নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>ইদানিং কিশোরী/ নারী ধর্ষিত হওয়ার সাথে সাথে শিশুরা ধর্ষিত এবং নির্যাতিত হচ্ছে! আমি কখনোই বলবো না ধর্ষণের কারনের জন্য পোশাক দায়ী! তার কারন যারা নিজেদের চোখকে সংযত রাখতে পারে না নিজের ঈমান ঠিক রাখতে পারে না, তারাই ধর্ষণের পেছনে নারীর পোশাক কে দায়ী করে! আবার এটাও অস্বীকার করবো না যে - কিছু নারীর অশালীন পোশাক সত্যিকার অর্থে লজ্জিত করে! কিন্তু তাই বলে পোশাক ধর্ষণ বা নির্যাতনের কারন হতে পারে না, এটার কারন কুরুচিপূর্ণ মনোভাব! যাক যে প্রসঙ্গে এসেছি সেটা হল-
> যেহেতু এখন কিশোরী+ নারীর সাথে সাথে শিশুরা নির্যাতিত হচ্ছে তাই সে সব শিশুর বাড়ন্ত শরীরের দিকে খেয়াল করে তাকে টেক কেয়ার করুন! স্কুলে বাচ্চাদের ইউনিফর্ম ছাড়া পাঠালে এমন কোন পোশাকে পাঠাবেন না যাতে তার বাড়ন্ত শরীর কার কুনজরে এসে যায় তেমনি কোচিং এ পাঠানোর সময় ও এটা খেয়াল রাখুন! বাচ্চা ছোট বয়স অল্প কিন্তু তার শরীরে বাড়ন্ত ভাব ফুটে উঠছে পোশাকের কারনে এবং স্কুল বা কোচিং এ সে একা যাচ্ছে আসছে এমন বাচ্চারাই মূলত অইসব জানোয়ারদের কুনজরে এসে যায়... আবার যে কোন অবস্থায় যেকোন মুহূর্তে আপনার শিশু অইসব জানোয়ারদের দ্বারা নির্যাতিত হতে পারে, তাই জানোয়ারদের কোন সুযোগ না দিয়ে নিজেই সচেতন হোন!
>> আমার স্কুলের বাচ্চাদের কথাই ধরি, অবাক করার মত ঘটনা হল যে এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর কিছু বাচ্চার বাড়ন্ত শরীরের দিকে তাকিয়ে আমি নিজেই ভয় পাচ্ছি, স্কুল ইউনিফর্ম ছাড়া যখন তারা স্কুলে আসে তখন তাদের পোশাকের মধ্য দিয়ে তাদের বাড়ন্ত শরীর ফুটে ওঠে... নিজ দায়িত্বে আমরা তাদের সচেতন করেছি এবং তাদের অভিভাবক কেও সচেতন হতে বলেছি! কিন্তু একটা ব্যাপার এ ব্যাপারে যদি মা সচেতন না হয় এবং নিজের বাচ্চার বাড়ন্ত শরীরের দিকে খেয়াল না করে যেকোন পোশাক পড়িয়ে তাদের স্কুল বা কোচিং এ একা ছেড়ে দেয় সেক্ষেত্রে সেইসব বাচ্চা যেকোন মুহূর্তে বিপদে পড়তে পারে যেহেতু আমাদের চারপাশে এখন জানোয়ারে ভরে গেছে!! ( আমার আশে-পাশে থাকা পরিচিত বেশ কয়েকজন বাচ্চার এমন নির্যাতনের শিকার হওয়ার ঘটনা দিন দিন ভাবিয়ে তুলছে)
>>> তাই বলি কি নিজের বাচ্চার প্রতি নিজে সচেতন হোন আগে!
২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধর্ষণের জন্য পোশাককে আমি কখনো দায়ী করি না দায়ী তারা করে যারা নিজেদের ভেতরের কুচিন্তা থেকে বের হতে পারে না কিন্তু দিন দিন শিশুদের নির্যাতনের ঘটনা এবং মা’দের তাদের নিজ বাচ্চার বাড়ন্ত শরীরের দিকে খেয়াল না রেখে পোশাক পড়ানো, স্কুল/ কোচিং এ একা ছেড়ে দেয়া সত্যি ভাবিয়ে তুলছে... যেহেতু মেয়েরা এখন কন ভাবেই নিরাপদ নয়, বোরখা পরেও না তাই নিজেদের-ই সচেতন হতে হবে! ধন্যবাদ !
২| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১
রাজন সান বলেছেন: অসম্ভব সুন্দর এবং সময়োপযোগী একটি লেখা।
২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! ভাল থাকবেন!
