![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলছি না...... আমার জন্য মেহেদী পাঠিয়ে দে......
আমি শুধু বলছি আমার কেনা মেহেদীটাই হাতে আলপনা করে দে......
আর যদি সেটাও না পারিস...চুপচাপ বসে থাক দেখ আমি কেমন করে তোর নামে মেহেদী লাগাই হাতে...
আমি জানি তুই দুষ্টু বালক, তুই মেহেদী কিনে দিবি না... মেহেদী হাতে আলপনা করে দিবি না...
তুই আমার মেহেদী দেয়া হাতের সুযোগটা নিবি... হিহিহি দেখ,
আমি কিন্তু ছেড়ে দেবো তা না... দরকার হলে পা তো আছে... হিহিহি ...
আমায় খাওয়ায় দিবি টিকটিকিটা ...দেখিস না আমার হাতে মেহেদী...
এটাও কি বলে দিতে হবে না কি রে হাব্লা বদ্মাশ...হু?
চটপট খেয়ে নে... ঘুরতে যাবো... চাঁদ রাতে রিকশায় করে ঘুরে বেড়ানোর মজাই আলাদা...
কি যে অদ্ভুদ ভাল লাগা তখন ছুঁয়ে যায়... আমি আইস্ক্রিম খাবো খাবো...
জানিস-ই তো অর্ধেক আইস্ক্রিম তোর নাকে ঘষে না দিলে আমি মজা পাই না...
রিকশায় বসে এই সুযোগটা আমি নেবো... অই অই আমি অই কাঁচের চুড়িগুলো নেবো...
একটা কালো টিপের পাতা... কিছু কালো ক্লিপ... এক জোড়া পায়েল... আর কিছু না...
অবশ্য তুই চাইলে নখপালিশ/ লিপস্টিক কিনে দিতে পারিস... !
এরপর ঘুরে-ফিরে মজা করে বাসায় ফিরবো...ততক্ষনে আমার হাতে
তোর নামের মেহেদী লাল টকটকে হয়ে গেছে...
আমি জানি মুগ্ধতায় আমার হাত তোর হাতের ভেতর ঘুরপাক খাচ্ছে... ...
অই অই জানিস ভীষণ ইচ্ছে করছে... তোর সাথে রিকশায় ঘুরতে...
কতটা পোড়া কপাল আমার বল...
এত কাছে তুই তবু এই রাতটা তোর সাথে ঘোরা হলো না...
এমন যদি হত- হঠা ৎ একটা ফোন তোর- অই অই বিল্লিটা ,
বাসার ঠিকানা বল, আমি এসেছি, চলে আয় তোর সাথে চাঁদ রাতে ঘুরবো ...
তারপর কাল একসাথে ঈদ করবো... ধ্যাত কিসব ভাবছি...
আচ্ছা থাক... তুই যাদের সাথে আছিস তাদের অধিকার আগে...
আমার সাথে এই কল্পনা কল্পনা খেলাটা খেললেই হবে...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা করুক না... হিংসে... আর ভালোবাসা যাবে না মানে আলবৎ যাবে... ভালো থাকবেন!
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
সুমন কর বলেছেন:
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিইইইই?
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
ধমনী বলেছেন: আমার আশংকা- আপনার ব্লগ পড়ে প্রেমিকারা আপনার কল্পনাকে হিংসা করবে আর প্রেমিক বেচারারা ভাববে- এত্তো ভালোবাসা যায়!!