নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছাদ বাগানের সবজি...

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৯

লেবু...... লেবু লাগবে লেবু...? একদম টাটকা লেবু...!!

ক্যাপ্সিকাম... ... কার লাগবে বলেন...?

সাদা শিম...

বেগুনী শিম... (ফুল বেগুনি দেখে তাকে বেগুনী শিম বলি।।)


করলা... মরিচ... পুঁই শাক... টমেটো .....








মন্তব্য ৫৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

কথাকাহন বলেছেন: বাঃ, খুব ভালো।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এরপর আসবে ফলের ছবি... মানুষ গাছে বইসা আম/জাম/লিচু খাই আমি খাবো ছাদের টবে বসে... আর ছবি দেখাবো আপনাদের...! হু বেড়াতে আসার আমন্ত্রন রইল...!

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮

রুমেল আহমেদ বলেছেন: যদিও আমি গ্রামে থাকি কিন্তু অনেকদিন হয়েছে গাছসহ সবজি দেখা হয়নি ধন্যবাদ সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য !!!

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গ্রামে থেকেও এমন সবজি দেখেন নি!!!!!!

৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লেবু দেন তবে টাকা নাইক্যা। ধন্যবাদ







ভালো থকাবেন নিরন্তর।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহহা এমনি -ই দেবো... এত্ত লেবু আর লেবু গাছ এখন বার্ডেন হয়ে গেছে...!! এত্ত বড় হয়েছে বাউন্ডারী বাগানের নীচ থেকে তা বাসার ছাদ ছুঁয়ে বিশাল এলাকা দখল করে ফেলেছে...

৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯

ঢাকাবাসী বলেছেন: গাছ গাছালীর ছবি খুব সুন্দর লাগল, প্রকৃতির কাছাকাছি।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমার ছাদ বাগান একদম প্রকৃতির খুব কাছে... বেড়াতে আসিয়েন!

৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫

প্রামানিক বলেছেন: টিনের চালে করলা গাছ, মরিচ গাছ দেখতে খুব ভাল লাগল। চমৎকার ছবি। ধন্যবাদ

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা টিনের চালটা আমাদের সিড়িঘরের... সিড়িঘরের চালে শিম গাছ... আর ছাদে মাচা করে করলা...

৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬

এরিক ফ্লেমিং বলেছেন: অসাধারন। যে করেছে তাকে অভিনন্দন। ছাদে বাগান আমার পছন্দের একটা বিষয়। সময় সুযোগের অভাবে করা হয় না। যাদের সময় সুযোগ আছে তারা এরকম উদ্দ্যোগ নিতে পারেন। পরিবারের সবজির চাহিদাটুকু পূরন করা গেলে সেটাই অনেক।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহ আমি করেছি ভাই... আমি বোটানীর ছাত্রী হওয়ার আগে থেকেই গাছ গাছালি লাগাই...! আমাদের বাগান বাড়ী ছিলো...। সেই বাগান বাড়ীতেই এখন আমাদের ছোট্ট অট্টালিকা... আর তার ছাদেই আমার ফুল/ফল/সব্জির ছাদ বাগান...! ভালো থাকবেন...!

৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৫

নেক্সাস বলেছেন: শীম লাগবে.প্লিজ পাঠিয়ে দিন

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শিম লাগবে... প্লিয চলে আসুন... দিয়ে দেবো... হাহহহাআ

৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭

রুমেল আহমেদ বলেছেন: যাইহউক আপনার সবজি গাছগুলো দেখে ইচ্ছা জাগছে এখন থেকে বাড়ির আশেপাশে সবজি চাষ শুরু করব !!!

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু করে ফেলুন... দেখবেন বেশ ভালো লাগছে...

৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭

বাংলার জামিনদার বলেছেন: আর যাই হোক, মরিচ হয়না কোনো কীটনাশক ছাড়া। গাছ কিছুদিন ভালো থাকে তারপরে জড়াইয়া যায়। তখন কষ্ট লাগে। তবে আমি পুইশাক করতে পারছি, বষ্তায়।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহা গাছে তো একটু কীটনাশক দিতেই হয়... তবে আমি খুব কম দেই...

১০| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৩

মঞ্জু রানী সরকার বলেছেন: প্রতিটি ছাদ হোক এক একটি বাগান। আমার ব্যালকুরনর বাগানেও সব্জি হয়।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপু... একদিন আপনার সবজির ছবি দিবেন দেখবো...

১১| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৮

এরিক ফ্লেমিং বলেছেন: হা হা হা বোটানীর ছাত্রী/ছাত্র না হলেও বাগান করা সম্ভব ;)
আমার সাবজেক্ট রসায়ন কিন্তু আমি ভাবছি কিভাবে রাসায়নিক উপাদান ছাড়া বাগান করা যায়।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা হু সম্ভব ... করে ফেলুন তারপর দেখবো...

১২| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬

ভ্রমরের ডানা বলেছেন: রকমারি লাল সবুজ সবজি উপাদান দেখে খুব ভাল লাগল। ছাদে বাগান, ষোলআনাই লাভ বটে।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: লাভ না হলেও খুব ভালো লাগে নিজের বাগানের সবজি/ ফল/ফুল দেখতে... ভালো থাকবেন!

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২

ভিটামিন সি বলেছেন: পুইশাক বড় ভালা পাই। শিমও মন্দ না। লেবু ছাড়া আমার চলেই না। কাঁচামরিচ আমার চোখের বালি। আপনার ক্যাপসিকাম গাছের বাল্যবিবাহ হইছে।

এই যে আপুনি, আপনি যে সবাইরে দাওয়াত দেন, বলেন আসেন। আপনি কি কাউকে ঠিকানা দিয়েছেন? আমাকে গোপনে ঠিকানাটা দিলেও তো আপনার পুচ্ছি বউদিকে নিয়ে অন্তত একদিন উত্তরবঙ্গ বেড়ানো হতো।

২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি ক্যাপসিকাম তুইলা ফেলছি ... কুথাই ঠিকানা দেবো বদ্দা? ফেবুর লিঙ্ক দিলে ইনবক্সে না হয় দেয়া যায়... আর অবশ্যই আমার পুতলী বৌদিকে নিয়ে আসবেন...

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

কিরমানী লিটন বলেছেন: চমৎকার সব প্রাণের ছবি-মন ছুঁয়ে যায়-মাটির গন্ধে-অভিবাদন আপনাকে চমৎকার মুগ্ধতায় মিশানো আরেকটি সুন্দর পোষ্টের জন্য
অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো, সুন্দর আগামীর ...

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপনাকেও ধন্যবাদ আমার ছাদ বাগান ঘুরে দেখার জন্য... ভালো থাকবেন!

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরে সেরেছে!

ইপ্সি সব্জিবাজার ডট কমে ঢুইকা গেলাম মনে হচ্চে! অসাম!

আহা! সেই শিমের ভারে নুয়ে পড়েছে লতাটা, টমেটোর লালে, কাঁচা লংকার ঝালে... তাজা তাজা ফলফুল খাওয়া হয় না! দেখাও হয়না সেওত মনে হয় অর্ধ যুগ হয়ে গেল! ধন্যবাদ ভার্চুয়াল ভিজিটের সুযোগ করে দেয়ায়!

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা এই লে... সত্যি সত্যি এসে পড়েছেন ঈপ্সি সবজি বাজার ডট কম এ ... টমেটো... ক্যাপ সিকাম... তুইলা ফেলছি...! বাকিগুলা আছে ... ! আইচ্চা, তাজা ফুল খাইলেন কবে ভাই... খুক খুক...? চলে আসুন সময় করে দিনাজপুরে...! ভালো থাকবেন!

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: গাছ-গাছালির ছবি দেখে ভালো লাগল.....

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ দাদা আমার ছাদ বাগান ঘুরে দেখার জন্য! ভালো থাকবেন!

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩

তারছেড়া লিমন বলেছেন: আচ্ছা সময় করে এসে নিয়ে যাব............... ক্যাপ্সিকাম, করলা, মরিচ আর টমেটো।। B-) B-)

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক ক্যাপ্সি কাম আর টমেটো তুলে ফেলেছি...

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫

আলভী রহমান শোভন বলেছেন: বাহ, ছাদে বাগান। অসাধারন। ভালো লাগলো ।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ আমার ছাদ বাগানে ঘুরে যাবার জন্য! ভালো থাকবেন!

১৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৬

মানবী বলেছেন: কাকতালীয় ভাবে পুঁই শাক, পালং শাক আর লেবু ছাড়া আর সব এই গ্রীষ্মে আমার বাগানেও ফলেছে :-)
সেই সাথে মিষ্টি কুমড়া, বেগুন, গাজর, ধনেপাতা, বিভিন্ন রকমের লেটুস আর হ্যাবেনেরো নামের পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ।


খরগোশ, কাঠবিড়ালি আর এক ধরনের ইদুরের যন্ত্রণায় অস্থির :(
আপনার সীম অনেক ভালো হয়েছে, আমারটা স্ট্রিং বীন(লম্বাটে সীম) তবে ভালো হয়নি। আমার ক্যাপসিকাম ছোট্ট গাছ ভরে হয়েছে। হয়তো আবহাওয়ার তারতম্যের জন্যই এমন পার্থক্য।

চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ ঈপ্সিতা চৌধুরী।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাহ আপু আপনার বাগানের ছবি দেখার অপেক্ষায়...।

২০| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫

ভিটামিন সি বলেছেন: ফেবুর লিংক এখানে শেয়ার করতে পারবো না। তাহলে ঘরের খবর সবাই জেনে যাবে। আসল কথা আমি ফেবু চালাই খুব কম। ভাইবার বা হোয়াটস এপে দেয়া যেতে পারে। +৬৫ ৮৫৪৫৩০৩১ এ।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু রাখলুম কিন্তু আমি ভাইবার এন হোয়াটস আপে নাই ভাইটা...

২১| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইস ! দেশতো একেবারে সুজলা সুফলা হয়ে গেল ! আলহামদুলিল্লাহ ! :)

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহহাআ এখনো তো ফলের বাগান দেখেন নি... ফুলের টা দেখতে পারেন কিছু পোস্টের নীচে আছে... কেমন আছেন?

২২| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: শাকসব্জি দিয়ে কত সুন্দর ছবি ব্লগ হতে পারে তার দৃষ্টান্ত এটি । সুন্দর++

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া... তবে আলোর কম বেশির কারনে ছবিগুলো আরো ভালো হতে গিয়েও হয়নি! ভাল থাকবেন!

২৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার গিন্নীর সিম গাছে সবে ফুল ধরেছে , লেবু আছে পারলে কিছু শিম বিকাশ করেন :P

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাআ আমারো শিম খুব বেশি ধরেনি... আমি ধরা জায়গার ছবি তুলেছি...

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিকাশ করে কিছু সিম পাঠাতে কইলাম ! অমনি বাহানা !
কিপটা !!! :-P

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক সত্যি কইছি... একদিকেই শুধু শিম ধরেছে বাকি সব ফুলে ভরছে... ওকে ফুল শিম হইলে বিকাশ করুম...

২৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আইচ্চা, তাজা ফুল খাইলেন কবে ভাই... খুক খুক...?

কবে খাইছি তা কমুনা ! তবে খাইছি ইটা সত্যি... আপনি খান নাই! তাজা ফল?

কেনু মনে নাই সেই সাদা সাদা ফুল যার উল্টো ডাটিতে মধু থাকত.. দৌড়ে দৌড়ে ছিড়ে ছিড়ে ডাটা মূখে নিয়েই চুচুচু টান.. মিষ্টতায় ভরে যেত মূখটা ;)

কুমড়ো তাজা ফুলের বড়ার রেসিপি কি আমারই দিতে হবে? ;) =p~ =p~ =p~

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহিহিহ হু আমিও খেয়েছি সেই মধু ফুল্লল ... খেলেছি সেই মধু ফুল দিয়ে...
কুমড়ো ফুল দিয়ে বড়া করেছি কিন্তু আস্ত ফুল তো খাইনি হু... খুক খুক...

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক মধু ফুল কাঁচাতেই খেয়েছি কিন্তু কুমড়ো তো বেসন ডিমে চুবিয়ে হিহিহিহি

২৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি। আপনি ভাল আছেন বলে আর জিজ্ঞেস করলাম না... ;)

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা আমি ভালো না থাকলেও ভাল থাকার চেস্টা করি...

২৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: হিহিহিহিহ হু আমিও খেয়েছি সেই মধু ফুল্লল ... কুমড়ো ফুল দিয়ে বড়া করেছি কিন্তু আস্ত ফুল তো খাইনি হু... খুক খুক

ওই হল- ফুলের মধু খেলেই ফুল খাওয়া হয়! সব অর্থেই কিন্তু ;) আর কুমড়ো বড়ায় আস্ত ফুল চিবিয়ে খেয়েও বলেন ফুল তো খাইনি!! হু .. কেমন হল? খুক খুক :)

২৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকৃত হলাম, সবাই এমন মনোযোগী হলে সবজি ওয়ালারা আমাদের গলা কাটতে পারতোনা।

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা তা ঠিক... আবার নিজের বাগানের সবজি ফল ফুল অন্যরকম একটা ভালোলাগাও থাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.