|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চারপাশ জুড়ে শুধু শব্দ আর শব্দ... 
জানিস তুই...? সুখের/ দুঃখের / বাড়াবাড়ি রকমের ভালোলাগা 
আর মন্দলাগার স্বপ্ন দিয়ে  শব্দ ঝুড়ি বানিয়েছি... একটা তোকে দেবো বলে...!
আমাদের হাসি-কান্না দিয়ে দুটো শব্দ ঝুড়ি বানিয়েছি... হাসিরটা তোকে দেবো... দুঃখেরটা আমার...
ভাবছিস বুঝি এগুলো তোর কাছে বিক্রি করবো... 
আরে না... সব তোকে এমনি দিয়ে দেবো... 
আড়াল থেকে তোর খুশি দেখে একটু না হয় সুখের হাসি হেসে নেবো... 
যখন-ই কোন সমস্যায় পড়বি... দুঃখের সাগরে যখন হাবুডুবু খাবি 
এখানে চলে আসিস আমি অদল- বদল করে একফালি সুখের শব্দ দিয়ে দেবো... 
যত যন্ত্রনা আর কষ্ট ... অশ্রু ফোঁটা যত... 
হৃদয় পোড়ানো যত শব্দ সব আমি রেখে দেবো... 
যত মন খারাপের শব্দ... বিষণ্ণ বেলার শব্দ সব -ই রেখে দেবো... 
ভালোলাগা আর ভালোবাসার ... মায়া আর টানের...
গুন্ডামি আর খামচামির... দস্যিপনার যত শব্দ সব যত্ন করে রেখে দেবো... 
কত শব্দ আছে জানিস...? আমাদের মান-অভিমানের, ঝগড়াঝাঁটির ... 
বৃষ্টি ভেজার... এক কাপ চায়ের... কাঁচের চুড়ির রিনিকঝিনিক... কুলফি মালাই... 
বুকের সাথে লেপ্টে যাওয়ার কত শত গল্পের শব্দ আছে জানিস তুই...? 
ভাদ্রের কড়া রোদের শব্দে তোর জন্য 
এক ফালি মেঘবালিকার শব্দ যত্ন করে রেখেছি... 
বৃষ্টির কাছ থেকে মাতাল করা শব্দ বুনেছি... 
তোকে লেখা এক একটা চিঠিতে কত শব্দ সাজিয়েছি... 
নীল রঙের শব্দে নিজেকে লেপ্টে নিয়েছি... 
তোর কষ্টে গোপনে গোপনে কেঁদে কত শব্দ বুনেছি... 
সময় করে আসবি কি তুই... শব্দ গুলো নিয়ে যেতে... 
ভাবছিস বুঝি বিক্রি করবো...? 
আরে না রে না... অদল বদল করে নেবো... 
তোর হাবড়িজাবড়ি যত শব্দের ভান্ডার আছে 
সব আমাকে দিয়ে তোর জন্য বুনে রাখা এই স্বপ্নিল শব্দগুলো নিয়ে যাস... 
আমি না হয় সেটাই আমার পরম পাওয়া বলে যত্নে তুলে রাখবো... 
বুকে আগলে রাখবো... !
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:০১
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
২|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৩৩
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৩৩
কাবিল বলেছেন: 
আর মন্দলাগার স্বপ্ন দিয়ে একটা শব্দ ঝুড়ি বানিয়েছি... তোকে দেবো বলে...!
আমাদের হাসি-কান্না দিয়ে দুটো শব্দ ঝুড়ি বানিয়েছি... হাসিরটা তোকে দেবো... দুঃখেরটা আমার... ভাবছিস বুঝি এগুলো   
লাইন দুইটা পরস্পরের বিরোধী বলে মনে হচ্ছে। 
তাছাড়া সব মিলিয়ে খুব ভাল। 
ভাল লাগা রইল।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:০১
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৩:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রিভিউ না দেখেই পোস্ট দিয়েছি, ধন্যবাদ ! এডিট করে দিলাম! ভালো থাকবেন!
৩|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:০০
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৫:০০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:২৫
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
৪|  ২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৩৮
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৩৮
waled ahmed বলেছেন: আমার খুবি ভাল লাগল
স ধন্যবাদ
  ২২ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৩৩
২২ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:২৭
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:২৭
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে ...