নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাদ্রের অঝোর বর্ষণে ডুবে যায় প্রিয় নাকফুল...
আলতো করে খুলে নেয় কেউ কানে থাকা দুল... !
লেপ্টে যাওয়া কাজল... নিকোটিনের ধোঁয়া ওঠা ঠোঁটের চাপ...
উত্তরের হাওয়ার সাথে বুকের ভেতরে থেকে হু হু করে ওঠা শিরশিরে অনুভব...
বিষণ্ণ স্টেশনে ঝলমলে মায়া নামক ট্রামের আগমন... তুমুল ভালোবাসার বৃষ্টি ...
প্রিয় ঘাসফড়িঙটাকে ধরে রাখার টান...
আলুথালু বেশের ছায়া পড়ে সুখের আয়নায়...
তুই আছিস লাল ওড়নাটার ভাঁজে “তুই তুই” গন্ধে...
তুই আছিস বৃষ্টি ভেজা পায়ের পায়েলের ছন্দে...
তুই আছিস... টুংটাং শব্দের এক ডজন চুড়িতে...
তুই আছিস রঙ- বেরঙের ভালোলাগার রঙ তুলিতে...
তুই আছিস কপালের কালো টিপে...
তুই আছিস এলো চুলের এক জোড়া কালো ক্লিপে...
তুই আছিস বুকের ভেতর ভালোবাসা নামক দ্বীপে ...
তুই আছিস সন্ধ্যেবেলার ধোঁয়া ওঠা গরম চায়ের কাপে...
তুই আছিস ডিব্বা ভর্তি অভিমানের ধাপে ধাপে...
তুই আছিস সকালের ঘুম ভাঙানি মেসেজে...
স্বপ্নিল সাজে মনটা আমার তাই সাজে যে... !
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ধন্যবাদ ! আপনার দেয়া লাইন দুটো ও মন্দ নয় ! ভালো থাকবেন!
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
ধমনী বলেছেন: সুন্দর।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! সুন্দর... +++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ বা এটাতেও প্লাস ... ধইনা না তালের পায়েস বোকা...
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আর ন দিতাম কহনো ফিলাস... হুহ
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আরে দূর বোকা .........। বোকা তো একদম বোকাই .........।।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
আল ইমরান বলেছেন: ভিন্নতা আছে। বেশ ভালো। তবে মেসেজ শব্দটা ব্যবহার না করে বার্তা শব্দটা ব্যবহার করতে পারতেন। অনেকটা এমনঃ
তুই আছিস সকালের ঘুম ভাঙানো বার্তায়
স্বপ্নিল সাজে মনটা আমার স্বপ্নটাকে হাতড়ায়।
শুভকামনা।