নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>কিংবা ধমক দিয়ে এমন কিছু বলবেন না যাতে তাদের সেই বিষয়ে আরো বেশি আগ্রহের সৃষ্টি হয়...! এই যেমন ধরুন, টিভি দেখতে বসেছেন সে সময় স্যানোরার অ্যাড দেখালো আর আপনার বাচ্চা তার বাচ্চাসুলভ অভ্যাসে জিজ্ঞেস করলো- এটা কি? আপনি বিব্রত না হয়ে এবং বিব্রত হলেও সেটা তাকে বুঝতে না দিয়ে বলুন- বাবা/ মা, এটা বড়দের ন্যাপি... Nappy for adults! দেখবেন কিচ্ছা শেষ!
> ধরুন বাচ্চার সাথে টিভি দেখছেন সে সময় পিলের অ্যাড চলে আসলো আর বাচ্চা জিজ্ঞেস করলো - এটা কিসের ঔষধ ? আপনি বিব্রত না হয়ে বা তাকে ধমক না দিয়ে বলুন বাবা/ মা, এটা ঘুমের ঔষধ বা জ্বরের ঔষধ !
>> এতে করে হবে কি... আপনি নিজেও বিব্রত হওয়া থেকে প্রশান্তি পাবেন এবং বাচ্চার আগ্রহ ও মিটে যাবে! কিন্তু প্রব হলো- অনেকেই সেটা করে না, তারা ধমকে- ধামকে বাচ্চাদের বলে- এত কিছু জানতে হবে না বা এড়িয়ে যায়, চ্যানেল পাল্টায়! একটা কথা কি... We have to educate them and I know it's embarrassing
>>> এরকম বিভিন্ন বিষয়ে বাচ্চাদের করা প্রশ্নগুলোকে ধমকে ধামকে চুপ করিয়ে দিয়ে কিংবা এড়িয়ে না গিয়ে কৌশলে এমনভাবে বলুন যাতে তারাও সন্তুষ্ট হয় আর প্রশ্ন করতে না পারে! আমার স্পস্ট মনে আছে, আমি তখন নাইন এ, খালার বাসায় ছিলাম, রাতে টিভি দেখতে বসে হুট করে স্যানোরার অ্যাড শুরু হয়, আর পাশে থাকা ফাইভ পড়ুয়া কাজিন বলে ওঠে ওর মা’কে- আম্মু এটা কি? আমার খালা কোনরকম বিব্রত না হয়ে বলে - ওটা ঘর মোছার কাপড় বাবা! আমি বিব্রত হতে গিয়ে ভেতরে ভেতরে হেসে মরি! কিন্তু পরে বুঝি- খালা দারুন একটা কাজ করেছেন! সেই থ্রি পড়ুয়া ভাই এর আগ্রহ এবং তার বিব্রতকর প্রশ্নের উত্তর বেশ ভালো ভাবেই দিয়েছেন!
>>> অনেকের বিব্রত হওয়া শুনে লিখলাম, আর একটা ব্যাপার যেহেতু আমাদের প্রয়োজনেই এই বিজ্ঞাপনগুলোর অ্যাড হয় এবং এটা আমাদের দেখতে হয় সো বিষয়টা সেভাবেই বাচ্চাদের সাথে ডিল করুন!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেভিতে জব করছে!
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭
শাহাদাত হোসেন বাবলু বলেছেন: ধন্যবাদ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালো থাকবেন!
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: মূল্যবান কিছু কথা ঈপ্সি।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া চারপাশের মানুষের বিব্রত ভাব দেখে বললাম! ভালো থাকবেন!
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
এস কাজী বলেছেন: ঠিক তো! এভাবে হ্যান্ডল করলে কোন প্রবলেম হবে না। নতুন কিছু শিখলাম। ধন্যবাদ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি ভাই এভাবেই হ্যান্ডল করা দরকার যাতে তারা অহেতুক কৌতহল নিয়ে বসে না থাকে... ভালো থাকবেন!
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: তোমার বেবির জন্য অনেক ভালো হবে আপু। এমনটা কয়জন বুঝে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু আমার না সবার জন্যই ভাল হবে বৈকি !
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
জেকলেট বলেছেন: আমার মনে হয় বেবিকে মিথ্যে বলা টা ঠিক না। মনে রাখবেন আপনি আজকে যে মিথ্যা বলে মনে করছেন বেচে গেছেন তা ভবিষ্যতের জন্য আরো বড় বিপদ নিয়ে আসছে। বেবি মিথ্যা বলা শিখছে। মিথ্যা না বলে ব্যাপরটা নিয়ে এডুকেট করলে কিন্তু আপনার বেবিকে আপনি নিজে শুরু থেকে সুরক্ষিত করলেন।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেখুন বাচ্চাকে ভোলাতে এমন অনেক মিথ্যে আমরা বলি যেটা ক্ষতিকারক নয়! আচ্ছা, একটা ৫ বছরের বাচ্চার এই প্রশ্নে আপনি তাকে সত্যটা কিভাবে বোঝাবেন? এটা তাকে পরিণত বয়সে শিক্ষা দিতে হবে!
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
শায়মা বলেছেন: হুম আমার জায়নুবেবির মত---
মিস মিস হি ইস মাই হাসব্যান্ড......
আমিঃ হ্যোয়াট!!!!! এ্যা এ্যা ব্যা ব্যা করে বললাম- হু ! হু ইজ ইওর হাসব্যান্ড?
সে দেখিয়ে দিলো আবরার......মানে আবরার তার হাসব্যান্ড.....
আমি বললাম - তুমি কি কখনও দেখেছো ছোটরা বিয়ে করে?
সে বললো নাতো.....
আমি বললাম তাহলে.....
শোনো যখন মানুষ বড় হয় তখনই শুধু বিয়ে করে আর তখনই হাসব্যান্ড ওয়াইফ হওয়া যায়। আরও কিছু অং বং লেকচার!!!!!!
তারপর সে বুঝলো যে ----উহু এখনও যে তার বিয়ের বয়স হয়নি!!!!!!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বাচ্চুমনি , বাচ্চাদের এভাবেই হোক বা ভুলিয়ে হোক বিষয়টা হ্যান্ডল করতে হবে, এরপর পরিণত বয়সে তাদের শিক্ষা দিতে হবে!
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬
ধমনী বলেছেন: সুন্দর পরামর্শ। তবে টিভি চ্যানেলগুলো এতটা বেফাঁস বিজ্ঞাপন দেয়া শুরু করেছে, যে প্রশ্ন করা ছাড়াই তা বিব্রতকর হয়ে যায়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! হু সেক্ষেত্রেও আমাদের-ই বাচ্চাদের ম্যানেজ করতে হবে এছাড়া তো উপায় দেখি না ভাই! ভালো থাকবেন!
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
Subroto বলেছেন: টিক আছে আপনার কথা ,আপনাকে ধন্যবাদ ।।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০
রোষানল বলেছেন: সেই থ্রি পড়ুয়া ভাই এখন কি করছে খুব জানতে ইচ্ছে হচ্ছে আপু ।