![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলিনি তোকে সারাক্ষন ভালোবাসি ভালোবাসি বলে কানের কাছে প্যানপ্যান কর...
শুধু বলেছি ভাদ্র কিংবা গ্রীষ্মে আমার যখন গরমে হ্যাসফ্যাস লাগবে
তখন তুই পাখা নিয়ে বাতাস করিস...
না হয় কিছুক্ষন তুই কিছুক্ষন আমি করবো এমন শর্তেই মেতে উঠিস...
হিহিহি আমি জানি তুই তখন বলবি- যদি বাতাসে ওড়না সরে যায়...
শোন এসব ফালতু কথায় আমি কান দেবো না হু... বাতাস করতে বলেছি, করবি...
প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে নিয়ে যেতে বলছি না...
শুধু সপ্তাহে একদিন কিংবা মাসে একবার সবুজ ঘাসের উপর পা ফেলে হাঁটতে গিয়ে
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে যাবে এমন জায়গায় বেড়াতে নিয়ে যাস...
বলিনি এইটা খাবো সেইটা খাবো শুধু আমাকে কুলফি মালাই খাওয়ালেই হবে...
বলিনি অইটা আন সেইটা আন... এক ডজন কাঁচের চুড়ি এনে দিলেই চলবে...
বলিনি গাড়ি কিনে ঘুরতে নিয়ে যা... আমার বাপু রিকশাতেই ঘুরতে খুব ভালো লাগে...
হুট ফেলে দিয়ে দুজনে পাশাপাশি বসে কখনো ঝিরিঝিরি বাতাসের হিমেল হাওয়ায়
কখনো ঝুম বৃষ্টিতে ঘুরে বেড়াবো...
জানিস আমার না সাইকেল চালানোর খুব শখ ছিলো,
শিখেছিলাম ছোটবেলায় এরপর ভুলে গেছি...
আচ্ছা,তুই না হয় একটা সাইকেল কিনিস, কিনে আমায় একটু শিখিয়ে দিস... হিহিহি ......
অই রোজ রোজ সমুদ্রে নিয়ে যেতে না পারিস, একটা শান বাঁধানো পুকুর বানিয়ে দিস...
তাতে থাকবে লাল/সাদা শাপলা ফুলের খেলা... আর হাঁসের জলকেলি ...
তুই সাঁতার কেটে বেড়াবি... আমি পা ডুবিয়ে বসে থাকবো...
একটু একটু পর পর তুই এসে আমার সাথে জলকেলি করবি...
আমি হাসতে হাসতে লুটিয়ে পড়বো...
কখনো তুইএসে দূরে বসে আমার পাগলামী দেখবি...
কখনো আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মজা দেখবো...
হাহহাহ প্রমিজ তোকে চুবিয়ে মেরে ফেলবো না...
তুই তো সাঁতারু ... হিহিহি !
অই জানিস আমার না সাঁতার কাটার খুব শখ ছিলো...
আমি তোর পিঠের উপর উঠে সাতার কাটা শিখবো... আহা কি দারুন হবে বল তো...?
ছেলেটার পিঠে মেয়েটা উঠে তাকে আঁকড়ে ধরে থাকবে আর
ছেলেটা হ্যাসফ্যাসিয়ে পাখির ডানার মত হাত দুটো ঝটপটিয়ে সাঁতার কাটবে...
না না থাক তুই ফেলে দিয়ে মেরে ফেলবি আমায়
নতুন কাউকে বাগিয়ে নিতে... হিহিহি ...
তুই যে বদের হাড্ডিগুড্ডি...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: করবো তো হাম্বাটা একটা সাইকেল কিনে দিক এরপর ধুমিয়ে সাইকেল চালিয়ে বেড়াবো, তমার বাসায় হাজির হবো হু... হিহিহি হাম্বাকে নিয়ে ডেটিং করতে সাইকেলে চড়ে... হিহিহি
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
শাহজাহান সুজন বলেছেন: সাইকেল চালানো কেউ ভুলেনা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্র্যাকটিস না থাকলে মানুষ অনেক কিছুই ভুলে যায়......
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
সাহসী সন্তান বলেছেন: প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে
রেস্টুরেন্টে নিয়ে যেতে বলছি না...
