|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
জানেমান... 
হাব্লাটা... 
তোর হুট করে আসার মত ঝুম বৃষ্টি নেমেছে শহর জুড়ে... 
আমাকে একটিবার দেখার কিংবা 
আলতো করে কপালটা ছুঁয়ে দেয়ার ইচ্ছে তোর আছে কি নেই জানি না... 
আদৌ কি ছিলো বল তো...? 
জানিস প্রতিবার আমার ইচ্ছে হয়... তোকে আসতে বলি... 
একটিবার দেখবো বলে... 
আলতো করে তোর চুল এলোমেলো করে দেবো বলে... 
একটুখানি ছুঁয়ে দেখতাম... তুই সেই তুই আমার... 
জানি চাইলেই সম্ভব... আবার সম্ভব ও না... 
ইচ্ছেটাকে উস্কে দিতে কেন যে ইচ্ছে করে না জানি না... 
হয়ত আর দেখা হবে না... ছুঁয়ে দেয়া হবে না... 
তবুও চুপি চুপি বলি রে... 
তোর শহরে বৃষ্টি হলে একটু ছুঁয়ে দিস... 
সেটা আমার শহরে... আসলে না হয়... 
আমি সেই বৃষ্টি ছুঁয়েই স্পর্শ নেবো তোর... 
আকাশের দিকে তাকিয়ে তোর মুখটা দেখে নেবো...
  
 
শরতের বৃষ্টিতে জলকেলি রে... পাগলা... 
ভিজতে যদিও মানা... 
তবুও এক পা... এক হাত ভেজাবো 
এটা তো তোর জানা...
 ১৪ টি
    	১৪ টি    	 +২/-০
    	+২/-০  ১৮ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫১
১৮ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি... ?
২|  ১৭ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:০৩
১৭ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:০৩
ওমর ফারুক (মুসাফীর) বলেছেন: এভাবে বোললে টো সবারি সে হোতে মন চাবে
  ১৮ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫১
১৮ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু সবাই ভাব্বে কেন...? এখানে তো নির্দিষ্ট একজনকেই বলা হয়েছে...
৩|  ১৭ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:৩৫
১৭ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:৩৫
Shawon Ahmed বলেছেন: কোথায় যেন এক একটা অভিমানী কষ্টের তিব্রতা আছে, বুঝেও যেন বুঝা যায় না, ছুয়েও যেন ছোয়া যায় না।
  ১৮ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫১
১৮ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... একটু অভিমান... যা...।
৪|  ১৭ ই অক্টোবর, ২০১৫  রাত ১১:৪৪
১৭ ই অক্টোবর, ২০১৫  রাত ১১:৪৪
আরাফাত হোসেন অপু বলেছেন: অন্তর পোড়ার মম গন্ধে ব্লগ সুভাসিত..........  
   
   
   
   
   
   ................অনেক দিন পর আরেকটা মন খারাপের সিচুয়েশন এনে দিলেন........ধন্যবাদ আপুনি!
................অনেক দিন পর আরেকটা মন খারাপের সিচুয়েশন এনে দিলেন........ধন্যবাদ আপুনি!
  ১৮ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫২
১৮ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা তাই...? মন খারাপেও বুঝি ভালো লাগে...? ভালো থাকবেন ভাইয়া!
৫|  ১৮ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৩:০৫
১৮ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৩:০৫
গেম চেঞ্জার বলেছেন: আহাঃ পরাণে একগুচ্ছ কিউট রোমান্স ঢেউ দিয়ে গেল!
  ১৮ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:৩০
১৮ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু কি রোমান্স... সাথে অভিমান ও তো আছে... হু...
৬|  ১৮ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:২৫
১৮ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:২৫
ভ্রমরের ডানা বলেছেন: দুরন্ত ভালবাসার দুর্দান্ত প্রকাশ। 
কবিতায় ভাল লেগেছে ভীষন
আহব্বানের সুরে মগ্ন চেতন।
  ১৮ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:৩০
১৮ ই অক্টোবর, ২০১৫  রাত ৮:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু অভিমানী আহ্বান ...... ভালো থাকবেন!
৭|  ১৯ শে অক্টোবর, ২০১৫  রাত ১:২৪
১৯ শে অক্টোবর, ২০১৫  রাত ১:২৪
সুমন কর বলেছেন: প্রথম লাইনটিই খারাপ লাগল।   তাই আর পড়লাম না............!!
  তাই আর পড়লাম না............!!
  ১৯ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫১
১৯ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহা তাই...
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫০
১৭ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫০
অমিত অমি বলেছেন: আমার শহরে আজ কুয়াশা নামে