেলেটা তার বাচ্চি মায়াবতীটার দিকে তাকাতে তাকাতে গান ধরে...
মেয়েটা আস্তে করে ছেলেটার বুকের কাছে এগিয়ে এসে বিড়ালের মত গুটুসুটি করে তার বুকে মুখ লুকাবে...
ছেলেটা আলতো করে চাপ দিয়ে তাকে বুকের সাথে আগলে ধরে রাখবে...
সারারাত তারা এভাবেই জ্যোৎস্না আলোয় ভিজে ভিজে সুখানুভূতিতে হারিয়ে যাবে...
কল্পনার এইজগতটা ভয়ংকর সুন্দর... রে... দেখেছিস...
চাইলেই তুই আমি কত সুন্দর করে...
কল্পনা কল্পনা খেলাটাতে দু’জন কে কত কাছে পাই...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: চমৎকার

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই... ভাল থাকবেন!

২| ২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

হাসান মাহবুব বলেছেন: +++

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওমাআআআ পেলাচ পাইছি! ধন্যবাদ ভাইয়া!

৩| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৯

শায়মা বলেছেন: একটা গানা মনে পড়লো ইপ্ষিমনি!!!!!!!!!!

স্বপ্নে দেখি একটি নতুন ঘর
তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন
বাইরে বকুল বনে কুহু পাপিয়ায় করে কুজন!!!!!!!!!!

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মনে পড়লেই কি হবে না কি বাচ্চুমনি? গেয়ে শোনাতে হবে তো.........।

৪| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪০

জেন রসি বলেছেন: বুঝলাম!!!! :)

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বুঝলেই ভালু... হিহিহি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.