শুধু সপ্তাহে একদিন কিংবা মাসে একবার
সবুজ ঘাসের উপর পা ফেলে হাঁটতে গিয়ে
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে যাবে এমন জায়গায়
বেড়াতে নিয়ে যাস...
বলিনি এইটা খাবো সেইটা খাবো শুধু
আমাকে কুলফি মালাই খাওয়ালেই হবে...
বলিনি অইটা আন সেইটা আন... এক ডজন
কাঁচের চুড়ি এনে দিলেই চলবে...
বলিনি গাড়ি কিনে ঘুরতে নিয়ে যা... আমার
বাপু রিকশাতেই ঘুরতে খুব ভালো লাগে...
-সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জন্য একটি গুরুত্বপূর্ন পোস্ট!! পোস্টটি খুবই ভাল লাগলো। শুভকামনা জানবেন!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা ভাই কি বলেন এসব? সরকারী...... কিছু বুঝলাম না! অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
সাহসী সন্তান বলেছেন: সরকারী...... কিছু বুঝলাম না!
বিষদ ব্যাখ্যা করা হলো!
প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে নিয়ে যেতে বলছি না...,
শুধু সপ্তাহে একদিন কিংবা মাসে একবার সবুজ ঘাসের উপর পা ফেলে হাঁটতে গিয়ে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে যাবে এমন জায়গায় বেড়াতে নিয়ে যাস...!
-গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে একটা ছোট-খাটো রেস্টুরেন্টে বসলে কত খরচ হয় সে হিসাবটা কি আপনাকে আর দেওয়া লাগবে? গার্লফ্রেন্ড তো আর বুঝবে না যে এদিকে আমার পকেট গড়ের মাঠ। রেস্টুরেন্ট বাদে সবুজ ঘাসের উপরে হাঁটা এটাতো তাও মন্দের ভাল। আমি তো এমনই একজনকেই খুঁজছি সেই ২৫ বছর ধরে!
বলিনি এইটা খাবো সেইটা খাবো, শুধু আমাকে কুলফি মালাই খাওয়ালেই হবে...
-মাত্র দুই টাকার বিনিময়ে কাম শেষ!
বলিনি অইটা আন সেইটা আন... এক ডজন কাঁচের চুড়ি এনে দিলেই চলবে...
-এক ডজন কাচের চুরির কতই বা আর দাম! এটা কোন সমস্যাই না, যে কোন সময় দেওয়া যায়।
বলিনি গাড়ি কিনে ঘুরতে নিয়ে যা... আমার বাপু রিকশাতেই ঘুরতে খুব ভালো লাগে...
-পেট্রোলের দাম যেভাবে হুঁ হুঁ করে বাড়ছে তাতে গাড়িতে করে ঘুরতে বললেই তো গায়ে ১০৫ ডিগ্রি বেগে জ্বর আসে!
আর এজন্যই বলেছি সরকারী কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য পোস্টটা উপযোগী। অবশ্য যার সুদ/ঘুষ খায় না শুধুমাত্র তাদের জন্য।
-এখন কি আমি আপনাকে বুঝাতে পেরেছি ম্যাডাম? এর পরেও যদি না বোঝেন তাইলে আমার কান্দন ছাড়া আর কোন উপায় নাই..........!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাপ রে... বুঝলাম ভাই ...! কিন্তু বেসরকারী রা ...? আসলে সবকিছুই নির্ভর একটা মানুষের চাওয়ার উপর! কেউ অল্পতে তুষ্টি থাকে কেউ এত্ত এত্ত কিছু পেয়েও খুশি থাকে না......।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
ঘুড়তে থাকা চিল বলেছেন: এরকম একটা বউ লাগবে আমার ৷
আপু খুইজা দিবেন?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুঁজতে থাকুন পেয়ে যাবেন
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
আমি মিন্টু বলেছেন: ভালো লাগলো সিস্টার
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭
ThebossShamrat বলেছেন: ভালো লাগলো পড়ে
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
হাসান মাহবুব বলেছেন: প্রাঞ্জল, ছটফটে চঞ্চল লেখা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
শায়মা বলেছেন: সাইকেল চালানো কেউ ভুলেনা! ট্রাই এগেইন ইপ্সিমনি!