![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অই কিপটা একটা ছোট খাটো পাহাড় আমায় কিনে দিবি...
আরে বাবা সত্যি সত্যি না দিস... কল্পনা কল্পনা খেলাটাতে তো দিতে পারিস...
জানিস ছোট্ট একটা পাহাড়ের চুড়ায়
ছোট্ট একটা খুপড়ি ঘর বানিয়ে থাকার আমার খুব শখ...
পাহাড়ের বৃষ্টি ... শীতল বাতাস সব-ই না কি অদ্ভুদ...
চোখ বন্ধ করেই আমি দেখতে পাই...
দ্রিম দ্রিম শব্দে মেঘের গর্জনের সাথে মন ছুঁয়ে যাওয়া বৃষ্টি নেমে এসেছে
আমার খুপড়ি ঘরের চালায়... চালার দু/ একটা ফুটো দিয়ে টপ টপ করে বৃষ্টি পড়ছে আমার গালে... আমি চমকে উঠে... ধরফরিয়ে তোকে জাগিয়ে নিয়ে বাইরে বের হচ্ছি... পাহাড়ের চুড়ায় দাঁড়িয়ে দুটো মানব মানবী... বৃষ্টিতে নাচানাচি করছে...
জলকেলিতে মুগ্ধ হচ্ছে... আমি ছুটে বেড়াচ্ছি আর তুই ছুটে ছুটে আমাকে ধরছিস... জাপ্টে ধরে আমার দু’চোখে ডুব দিচ্ছিস...
এরপর পাহাড়ের চুড়া ধরে আমরা অনেক দূর হেঁটে যাচ্ছি...
এই শরতের অসম্ভব ভালো লাগার ফুল
শিউলিতলায় গিয়ে শিউলি ফুল কুড়াচ্ছি...
আমার বাচ্চামিপনা দেখে তুই ও মুগ্ধ হয়ে
গাছের ডাল ধরে জোরে ঝাঁকিয়ে দিচ্ছিস...
আহ্ শিউলিতলায় এক বালিকা ফুল কুড়াচ্ছে...
আর বালকের গাছ ঝাঁকানিতে শিউলি ফুল তার মাথা সহ চারপাশ ভরে যাচ্ছে...
ভেজা গায়ে ফুল মাথায় বালিকাকে দেখে বালক অদ্ভুদ ভাবে তাকিয়ে আছে...
বালিকা তাই দেখে লজ্জা পেয়ে আবার দৌড়ে পালাচ্ছে...
বালকের ভ্রম ভেঙ্গে যায়... সেও পিছে পিছে ছুটতে থাকে...
বলতো কি অদ্ভুদ সেই দৃশটা হবে... তাই না...?
এরপর বালিকাকে কোলে নিয়ে বালক ঘরে আসবে...
বালকের বুকের উত্তাপে বালিকার চুল শুকাবে...
আহা চারপাশ জুড়ে এত তুই তুই হাহাকার...
তুই তুই শুন্যতার ... মাঝে যেন বালিকার বেঁচে থাকার ইচ্ছেটাকে উস্কে দিবে...
বালক ও মরচে ধরা ভালোবাসাটাকে একটু ঝালিয়ে নেবে... বল ভালো হবে না...?
১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি...? হাহহহহা
২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৯
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২০
কানিজ রিনা বলেছেন: আরে এই কল্পনাত আমিও করি। কিন্তু বৃষ্টির দিন
আসলে কল্পনাটা আর করতে ইছ্ছা করেনা।
শেষে পাহাড় চুড়া থেকে পা পিছলে পড়লে ঠ্যং ঠুং
ভ্যাইংগা যাইব। খুপরির প্রেমের ঝাল বাইড় হইবে।