নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাউগো এইটুকু বাচ্চু বাচ্চু পোলাপানদের প্রেমের চিরকুট. দেখুন তার নমুনা..!(খুক খুক্কক্কক্ক কেউ আমারে এক চামচ এমন চিরকুট লেখার কৌশল শেখাও রে..)

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫

>আমার সময় লাভ এর মানে জানতে ক্লাস এইট পার হয়েছিলো... আর ইন্টিমেসি শব্দের অর্থ জানতে বুঝতে ইন্টার পার হয়েছিলো... যদিও চিরকুট পেয়েছিলাম থ্রি তে ! পাইয়া মা জননীর হাতে-- দিয়া কইছিলাম, কি এইটা? খুক খুক! আর এখনকার পোলাপানরা ওয়ান টু তেই চিরকুট ছাড়ে স্কুলে বইসা... বুঝে কম কিন্তু ইঁচড়ে পাকা ... বেশ কয়েকবার ওয়ান টুর বাচ্চুদের কাছ থেকে এমন চিরকুট পেয়েছি... এটা বুঝি যে ওরা বোঝেনা কিন্তু চিরকুট চালাচালি করে... এরপর তো শাসনের মাধ্যমে বোঝানো... যাক এবার প্রসঙ্গ চিরকুটের পিরিতির কবতে নিয়ে......
> কোচিং এ আমার ফাইভ পড়ুয়া কাজিন স্বপ্নিল এর ব্যাগে কেউ দিয়েছে! দেইখা তো আমি থ... হায় হায় হাম্বাও তো এত কিছু কইতে পারে না... তবে চিরকুটের ভাষায় মজা পেয়েছি... এবং তব্দিত হয়েছি...দেখুন...
>>”আমাদের ভালোবাসা হয়ে গেল ঘাস...
খেয়ে গেল গরু...
দিয়ে গেল বাঁশ ...” খুক্কক্কক্কক্ক
>> Oh my God
সাইকেলের রড......।।
Honder teau…
I love you………. !!! খুক খুক্কক্কক্ক কেউ আমারে এক চামচ এমন চিরকুট লেখার কৌশল শেখাও রে...
>>> এবং আশ্চর্যের ব্যাপার হলো চিরকুট টা অদ্ভুদ সুন্দর কারুকার্জে...ভরপুর
এপাশ ওপাশ খোলার সিস্টেম... মাঝখানের লাভ মেলার সিস্টেম অবাক করার মত...!!

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬

বিদ্রোহী সিপাহী বলেছেন: চিরকুটের একটা ছবি দিলে আরও আনন্দ পাইতাম।
বাচ্চুগুলো না এক্কেবারেই ডিজিটাল।

০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি না ছবি লোড দিতে পারি না মানে জানিনা কিভাবে লেখার সাথে বা মন্তব্যের সাথে ছবি দিতে হয়, তাই আমার কোন লেখার সাথে ছবি দিতে চাইলেও পারি না, দেইনি... আজকেও পারলাম না... লেখার নীচের মন্তব্বে ছবি লোড হইলো... অনেকদিন ভেবেছি কারো কাছে শিখবো, জানবো কিন্তু হয়নি বলা... এখন শেখান কিভাবে ছবি সহ লেখা দিতে হয় এবং কমেন্টে লেখা সহ ছবি দেয়া যায়

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

শায়মা বলেছেন: হায় হায় পিচ্চুদের চিরকুটে মুগ্ধ তুমি আপুনি!!!!!!!!!

আমিও মুগ্ধ হই---

এক পিচ্চি মেয়ে বলছে- যাও তুমি আমার সাথে এমন করলে কেনো । আমি আ----র তোমার সাথে কথা বলবো না।
পিচ্চি ছেলেটা বলে- কথা বলবানা! কেনো???? তাহলে এতদিন কথা বলছিলা কেন???
মেয়েটা নিরুত্তর
ছেলেটা - বলতেই হবে!!!!!!!!! X((



হা হা হা হা আমি তো এই দৃশ্য দেখে হাসবো নাকি কাঁদবো! পিচ্চি দুইটারই বয়স সাড়ে চার বা তার একটু বেশি।

০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক...। এর থেকেও মজাময় কাহিনী করে আমার বাচ্চুরা গো

৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০

চিরন্তন মহাশূন্য বলেছেন: আমার জীবনেও এমন একটা ঘটনা আছে, উমম… আমি তখন এস এস সি পরীক্ষার্থী। সে সময় পাশের বাসার এক পিচ্চি মেয়ে ( ক্লাস থ্রি পড়ে) এমন (লাভ লেটার) একটা চিরকুট তার আরেকটা পিচ্চি বান্ধবীরে দিয়া আমার কাছে পাঠায়ে দিয়েছিল। আর সে দূরে লুকিয়ে দেখছিলো, সেই চিঠিটা ছিল পেন্সিলে লিখা, অনেক বানান ও ভূল ছিল, সে কি হাসি……!! :)
চিরকুটে কি লিখা ছিল এই মূহূর্তে আমার ঠিক পুরাটা মনে পরছে না।
তার বান্ধবী কে বললাম তুমি দাঁড়িয়ে আছো ক্যান, যাও। সে বলল মীম তার চিঠির উওর এখুনি দিতে বলেছে… আমি বললাম মাত্র তো চিঠি টা পাইলাম, একটু ভাবতে হবে তো, তুমি মীম কে গিয়ে বলো উওর কাল দিবো… হা হা হা

তারপর, উওর আর কি দিবো, মীম আমারে দূর থেকে দেখলেই দৌড় দিয়া পালাইতো… :)

০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি এরকম বেশ কিছু চিরকুটের ঘটনা আছে আমার... ব্যাপারগুলো ভাবলে এখন মজা লাগে

৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭

গেম চেঞ্জার বলেছেন: চিরকুট দিছে বিঃশ্বাস হয় না। ছবি দেন নাহলে বিঃশ্বাস কমমু না কই দিলুম। :P

০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি না ছবি লোড দিতে পারি না মানে জানিনা কিভাবে লেখার সাথে বা মন্তব্যের সাথে ছবি দিতে হয়, তাই আমার কোন লেখার সাথে ছবি দিতে চাইলেও পারি না, দেইনি... আজকেও পারলাম না... লেখার নীচের মন্তব্বে ছবি লোড হইলো... অনেকদিন ভেবেছি কারো কাছে শিখবো, জানবো কিন্তু হয়নি বলা... এখন শেখান কিভাবে ছবি সহ লেখা দিতে হয় এবং কমেন্টে লেখা সহ ছবি দেয়া যায়

৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:

৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
বিদ্রোহী ভাই

৭| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

রিকি বলেছেন: ”আমাদের ভালোবাসা হয়ে গেল ঘাস...
খেয়ে গেল গরু...
দিয়ে গেল বাঁশ ..


আপু চিঠিটা জোশ কিন্তু যাই বলেন। দিল ড্যান্স মারে ;)

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উপরের চিত্র দেখেন আরো মজা পাবেন... খুক খুক...

৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ও মোর আল্লাহ ! করছে কি পোলাপাইন !!! :P B-))

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক ভাই... কত ক্রিয়েটিভ দেখেন উপরের ছবিতে

৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনেগো গপসপ শুইনাতো আমার ..থুক্কু আমার পোলার চিরকুট কাহানি মনে পাইরে গেল..

সেদিন বাসায় ফিরতেই ওর মা ফিসফাস করে যা জানাল- আমার বাজান ১০ ক।লাশে পড়ে কিন্তু সুবোধ বালক! তারে তার ছোট বোনের বান্ধভী চিরকুট দিছে!!

দেখলাম। দারুন সব ফুল লতাপাতা ডিজাইন চারপাশে..

মাঝে তার আকুতি.. মজা লাগলো সবশেষে- " যদি এই চিঠির উত্তর না দাও তাইলে খবর আছে!!!" X(( হুমকি দিয়েই শেষ হল চিরকুট!
হাসতে হাসতে শেষ!
বাজানরে ডাকলাম- ও তো লাজুক লতার মতো নুইয়ে পড়েছে। দাও এটা ছিড়ে ফেলব! বারবার কেড়ে নিতে চাইছে!
পরে ফান করে ওকে ইজি করলাম। বাট ওর একটাই কথা জীবনেও উত্তর দিবে না ;)

আহা বেচারী ...

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক্কক্কক বাজান রে তবুও সাবধানে রাইখেন... হুমকি দেয়া বউ তো ঘরে আনোন যাইবো না ভাই... খুক খুক... যদিও বাজানের এই ফুম্মিটাই তো হুমকি দেয় একটা তুই কে যখন তখন... খুক খুক

১০| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬

জুন বলেছেন: দারুন তো! পিচ্চিদের উদ্ভাবনী শক্তিতে মুগ্ধ হোলাম ইপ্সিতা চৌধুরী :)

১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ আপু আমিও বাচ্চাটার ক্রিয়েটিভিটি দেখে খুব মজা পাইছি!

১১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খুক খুক্কক্কক্ক কেউ আমারে এক চামচ এমন চিরকুট লেখার কৌশল শেখাও রে... B:-)

=p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.