![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই খেলাটা খেলতে গিয়ে ভুল-ভাল কয়জনে বলেছেন হাত তুলেন?
কে কে রেনুবালা হয়ে গলায় মালা পড়েছেন ?
ওপেন দি বাইস্কোপ
লাইনটানা টেলিস্কোপ
চুল টানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখানা
সাহেব বলেছে যেতে
পান সুপারি খেতে
স্প্রিং এ চাবি কাটা
যার নাম রেনু বালা
গলায় দিলাম মুক্তার মালা
এ যুগের ডিজুস বাচ্চুরা আর ইয়ো ইয়ো পোলাপানগুলি
এসব মজাদার খেলার সাথে পরিচিত নয়...
ইচিং বিচিং চিচিং চা
প্রজাপতি উড়ে যা...
এ এল তে লন্ঠন
বাবুর মাঝে বন্টন...
বাবুর মাঝে বন্টন...
বাবু তুই খাবি খা
আমার বাড়ী যাবি যা
তোর বাড়ী যাবো না...
আমি কিছু খাবো না
তোর সাথে আড়ি
যাচ্ছি আমি বাড়ী......।।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাইলে আপনি ডিজিটাল না... খুক খুক...।
২| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৪
নাবিক সিনবাদ বলেছেন: আমি এইসব খেলি নাই, মোরগ নাড়াই খেলসি।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা তাই...?
৩| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৩
আবু আবদুর রহমান বলেছেন: ছোট্র কালে কত ভালো ছিলাম । ঝগড়া করে কিছুক্ষণ পর ভালো হয়ে যেতাম । যত বড় হয়েছি তত সার্থপর হয়েছি । ধন্যবাদ শৈশব স্মরণ করে দেয়ার জন্য ।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু যত বড় হচ্ছি তত পাল্টে যাচ্ছি...
৪| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: হাত তুললাম
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা আপনিও তাহলে ইয়ো ইয়ো পোলা না ভাই!
৫| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: আমি খেলেছি। আবার মনে পড়ে গেল ঐ দিনগুলি কথা।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা যাক আপনিও ইয়ো ইয়ো না...
৬| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৭
হাসান মাহবুব বলেছেন: এখননকার বাচ্চারাও খেলে তাহলে এগুলো? ভালো লাগলো দেখে।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু এরা এসব জানে না... আমি শিখিয়েছি... আমার স্কুলের বাচ্চু এরা!
৭| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১
প্রামানিক বলেছেন: ছবি দেখে একবারে বাচ্চা বয়সে চলে গেলাম। ধন্যবাদ
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা মাঝে মাঝে এসব কথা ভাবতে হয় দাদা মানে ছুডুকালের কথা...
৮| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭
শাহাদাত হোসেন বলেছেন: আমি খেলেছি ।তবে ছড়া গুলো ভিন্ন ছিলো ।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা তাই না কি...?
৯| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬
এস কাজী বলেছেন: স্প্রিং এর চাবি কাটা লাইনটার আগে আরেকটা লাইন আছে
তবে ছোটবেলা আর বড়বেলা মিলায়া আমার কাটছে শুধু ক্রিকেটের লগে। এগুলা একটু আধটু খেলছি মনে হয়
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হবে লাইন টা? আমি তো এটাই জান্তুম... হাহহা ক্রিকেট পাগলা ভাই...
১০| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭
গোধুলী রঙ বলেছেন: এগুলোর সাথে আরো খেলছি
১। মোরগ লড়াই
২। বুড়িচ্চু
৩। কিতকিত
৪। গদ
৫। কাবাডি
৬। মার্বেল
২, ৩, ৪ বুঝবেন কিনা জানিনা, ৩ নেটে সার্চ দিলে পেতে পারেন।
২,৩ মুলত ,মেয়েরা খেলতো, কিন্তু আমার প্রায় অফুরন্ত দম থাকায় আমার সাথে কোন মেয়েই কুলিয়ে পারতো না।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গদ টা কি খেলা? যেগুলো লিখছেন এগুলোর সব খেলছি! জীবনে মার্বেল খেলার জন্য বহুত মাইর খাইছি! এখনো হাতের টিপ ভালো আছে, কাজিন দের সাথে খেলি! আর দাড়িয়া বাঁধা বউচি... আহা... ছেলদের চিইইই বইলা পিটাই নিয়া বেড়াতাম... খুক খুক...
১১| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯
রহস্যময়ী তনয়া বলেছেন: আমি প্রথমটা খেলেছি। তবে আমি তো আজ পর্যন্ত এটা ভুল-ভাল বলে এসেছি আমি এতদিন জানতাম,
এবেন্টি বেস্কোপ,
নাইন-টেন টেস্কোপ,
সুলতানা বেবিয়ানা,
সাহেব বাবুর বৈঠকখানা।
সাহেব বলেছেন যেতে
পান সুপারী খেতে,
পানের আগা
মরিচ বাটা,
স্প্রিং-এর ছবি আঁকা।
যার নাম রেণুমালা,
তাকে দিব মুক্তার মালা।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা আসলেই এক একজন এক এক রকম বলে ভাই!
১২| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২
ভিটামিন সি বলেছেন: না খেলি নাই ; এসব মেয়েরা খেলায় বাড়ির পাশের পতিত মাঠে। আমি খেলেছি দাড়িয়াবান্ধা, হাডুডু, ফুটবল, ১৬ ঘুটি, বাঘবন্দী, লুডু, দাবা, হান্ডেড, চোর-পুলিশ, সাত চেরা, পলান্তি।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ১৬ গুটি কোন টা...? বাকি গুলা সব খেলছি, ভলিবল ও খেলতাম... খুক খুক...
১৩| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩
প্রলয়শিখা বলেছেন: খেলেছি এবং এসব খেলতে পেরেছি বলে নিজেকে সৌভাগ্যবান ভাবাই যায়।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আসলেই এসব খেলার মজাই আলাদা ছিলো...
১৪| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহ্! সেইসব দিনের কথা এখনো মনে পড়ে। তখন মনে হতো পড়া আবার কিসের যদি সবসময় খেলতে পারতাম।
ধন্যবাদ। ভালো তাকবেন নিরন্তর।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ছোট বেলাটা কত সুন্দর ছিলো ভাই... ভালো থাকবেন!
১৫| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১
সাহসী সন্তান বলেছেন: জীবনে বহুত খেলছি আপু!
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা আমি এখনো খেলি বাচ্চুদের সাথে!
১৬| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৮
ধমনী বলেছেন: ছোটবেলায় খেলেছি। দ্বন্দহীন এসব খেলা।
ধন্যবাদ স্মরণ করিয়ে দেয়ার জন্য।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা ঠিক বলেছেন! ভালো থাকবেন ভাই!
১৭| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
সুমন কর বলেছেন: আমি খেলিনি তবে দেখেছি.....
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বলে কি...?
১৮| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,
দাঁড়িয়াবান্দা, কুত কুত, গোল্লাছুট , ডাংগুলি , ডেগ মারা, এক্কা দোক্কা , ছি-বুড়ি এই গুলো খেলেছেন ???
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক সবগুলা খেলছি এন এখনো কাজিন + স্কুলের বাচ্চুদের সাথে খেলি ! ডেগ মারা কোনটা ?
১৯| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০
চ্যাং বলেছেন: দাঁড়িয়াবান্দা, কুত কুত, গোল্লাছুট , ডাংগুলি , ডেগ মারা, এক্কা দোক্কা , ছি-বুড়ি এই গুলো খেলেছি.....
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আমিও তবে ডেগ মারা কোনটা বুঝতে পারছি না!
২০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২১
কথাকথিকেথিকথন বলেছেন: ছোটবেলার স্মৃতিগুলো তো এসবকেই ঘিরে । চমৎকার পোস্ট ।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ছেলেবেলার দিনগুলো সব কোথায় হারালো...।
২১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫১
সচেতনহ্যাপী বলেছেন: আমিও আছি ভাই এদের দলে।। সবক'টাই ছিল আমাদের সময়।।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আর সে সময়টা অনেক সুন্দর ছিলো!
২২| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
তাসজিদ বলেছেন: কে না খেলেছে????????????
২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩
রাশেদ রাহাত বলেছেন: কথা গুলো মনে নেই দি। তবে খেলেছিলাম এইটা স্পষ্ট মনে আছে।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৪
নেক্সাস বলেছেন: আমি খেলছি