|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শোন রে... 
চাইনিজে বসে কড়মড় করে চিকেনটা খাওয়ার সময় বিটকেলে হাসি দিয়ে ভালোবাসি বিল্লিটা বলার দরকার নেই... বরং রাস্তার পাশে দাঁড়িয়ে একটা চপ কিংবা তোর পছন্দের বেগুনীটা ভাগাভাগি করে খাওয়ার  সময় আর টং দোকানের এক কাপ চায়ের হুড়োহুড়িতে... ছলকে পড়া চায়ের সাথে সাথে ভালোবাসি বলিস... দামি গাড়ীর ড্রাইভিং সিটে বসে... এক হাতে কোমর জড়িয়ে ধরে ভালোবাসি বিল্লিটা বলে উল্লাস করিস না... বরং  সবুজ ঘাসের মাঝে  খালি পায়ে হেঁটে হেটে... পাশাপাশি বহুদূর যাওয়ার সময় আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে  গেলে... যে শিহরণ ... বুক জুড়ে নেমে যায়... তার সাথে তাল মিলিয়ে আড় চোখে একবার ভালোবাসি বলে মুচকি হাসিস...  ৯০ হাজার টাকা বেতনের চাকরিতে  ঢুকে... উল্লাসে মাতোয়ারা হয়ে  ভালোবাসি  বলে কাছে টানিস না... বরং দুঃসময়ে পাশে আছিস... এইটুকু আশ্বাস দিস... আমাকেও তোর পাশে থাকতে দিস... দূর দূর করে তারিয়ে দিস না... হাতটা ছেড়ে  দিস না... না  হয় দু’জনে চুপ্টি করে সিঁড়ি ঘরের মাঝ সিড়িতে বসে কল্পনা কল্পনা খেলাটায় মুগ্ধ হবো... না হয় ফুঁ দিয়ে সব দুঃস্বপ্ন উড়িয়ে দিয়ে ভালোবাসি বলবো ... মুঠোফোনে ছোট্ট একটা বার্তায় অশান্ত মনকে শান্ত করে নেবো... দামী কোন গিফট পেয়ে ভালোবাসি ভালোবাসি পাগলীটা বলিস না রে... বরং আমার চুড়ি/ পায়েল/ কুলফি কিনে না দেয়ার কারনে আমার যে অভিমান হয় সেই অভিমানে এত্তগুলা ভালোবাসা ঢেলে... জাপ্টে ধরে আমায় বলিস... একদিন সব কিছু সুদ সহ শোধ করে দেবো রে বিল্লিটা... ভালোবাসি ভালোবাসি... বলিস...
তোর সুখের মুহূর্তগুলোতে কাছে টেনে নিয়ে ভালোবাসি বলিস না... আমি তোর মুখ দেখে সব বুঝে নেবো।।
শুধু অসহায় মুহূর্তগুলোতে আমায় ছেড়ে যাস না... 
চুপ্টি করে পাশে বসে... হাতে হাতটা নিয়ে একটু চাপ দিয়ে বলিস... 
পাশে আছিস... ভালোবাসিস... 
আমি ডুবে যাবো... সেই ভালোবাসার মরণে  মরে যাবো... তুই বুঝে নিস... 
ভালোবাসি তোকে অনেক ভালোবাসি রে পাগ্লাটা... 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.