নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বিলুইটা...

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮

অদ্ভুদ তুইহীনতায় ভুগে ভুগে কাটছে দিনকাল... এত্ত এত্ত কাজের ঝামেলা গুলো মেজাজ খারাপ করে দিচ্ছে... সবকিছুতেই কেমন যেন জ্বলুনি লাগছে... জ্বলছি পুড়ছি তবু মরছি না রে... তোকে চল্লিশার দাওয়াত ও দিতে পারছি না... এই তুই’টা আমার জ্বলুনিতে ভালোবাসার মলম দিয়ে ঠান্ডা করে দিস... তখন অদ্ভুদ একটা প্রশান্তি বয়ে যায়... সব কষ্ট বাতাসে মিলিয়ে যায়... এলোমেলো ভাবনাগুলো রঙ মেলে দেয়... উদ্ভট চিন্তাগুলো ভালোলাগায় মিলেমিশে একাকার হয়... বুক জুড়ে শান্তি শান্তি ভাব আসে... আমি হাবুডুবু খাই... তুই তুই করে দিন পার হয় দুপুর পেরিয়ে বিকেলে... আসে... সন্ধ্যা পেরিয়ে রাত... আমি আবার অপেক্ষার প্রহর গুনে লেপ্টে যাওয়া কাজলের সাথে আর এলো চুলের মাঝে আধো ঘুমে তলিয়ে যাই... আমি অভিমান করি... তোর এত্তটুকু সময়ের মধ্যে আমি সব কিছু ঢেলে দেই... একবার নিয়ম করে ভালোবাসি বলাটা ভালোবাসা না রে... বরং আমি যে সারাটাদিন তোর মাঝেই হারাই... তোর মাথার ভেতরেই আঁকুপাঁকু করি ... তোর কাজে অকাজে, সবটুকু জুড়ে, ভাবে - অভাবের মাঝে যে সব সময় আমি কিলবিল করে বেড়াই এটা তুই মুখে না বললেও আমি বুঝে নিতে পারি রে... আর যখন-ই সেটা বুঝি তখন বুকের ভেতরে অদ্ভুদ শান্তি পাই... সমস্ত অতৃপ্ততা তখন তৃপ্ত করে দেয় ... আমি একা একাই হেসে চলি... আর মনে মনে ভালোবাসি বলি...
তুই আমার অভিমানের ডিব্বাটা দেখে হাহাকারে ডুবে যাস... অথচ বুঝিস না সেই ডিব্বাটা আমি ভরপুর করি শুধু কিছু খাট্টে-মিঠে ঝগড়া করতে... ঝগড়া শেষে তোর কান ধরে উঠ বসের ছবিটা যে আমাকে খুব মজা দেয়... তুই না মাঝে মাঝে অবুঝপনা করিস... আমি জানি বুঝেও এমন করিস... খেঁকশিয়ালের মত চালাক তুই আর ভাব দেখাস যেন কিছু বুঝিস না কত্ত বোকা রে... আমি জানি আমি তোকে কতটা জ্বালাই ... তুই কষ্ট পাস... কিন্তু বুঝতে না দিয়ে আমায় ভালোবাসায় ডুবিয়ে দিস... আনন্দে মাতোয়ারা করিস... তুই না একটা ... তুই না একটা... ঘোড়ার ডিম... টিকটিকি ... তেলাপোকা... বিলুই... কাউয়া সব... উহু না... না ... তুই একটা তুই... আমার স্পেশাল তুই ... আমিও একজন...হু... তুই আমি মিলেমিশে একাকার তাই হই... কত বৃষ্টি ভেজা রাত আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে... কত খুনসুটিময় দুপুর আমাদের প্রেমালাপের কাব্য রচনা করেছে... কত সন্ধ্যার হুড়োহুড়িতে কবিতা লেখা হয়েছে... ... আমার সবটুকু জুড়ে তুই আছিস... তাই আমার ঘুম জড়ানো রাতগুলি তোর নামে লিখে দেবো... আর স্বপ্ন জড়ানো ঘুমগুলি রেখে দেবো... যেন চোখ মেলেই আমি তোকে দেখতে পাই... কাতুকাতু দিয়ে জাগাবি কি জাগাবি না ভেবে যত রাত তুই পার করেছিস... ভোরের অপেক্ষায়... তারপর ঘুম ভাঙ্গানী মেসেজে আমাকে জাগিয়েছিস... সেসব রাতকে আমি ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে আমার রাত দিন সব তোর নামে লিখে দেবো ...
শুধু কানের পাশে মুখ নিয়ে তুই বলবি-
ভালোবাসি রে ভালোবাসি বিল্লিটা” এই মধুর কথাটা শোনার জন্য...
তুই কি জানিস সে কথাটাতে কি অদ্ভুদ শিহরণ খেলে যায়...
আমার শিরায় শিরায়... .............

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৬

শূণ্য মাত্রিক বলেছেন: :D

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক.........।

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ প্রকাশ। খুব সুন্দর লেখেছেন। ভালবাসার লেখনী, এর তুলনা হয়না।

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালোবাসার আকুলতা কিংবা প্রকাশনাগুলো সাদামাটা হলেও অনেক সময় অসাধারণ মনে হয়... ! ধন্যবাদ ! ভালো থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.