নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তুই তুই সেই গন্ধটা আজ ও আমি পাই...

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯

উহু না - কেউ আসেনি চারপাশে তা বলবো না...
ঘুরঘুর করেছে করছে কত জনে... কিন্তু আমার সেই আগের ঘোরলাগা এখনো কাটেনি...
হাব্রিজাব্রি দামী গিফটের লোভ এখনো আমাকে টানতে পারেনি সেদিকে...
মন পড়ে আছে সেই ৪০ টাকার এক ডজন চুড়ি আর ১০০ টাকার পায়েলের ছন্দে...
রেস্তোরার দামী খাবার কিংবা ব্লাক কফিতে কতজনে স্বপ্ন দেখাতে চেয়েছিল... চাইছে আজ ও...
শুধু আমি পারিনি সেই ৫টাকার কুলফি মালাইয়ের স্বাদ ভুলে যেতে...
পারিনি রাস্তার পাশের টং দোকানের এক কাপ চায়ের হুড়োহুড়িটা ভুলে যেতে...
ভুলিনি রস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা কিংবা চটপটির ঝালে উহ আহ করা শব্দগুলিকে...
বর্ষার বৃষ্টি শরতের বৃষ্টিতে কতজনে হাতছানি দিয়ে ডাক দেয়...
তবু একবারের জন্য আমি সেদিকে মুখ ঘুরিয়ে দেখিনি...
কারন আমি সেই বৃষ্টি ভেজা রাতে আমার চোখে তোর ডুব দেয়ার কাহিনী এখনো ভুলিনি...
এইত সেদিন ও কে যেন বলেছিল আমায়...
শহরের রাস্তায় ভিড় - ভাট্টা ঠেলে অলিতে গলিতে শাঁ শাঁ করে বাইকে ঘোরাবে...
আমি শুনেও না শোনার ভান অরেছি... আমি ভুলিনি রে...
তোর সাথে কল্পনা কল্পনা খেলায় কতবার রিকশায় করে পাশাপাশি বসে
হাতে হাত রেখে আমাদের ঘুরে বেড়ানোর কথা...
ভুলিনি কোন এক শরত সন্ধ্যায় হুট করে আসা বৃষ্টিতে আমরা বৃষ্টি বিলাসী হতে চেয়েছি...
কতজনে ঢং করে বলে আইস্ক্রিম খাবা... আমি খাই না বলে মুখ ফিরিয়ে নেই... কি করে ভুলি বল?
আইস্ক্রিম অর্ধেক খেয়ে তোর নাকে অর্ধেক ঘষে দেয়ার কথা...হু?
এত সহজ নয় রে যে কেউ এসেই টুপ করে তোর জায়গাটা নিয়ে নেবে...
কেউ তোর থেকে বেশি ভালোবাসে এইভাব দেখাবে আর আমি লুটিয়ে পড়বো...
কারন আমার চারপাশ জুড়ে তোর ভালোবাসা লুটানো আছে যা অক্টোপাশের মত জড়িয়ে আছে আমায়...
তুই তুই সেই গন্ধটা আজ ও আমি পাই...
আজ ও আমার চুড়ির আর কুলফির বায়নায়... আমি শুধু তোকে খুঁজে পাই... তুই ও কি পাস তা... ?
না কি কেউ এসে টুপ করে আমার জায়গাটা দখল করে নিয়েছে... হু?
আমি আমি গন্ধটা কি আজ ও তোকে মাতাল করে না কি...
অন্য কারো গন্ধে তুই মাতলামী করিস...?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮

হাসান মাহবুব বলেছেন: এটাকে ঘষামাজা করলে চমৎকার একটা কবিতা হতে পারে।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হতে পারতো ভাইয়া... কিন্তু আমার না একবার যা লিখে ফেলি তা আর এডিট করতে ইচ্ছে হয় না... ... তবে সময় পেলে চেষ্টা করে দেখবো ! অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

২| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুই তুই গন্ধ ?
একদম নতুন একটা শব্দ । ভাল লাগলো ।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হা হা ধন্যবাদ গিয়াস ভাই, যে নতুন শব্দটা পছন্দ হয়েছে! ভাল থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.