নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কে বলেছে শুধু মেয়েরা আয়নায় মুখ দেখে... হু?

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৪

>ছেলেরা বলতেই থাকে মেয়েরা না কি সারাদিন সাজুগুজু করে, সাথে আয়না নিয়ে পথ চলে... এই সেই... কিন্তু বাছাধনেরা আপনারাও কি কম যান হু... ? বাসায় আয়না দেখা, বাইরে যাওয়ার আগে ফিট ফাট এর কথা বাদ দিলাম... কিন্তু বাইরে গিয়ে যে আয়নায় মুখ দেখেন না তা বললেই মানবো না কি... হু? দ্দেখুন--
> আমি রোজ ছাদে গাছে পানি দিতে যাই... আমাদের ছাদের পাশেই আমার এক চাচার বাউন্ডারী দেয়া গোডাউন আছে পাশ দিয়ে আর মাঝে বিশাল ফাঁকা জায়গা... গাড়ি ঢুকানোর জন্য! যাক, ছাদে গাছে পানি দিতে উঠলেই প্রাই দেখি- কোন না কোন মটরসাইকেল এর আয়নায় কেউ না কেউ মুখ দেখছে... খুক খুক...
> আমার স্কুলের কিছু বাচ্চাকে তাদের চাচ্চুরা/ভাইরা নিতে আসে মোটরসাইকেলে করে, প্রায় স্কুল থেকে বের হতে গেলে দেখি বাইরে দাঁড়ানো মোটরসাইকেলয়ালারা কেউ না কেউ মোটরসাইকেলে বসে আয়নায় চুল ঠিক করছে, কেউ মুখে ব্রন খুঁটছে ... খুক খুক...
> রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কতজনে বিভিন্ন কাঁচের দরজায়ালা দোকানের দিকে তাকিয়ে চুল ঠিক করে... খুক খুক...
>> ভাই রে... আয়নাতে অই মুখ সবাই দেখতে চায় সবাই দেখে... কিন্তু বলার বেলায় শুধু রব ওঠে- মেয়েরা আয়না নিয়ে ঘুরে... খুক খুক...

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

রোষানল বলেছেন: মেয়েদের থেকে বেশি মুখ দেখে যারা জিম করে । ২ ঘণ্টাতে কম করে হলেও ২০০ বার।

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইয়া যেসব ছেলেরা দিলে ভালো হত না ...হিহিহি ? জিমে তো এখন মেয়েরাও যায়...

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০

আহলান বলেছেন: মেয়ে ছেলেতে কি এমন তফাত আছে যে আয়নাতে শুধু মেয়েরাই প্রতিবিম্ব দেখবে ? রুপ সচেতনতা মেয়েদের মধ্যেই বেশী ...বেশী মানে চরম মাত্রায় বেশী ..... সুতরাং

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মানতে পারলাম না... রূপ সচেতনতা ছেলে/ মেয়ে উভয়ের-ই আছে... উভয়-ই আয়নায় মুখ দেখে/ লুকিয়েও দেখে... কিন্তু কথা অঠে শুধু মেয়েদের বেলায়! ( আর হ্যাঁ এটা একটা ফানি পোস্ট) খুক খুক.........

৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা সত্যি মেয়েদের কি অন্যায় বদনাম। ভিন্নরকম পর্যবেক্ষণে +

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক... পর্যবেক্ষণে + এ ধইনা পাতা! ভালো থাকবেন!

৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২

কাবিল বলেছেন: মেয়েদের মত তো আর বাইরে লিপিত্তিক, ফস পাউডার আরও কত্ত কি সব নিয়ে যায় না .. হু?

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক কাবিল ভাই অস্বীকার করবো না যে মেয়েদের ব্যাগে সাজুগুজুর জিনিস ও থাকে!

৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯

মুহাই বলেছেন: ছেলে অন্তত আটা ময়দা মাখে না :-P

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিডা কইছে ভাই... মাখে মাখে... এখন বিয়ার সময় ছেলেদের ও আটা- ময়দা মাখায় ... খুক খুক...

৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪০

আজিজার বলেছেন: অনেক ছেলে আটা ময়দা মাখে। খুক খুক.........

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক... যাক স্বীকার করলেন ভাই... ধইনা পাতা...

৭| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

সত্যের পথে আরিফ বলেছেন: ওরাও মেয়ে........।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক্কক্কক্কক্কক...... কি বলবো আর ...?

৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪১

গেম চেঞ্জার বলেছেন: বুঝলাম না। ফেলে আসা যুগে ফিরে যাবার কারন কি? ছেলেরা আয়নায় মুখ দেখলে সমিস্যা কি? আর মেয়েরাও দেখলেই বা কি? এটিচুড চেঞ্জ করেন মিয়ু আপুরা, আর মিয়া ভায়ারাও।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক...... প্রথমে বুঝতে হবে এটা ফানি পোস্ট...! এরপর আসি উত্তরে- উহু কণ প্রব নেই... কিন্তু রব এখনো শুধু মেয়েদের বেলায় -ই ওঠে- মেয়েরা সাজে, মেয়েরা আয়নায় মুখ দেখে বেশী... এটা সেটা... ! আশা করি এবার বোঝা গেছে ভাই... !

৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
নিন আয়না নিয়ে একটা গান হয়ে যাক-

আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে। ;)

আপনার ছেলে -মেয়ে লড়াই তত্ত্বে তাহলে এইটার মেয়েদের ভার্স কি হবে?

আয়নাতে ঐ মুখ দেখবে যখন
গোফের কালো রেখা পড়বে চোখে
ফুটবে মোচের নীচে মুচকি হাসি
মধু সে খেয়েছিলো জানবে লোকে। =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক্কক্কক্কক ...... উফস খুব খুব পছন্দের একটা গান ভাইয়া! আপনি ছেলেদের নিয়ে গান টা বানিয়ে দিলেন নইলে আমিও একটু টেরাই কইরা দেখতাম... হু...

১০| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । দারুণ যুক্তি । আয়না সার্বজনীন !!!

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আমিও তাই বলি... কিন্তুউউউউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.