নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেইন স্মোকার ছেলেটাকে মেয়েটা বলেনি - সিগারেট ছেড়ে দিতে...
বলেনি দিনে একটার বেশি সিগারেট খাওয়া যাবে না... এইটা- সেইটা ...
মেয়েটা চেয়েছে তার ঠোঁটের অজুহাতে একদিন ছেলেটা নিজেই সিগারেট খাওয়া ছেড়ে দিক...
মেয়েটা বলেনি ছেলেটাকে তার বাউন্ডুলেপনা ছাড়তে কারন মেয়েটা জানে
একদিন এই ছেলেটাই ভালোবাসার টানে ঘরমুখো হবে....
মেয়েটা মাঝে মাঝে ছেলেটাকে রাগাতে কাইলা বলে ডেকেছে...
কিন্তু বলেনি তুই এখুনি ফেয়ার এন্ড লাভলি মেখে ফর্সা হো...
মেয়েটা বলেনি ছেলেটাকে চুলগুলা পাঙ্কু করতে...
কিংবা তার এলো চুল গুছিয়ে রাখতে, বরং মেয়েটা চেয়েছে সেই এলো চুল ধরে টেনেটুনে দুষ্টামিতে মত্ত হতে...
মেয়েটা দুষ্টুমি করে বলেছে তুইএকটা খ্যাত কিন্তু বলেনি তুই এখুনি মডার্ন হো...
গালিবাজ ছেলেটাকে মেয়েটা কখনো বলেনি তুই গালি দেয়া বন্ধ কর...
মেয়েটা চায়নি ছেলেটির সব বদ স্বভাব একদিনে পালটে দিতে,
চায়নি তাকে একেবারে বদলে দিতে কারন সে জানত একদিন নিজে থেকে ছেলেটা বদলে যাবে...
তাই তো ছেলেটার গালিতে মেয়েটা যখন হাসতে হাসতে লুটিয়ে পড়ত ছেলেটা গালি দেয়া ভুলে যেত...
একদিন এভাবেই সে গালি দেয়া ছেড়ে দিবে মেয়েটার এমন বিশ্বাস আছে বলেই সে মানিয়ে নিয়েছে...
মেয়েটা শাঁকচুন্নি / কটকটি নিয়ে ছেলেটার সাথে খুনসুটিতে মেতেছে কিন্তু কখনো বলেনি তাদের ছেড়ে দে...
বলেনি তোর দোস্তদের বাদ দে...
কারন মেয়েটা জানে সবার সব জায়গা বাদে তার একটা আলাদা জায়গা আছে...
মেয়েটা কোন কিছুতে টাইম বেঁধে দেয়নি ছেলেটাকে...
কারন সে জানে এভাবে আটকে রেখে ভালোবাসা যায় না...
ভালোবাসা হয় না... থাকে না তা চিরকাল...
একদিন যে গালিবাজ উস্কোখুস্কো মাথার কাইলা ক্ষ্যাপাটে পাগলা ছেলেটার
ভালোবাসায় মুগ্ধ হয়ে সে তার প্রেমে সাড়া দিয়েছে...
তাকে হুট করে পাল্টাতে যাওয়া বোকামী ছাড়া আর কিছু নয়...
একদিন যে চেইন স্মোকার ছেলেটার ঠোঁটে জ্বলতে থাকা নিকোটিনের আগুনে
সে প্রেমের আগুন দেখেছিলো হুট করে তা নেভাতে চাইলে...
তাকে স্বেচ্ছাচারী বলা হবে... কারন মেয়েটা প্রেমিকা হতে চেয়েছে...
সে তার ভালোবাসার মানুষটির সব কিছুকে এক নিমিষে বদলে দিতে চায়নি...
চেয়েছে মানুষটি নিজে থেকে বদলাক... তার ভালোবাসায় নিজেকে বদলে ফেলুক...
মেয়েটা চেয়েছে এই কাইলা ছেলেটাই তার জগতের আলো হোক…
এই গালিবাজ ছেলেটার গালিতে সে মুগ্ধ না হলেও গালি দিতে গিয়ে
মেয়েটার হাসিতে সেই ছেলেটাই তার গালি ভুলে যাক ...
অই বাউণ্ডুলে কাটখোট্টা ছেলেটার অদ্ভুদ রোমান্টিকতায় মেয়েটা ডুব দিতে চেয়েছে...
চেয়েছে নিজের মত করেই সে তাকে ভালোবাসুক...
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা ভাই- আমার সব লেখাতে আমি সব তুমি তে তুমি থাকে না তো! এটা নিছক ই একটা ছেলে আর একটা মেয়ের কল্পনা... বাস্তবেও এমন টা হতে পারে...
২| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯
উম্মে সালমা কলি বলেছেন: আপু,কিন্তু সত্যি কি এসব অভ্যাস পরিবর্তন হয়? হয়না।
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা হবে না কেন আপু... ভালোবেসে অনেকে অনেক অভ্যাস পাল্টে ফেলে... তবে সবাই এমন টা করে তা নয়... ! ভাল থাকবেন!
৩| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: এতু ভালুবাসা কই পান
২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বেত্তমিজ মান সে......... !!!! হিহিহি
৪| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৩
মনিরা সুলতানা বলেছেন: আহা
মেয়ে টি প্রেমিকা হতে চেয়েছিলো
২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহা তাকে কি না স্বৈরাচারী বলা হলো......।। হিহিহি
৫| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইহাকেই বলে প্রেম, ইহাকেই বলে ভালবাসা... লেখা ভাল হয়েছে +++
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আর এমন ভালোবাসাই তো চাই ... তাই না বোকা? ভাল থাকবেন! অহ! ধইনা পাতা!
৬| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: ভালবাসার মত ভালবাসলে তারে কি গো ভোলা যায়?
মেয়েটি ভালবাসার মতোই ভালবেসেছে
তাই নিজে থেকে বদলাতে চায় না
এবার ................ পালা
চমৎকার হইসে আপি
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম ঠিক......... ধইনা পাতা ভাইয়া!
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭
চুরি যাওয়া আগুন... বলেছেন: আফা, আফনে চান নাই চান নাই কইরা যে লিষ্ট দেখাইলেন চাইলে কি হইত ভাইবা জিন্দেগি তামা তামা হইয়া যাইতেছে।