![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হু মাত্র ক’টা দিন ...... কত কাছাকাছি... তবু মনে হয় কত দূরে...
ভালোবাসছি না... ভালবাসবো না... এমন নয়...
শুধু দিন গুনে যাওয়া ... সময় বুঝি হয়ে এলো আবার... চলে যাবার...
এই ক’টা দিন বড্ড এলোমেলো কাটবে, কাটছে ...
মনে হবে এইত কাছে আছি... আবার বহুদূরে ...
একবার ব্লক দেবো... তো আর একবার চুপিসারে খুলে দেবো...
চুপিসারে তার টাইম লাইনে ঘুরবো...
ইচ্ছে হলে নক করবো... ফোন করবো... মেসেজ দেবো...
অভিমান করবো না... রাগ দেখাবো না... এমন নয়...
ভালোবেসে কাছে ডাকবো না... আসতে বলবো না তাও নয়...
উফস... কটা দিন... কি যে যাচ্ছে তাই...
একা একা লাগবে... আবার মনে হবে এইত পাশে কেউ...
কখনো কখনো ঘুম ভাঙ্গানি মেসেজ আসবে... কিংবা ফোন...
ক’টা দিন এলোমেলো ভাবনা গুলোতে কখনো মেঘ জমবে...
কখনো ঝলমলে রোদ... কখনো ঝুম বৃষ্টি ...
আহ্ অপেক্ষার বৃষ্টি ... ভালোলাগার বৃষ্টি ... ছুঁয়ে থাকার বৃষ্টি ...
ক’টা দিন ... বারবার চোখ যাবে... ফোনে...
চমকে উঠবো ঝট করা আসা মেসেজ টোনে...চ্যাটালাপে চোখ যাবে...
বারবার ইচ্ছে করবে... বলেই ফেলি...
কুত্তা/ হারামী ... এক্ষুনি আয়... দেখবো তোকে একবার...
আলতো করে একটু ছুঁয়ে দেবো...
আবার বলি বলি করেও বলা হবে না...
এই ক’টা দিন সে গালি দেবে না... বকা দেবে না... রাগিয়ে আমাকে পেত্নী বানাবে না...
আমিও তাকে কিছু বলতে পারবো না...আবার রাগ উঠলে বলেও ফেলতে পারি...
ক’টা দিন বড্ড বিচ্ছিরি যাবে... তাই বলে আমি সে কেউ ভালো থাকবো না...
তা নয়... এর মাঝেই আমরা সুখ খুঁজে নেবো...
একদিন হয়ত এর থেকে বেশী সুখ এসে ধরা দেবে আমাদের দু’চোখে...
কষ্ট আহা কষ্ট কে ছুটি দিয়েছি এই ক’টা দিনে ... ভালোবাসাকে নয় রে...
জানি এলোমেলো ভাবনাগুলো... আস্টেপিস্টে আঁকড়ে রাখবে না আমাদের...
তবু তুই চিন্তা করিস না... তোকে ভালবাসতে ভুলে যাবো না আমি...
আমি অপেক্ষা করে আছি... থকাবো...
ভালোবাসার শুদ্ধতায় আবার হারাতে...
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন ভাই!
২| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
অতঃপর হৃদয় বলেছেন: ভাল লিখছেন
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন ভাই!
৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬
প্রামানিক বলেছেন: চমৎকার লেখা। খুব ভাল লাগল। ধন্যবাদ
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল্