নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মুরাদ টাক্লারা যখন আমার ঘরে... খুক খুক... ( কার কার টাক্লু কাহিনী আছে বলেন এইবার)

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪



>খুক খুক অবাক হওয়ার কিছু নেই... এই মুরাদ টাক্লা হলো আমার দুই জমজ আম্মি (ভাগ্নি)!
যাদের আজ মাথার চুল ফেলে দেয়া হয়েছে প্রথম বারের মত মানে ওরা হওয়ার ৪০ দিন হলো! মজাই মজা... নাপিত বা নাওয়া এসেছিলো চুল কাটতে! যেই কইছি আপ্নারে রঙ লাগিয়ে দেবো মাথায়, বেচারা বলে- এইগুলা আগে হত এখন না...খুক খুক! এত গেলো আমার আম্মিদের কাহিনী।। আসছি আমার কাহিনীতে... চুল কাটা নিয়ে কাহিনী...
> ফাইভ/সিক্সে পড়ার সময় স্কুলের উকুন আলীদের মাথা থেকে আমার মাথায় উকুন ঢুকে...চুল ছিলো কোমর পর্যন্ত , এত সুন্দর চুল কেটে দিবে শুনে যেদিন নাপিত আসার কথা সেদিন পাড়ার এক আন্টির সাথে বাড়ী থেকে ভেগে যাই...আন্টির এক আত্মীয়ের বাসায়! এরপর সারাদিন লাপাত্তা... বাসায় কান্নাকাটি... মাইকিং... অবশেষে নাপিত চলে গিয়েছে এইটা নিশ্চিত হয়ে বিকেল ৪টার দিকে আসরের আযানের সময় বাড়িতে ভয়ে ভয়ে ঢুকি... মা জননী সন্তান ফিরে পেয়েছে এইটা দেখে খুশি না হয়ে... দিম দিম করে অইরকম মাইর এরপর গোসল করিয়ে চখে কাজল দিয়ে খাইয়ে খ্যান্ত... খুক খুক... !
>> বড় আম্মি তো আমার মত দেখতে, চলনে বলনে আমার মতই না কি সব কিছু করছে... আজ তো কিছু কইতে পারে নাই... বড় হইয়া যদি আম্মির মত চুল কাটানির কথা শুনে ভাইগা যায় তাইলে মরছি রে পাগলা... মরছি... খুক খুক...
>> সর্বশেষ স্কুল যাইনি যেসব বাচ্চা আমার কাছে পড়ে তারা বাসায় এসেছিলো- দুস্টামি করছিলো- বললাম- দুষ্টামি করলে চুল কেটে দেবো, ওরা হাসে আর বলে- ম্যাদুম মিথ্যা কথা বলেন কেন? আবার বলে- দেন কেটে ভালোই হবে!! একজন ছেলে বলে ম্যাদুম আমার মাথায় উকুন আছে, দেন কেটে!!! মরে যাই মরে যাই... ধাপে ধাপে ছবি দেখুন তাদের- চুল কাটানির আগে- চুল কাটানিতে- চুল কাটানির পরে...
“ টাকু মাথা চারানা, চাবি দিলে ঘুরে না”... খুক খুক... এরকম বহুত কবতে আছে টাক্লাদের নিয়ে!












মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪

নতুন বলেছেন: আমার মেয়ে কে টাক করা পুরাই নিষেধ করে দিয়েছি। ১ মাস বয়সে প্রথম করেছিলো সেটিই ওর জন্য প্রথম আর শেষ হবে আশা করি।

ভাল থাকুক সুস্হ থাকুক টুক টুকিরা।

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা ভালো করেছেন ভাই। চুল কাটলে কি বিচ্ছিরি লাগে! দোয়া করবেন!

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭

আহলান বলেছেন: হুম ... এই জন্যই ভর দুপুরে আচার এর বিজ্ঞাপণ দেয় মানুষ ... যাই হোক ... জমজ পালার মজাই আলাদা ...আল্লাহ ভালো রাখুন .... !!

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জমজ বেবি পালতে মজা? পালছেন না কি? এরা আমার ভাগ্নি বুঝলেন!

৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬

মোঃ আব্দুল কাওসার বলেছেন: ... জমজ পালার মজাই আলাদা ...আল্লাহ ভালো রাখুন .... !! :-)

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জমজ বেবি পালতে মজা? পালছেন না কি? এরা আমার ভাগ্নি বুঝলেন!

৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪

সুমন কর বলেছেন: ওদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা .. !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.