৩| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৪
নিয়ামুল ইসলাম বলেছেন: ধন্যবাদ এমন সময়োপযোগী পোষ্ট দেয়ার জন্য।
২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সচেতনতা দরকার ভাই তাহলেই হবে! ভাল থাকবেন!
৪| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লেখা। তুমি কি স্কুলে পড়াও?
২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমি স্কুলে পড়াই... ! ভাল থাকবেন!
৫| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০০
ধমনী বলেছেন: আপনার মত আরো অনেক লেখিকা আপু দরকার।
যারা মেয়েদের প্রয়োজন এবং অনুভূতির কথাগুলো সাহসিকতার সাথে সাবলীলভাবে তুলে ধরবে।
২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! আমি চেষ্টা করেছি ভাই নিজের দেখা বাচ্চাদের বিপদগুলো উপলব্ধি করে তা জানাতে বাকিটা সচেতন হতে হবে! ভাল থাকবেন!
৬| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০২
তুষার কাব্য বলেছেন: চমৎকার পোস্ট । ধন্যবাদ আপনাকে ।
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ তুষার ! ভাল থাকবেন!
৭| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।
২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! ভাল থাকবেন!
৮| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৬
আরাফাত হোসেন অপু বলেছেন: আপু.......এটা প্রজুক্তির অভিসাপ.......আমরা এসব ব্যাপার এর সাথে খুব তাড়াতাড়ি পরিচিত হচ্ছি.....আমরা সুশিল আর আধুনিকতার মুখোশ পরে সমাজ টাকে আরো বেশি নষ্ট করছি...মেয়েরা আজ কোথাও নিরাপদ না....ছোট বাচ্ছা গুলারে শুধু এতটুকু ই শেখানো উচিত.....সত সংগে স্বরগো বাস..অসত সংগে সরবনাশ...কোনটা ভালো কোনটা খারাপ এটা পরিবার থেকেই শেখাতে হবে!
২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই পরিবার থেকেই ভাল-মন্দ চেনার শিক্ষাটা দিতে হবে!
৯| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫২
আরাফাত হোসেন অপু বলেছেন: আপু আপনি ক্লাস এ এই টপিকস টা নিয়ে খোলামেলা আলোচনা করবেন.....
২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই করি...
১০| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫২
বাকপ্রবাস বলেছেন: সহমত
২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! ভাল থাকবেন!
১১| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪১
ভিটামিন সি বলেছেন: পাগলি বোনটা এতদিনে একটা মন ছোঁয়া লেখা উপহার দিল রে। পাগলি তোরে শুভেচ্ছা দিলাম এই লেখার জন্য।
২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহ ভাইজান, ভাতিজি বা ভাতিজারে সেই ভাবে গড়ে তুলবেন ! ভাল থাকবেন!
১২| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৩
মনিরা সুলতানা বলেছেন: খুব ভালো লিখেছ ইস্পি মনি .।.।।।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপিজি! ভাল থাকবেন!
১৩| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: সেই সাথে আমাদের ভেতরের পশুত্বকে দাবিয়ে রাখার জন্য চাই সুশিক্ষা ও কঠোর বিচার ব্যবস্থা
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু অবশ্যই ! কিন্তু কিছু জিনিস নিজে থেকেও অর্জন করতে হয় যেমন মানসিকতা আর রুচি!
১৪| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১১
মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!
এ বিষয়ে আমারও একটি ভাবনা শেয়ার করলামঃ
আমি পারভার্ট হইলে আপনি নপুংশক নিশ্চয়!
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! সময় করে পড়বো! ভাল থাকবেন!
১৫| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫২
সাব্বির ০০৭ বলেছেন: সময়োপযোগী লেখা। প্লাস!
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!
১৬| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭
মাসূদ রানা বলেছেন: খুব ভালো লিখেছেন বোন ইপ্সিতা একেবারে আমার মনের কথাগুলো বলে দিয়েছেন +++
২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! ভাল থাকবেন!
১৭| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: পোস্টে +++
আপনার কাছ থেকে এরকম লেখা দেখে ভাল লাগল। ঝগড়ুটে ভার্চুয়াল ব্লগার দেখি বাস্তবে একজন সচেতন শিক্ষিকা।
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহ বোকা জি এরকম বহু লেখা আছে এখানে! আপনি শুধু ঝগ্রাইট্টা লেখাগুলা দেখছেন তাই ওগুলো চোখে পরেনি হু......।।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭
ঘুড্ডির পাইলট বলেছেন: ইভটিজিং বা নারীযৌনহয়রানিতে পোশাক এর ভূমিকা গৌন তবে বর্তমানের প্রেক্ষাপটে আপ্নার লেখার যথার্থতা রয়েছে ।
ধন্যবাদ সচেতনতামুলক লেখার জন্য ।