নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

খাতার মলাট যখন ভারতীয় সিরিয়ালের ছবিতে ভরপুর... !!

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩

>তখন বিপথে কেন শিক্ষার্থীরা যাবে না...?
কালকের ইত্তেফাকের ৭ পৃষ্ঠায় ছবি সহ এই নিয়ে প্রতিবেদন দেখে ভেবেছিলাম আজ লিখবো...
তার আগেই স্কুলে গিয়ে দেখি আমার স্কুলের ছাত্রই এনেছে কিরণমালার কভারের খাতা... !
সেই খাতা নিয়ে বাচ্চারা হুড়োহুড়ি শুরু করেছিলো! কেউ কটকটির রোল,
কেউ সেনাপতি বিটকেল, কেউ “ মরে যাই, মরে যাই” এই ডায়লগে ব্যস্ত...
কেউ কিরণমালা ড্রেস কিনেছে এই গল্প...
এরপর তো সেই ছেলেকে সহ সবাইকে বলা হয়েছে
কেউ এধরনের কভারের খাতা নিয়ে স্কুলে আসতে পারবা না...
এ ব্যাপারে স্কুল সহ বাচ্চাদের বাবা-মা কেউ সচেতন হতে হবে, নইলে...
> এখন কথা হলো- এসব নিয়ে দেখার যে কেউ নেই তা জানি...
কিন্তু এভাবে শিক্ষার্থীদের বিপথে নিয়ে যাবার মানে কি...?
তাহলে তো কয়দিন পর বই এর মলাটে এইসব ছবি চলে যাবে!
আগে বাচ্চাদের খাতার কভারে ফুল/ ফল/পাখির ছবি থাকত
আর এখন শুধু ব্যাবসা বাণিজ্যের জন্য সবকিছুতেই যাচ্ছেতাই কাজ কারবার চলছে!
>> এইসব সিরিয়ালের নামে পোশাক এর কারনে কত দুর্ঘটনা ঘটলো, ঘটছে,
এবার কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার তেরোটা বাজাতে নতুন ফন্দি!!
>>> সত্যি দেশটার উন্নতি হচ্ছে বটে.........!
এতটাই উন্নতি যে প্রতি মুহূর্তে তব্দিত হচ্ছি......!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪

নতুন বলেছেন: সচেতনতা দরকার। ব্যবসায়ীরা চিন্তা করেছে এই ভাবে তাদের বিক্রি বাড়বে। নৈতিক দিকে চিন্তা করেনাই।

আমার এক বন্ধু আমাকে কয়েকদিন আগে এক ব্যবসার প্রস্তাব দিলো। তাকে বুঝিয়ে বললাম যে সব ব্যবসা করা ঠিকনা। কিছু নৈতিক জিনিস চিন্তা করতে হয়। তাকে ৫ মিনিট সময় দিয়ে বোঝালাম যে কেন এটা করা ঠিক না। তার পরে সে ঐ চিন্তা বাদ দিলো।

আমাদেরও পাশের বন্ধুটিকে বোঝাতে হবে ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এই নিয়ে তাদের সাথে কাউন্সিলিং করা দরকার! ভালো থাকবেন!

২| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৬

জরীফ উদ্দীন বলেছেন: ঠিক বলেছেন। আমিও ব্যাপার টা লক্ষ করেছি

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ধন্যবাদ !

৩| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩২

হাসান মাহবুব বলেছেন: তুমি শিক্ষক। তোমার দায়িত্ব অনেক। এইসব অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াও।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: করি ভাইয়া যতটুকু সম্ভব করি!

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

ভিটামিন সি বলেছেন: ঘরের বউই যখন বলে আজকে আর কথা বলব না, একটু পরে কিরণ মালা শুরু হবে, দেখব। তখন জোরে বলতে ইচ্ছে করে কেউ আমারে মাইরালা।

সবাই সচেতন হলে এইসব অপসংস্কৃতি বন্ধ করা যাবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভিটামিন ভাই সচেতনতা দরকার.........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.