|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তুই কি জানিস এই শহরের অলিগলি পেড়িয়ে 
আমার ঘরের জানালার গ্রিল দিয়ে রোদ ছুঁয়ে যায় তোর নামে... 
তুই হয়ে এই আমাকে... . 
তুই কি জানিস ঝুম বৃষ্টির আড়ালে এ দু’চোখ ভিজে যায় তোর নামে... 
তুই হয়ে ছুঁয়ে যায় এই আমাকে... 
তুই কি জানিস বুকের বাম পাশের ব্যাথাটা 
চিন চিন করে ওঠে একটু মায়ার খোঁজে ... তোকে ভেবে... 
তুই কি জানিস... ভরদুপুরের নিঃসঙ্গতায় হাহাকার ছড়িয়ে পড়ে শুধু তোর নামে... 
তুই কি জানিস বিকেল বেলায় গাছে পানি দেয়ার সময় 
কাঁচের চুড়ির রিনিঝিনি বেজে ওঠাটা বারবার মনে করিয়ে দেয় 
তোর কাছে করা বায়নাটাকে... শুধুই তোকে ভেবে... 
তুই কি জানিস সন্ধ্যার এক কাপ চায়ের হুড়োহুড়িটা 
ঝুল বারান্দায় ঝুলে থাকে শুধু তোকে ভেবেই... 
প্রতিদিনের লেখা কল্পকথা ... চিরকুট... 
চিঠির ভাঁজে ভাঁজে অভিমান... আহ্লাদ... 
সব-ই না কি তোর নামে... 
রাতের গল্পগুলো কষ্ট কষ্ট সুখে ভেজায় সেও না কি তোর নামে... 
ছুপা জ্বরটা উস্কে ওঠে তোর নামে... 
সুখ সুখ কষ্ট গুলো যত্ন করে আগলে রাখি তোর নামে... 
দু’চোখের ভাঁজে প্লাবন নামে... তোর নামে... 
এক একটা সেকেন্ড আমি লিখে দেই তোর নামে... 
ছুঁয়ে যাক সেটা তোর মনে... মনের দামে... মনে মনে...।
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪২
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ছড়ার উদ্দেশে লিখিনি বাচ্চুমণি... লিখে লিখে শুধু স্পেস দিয়েছি... ছড়ার মত হয়ে গেছে... যাক ধইনা পাতা! কেমন আছো?
২|  ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৪:৪৫
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৪:৪৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈছে।
  ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৩
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
৩|  ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:১৩
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: মিষ্টি অভিমানের কবিতা । ভাল লাগলো মিষ্টতা ।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:১৭
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৫৭
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৫৭
শায়মা বলেছেন: এই কবিতাটা এক্সসেলেন্ট হয়েছে ইপ্সিমনি!