![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনা কল্পনা খেলাটাতে হলেও করি... চুক্তিটা হবে এক বালিশ... এক কাঁথা ...
এক থালা... এক গ্লাস আর এক কাপের...
চুক্তি হবে এক বালিশেই এক কাঁথাতেই ঘুমাতে হবে...
এক গ্লাস আর এক থালাতেই খেতে হবে...
এক কাপেই চায়ে চুমুক দিতে হবে...! খুক খুক...
পাশাপাশি দুই ঝগড়ু (তুই বেশি আমি কম) থাকলে
একটু আধটু ঢিসুম ঢিসুম হবেই...
কিন্তু ক্ষুধা লাগলে এক থালায় চুপ করে খেতে গেলেও তো
তোর মনে হবে আহারে একজন না খেয়ে গাল ফুলিয়ে বসে আছে...
অই এক গ্লাসে ঠোঁট ছোঁয়াতে গেলেও তো তোর মনে হবে
এখানে আর একজনের ঠোঁটের স্পর্শ আছে...
সন্ধ্যাবেলায় নিজ হাতে চা বানিয়ে নিয়ে রাগ দেখিয়ে ঝুল বারান্দায় গেলেও তো
তোর মনে হবে এই কাপে একজনের হুড়োহুড়ি আছে... কিন্তু
রাতের বেলা এক বালিশে এক কাঁথায় থাকতে গিয়ে তো
আর গাল ফুলিয়ে থাকা যাবে না... কিংবা বলা যাবে না... মুখ দেখবো না তোর... !
এক বালিশে মাথা রাখতে গিয়ে মাথায় মাথায় একটু ঠুকাঠুকি হবে...
কপাল কুঁচকে যাবে... মুখ ঘুরিয়ে নিলেও নিতে পারিস
কিন্তু ঘুমের ঘোরে আবার যখন এপাশ করতে যাবি
তখন কপালে যে কারো গভীর শ্বাস পড়বে তখন কি আর এসব অভিমান থাকবে রে...?
তখন তো মায়ায় ডুবে যাবি... ভালোবাসায় গলে গলে পড়বি...
এক কাঁথা যখন টানাটানিতে পড়বে কতক্ষন পারবি আর টানতে
শেষে তো এই আমাকেই আবার টেনে নিবি...!
শোন রে হাব্লা... তুই তো বলিস মান অভিমান ভালোবাসার-ই একটা অংশ...
আমিও বলি ঝগ্রা-ঝাটি অভিমান সব কিছুর উল্টো পিঠেই
কিন্তু রয়েছে অদ্ভুদ এক টান...
তাই বলি কি আয় কাছাকাছি থাকি...
মিলেমিশে ঝগড়াঝাঁটিতে একে অপরের সাথে লেপ্টে থাকি...
আমাদের সুখের গান... দুঃখের কান্না সব অই
এক বালিশেই এক কাঁথাতেই ...............
এক থালা... গ্লাস আর কাপেই মিশে থাকুক...
ভালোবাসাটা বেঁচে থাকুক... !
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ...।। ভাল থাকবেন...
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
কিরমানী লিটন বলেছেন: তাই বলি কি আয় কাছাকাছি থাকি...
মিলেমিশে ঝগড়াঝাঁটিতে একে অপরের সাথে লেপ্টে থাকি...
আমাদের সুখের গান... দুঃখের কান্না সব অই
এক বালিশেই এক কাঁথাতেই ...............
এক থালা... গ্লাস আর কাপেই মিশে থাকুক...
ভালোবাসাটা বেঁচে থাকুক... !
নান্দনিক বোধের কবিতা-গভীরের,অনেক মুগ্ধতা রেখে গেলাম,মন ছুঁয়ে যাওয়া কবিতায়।
অভিনন্দন প্রিয়কবি,সতত শুভকামনা ...
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে ঠিক কবিতার মত করে লিখিনি... কিছু ভাবনা ঢেলে দিয়েছি...! অনেক ধন্যবাদ! ভাল থাকবেন!
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯
প্রামানিক বলেছেন: চুক্তিটা হবে এক বালিশ... এক কাঁথা ...
এক থালা... এক গ্লাস আর এক কাপের...
চুক্তি হবে এক বালিশেই এক কাঁথাতেই ঘুমাতে হবে...
এক গ্লাস আর এক থালাতেই খেতে হবে...
এক কাপেই চায়ে চুমুক দিতে হবে...! খুক খুক...
হি হি হি দারুণ চুক্তি। এরকম চুক্তি প্রথম দিকে সবারই হয় পরে কিলাকিলি লাগে।
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাআ শুরুটা ভালো কিছু দিয়েই না হয় হোক... এরপর কিলাকিলির মাঝেও ভালোকে টেনে আনা যাবে... খুক খুক...
৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩
অগ্নি সারথি বলেছেন: ভাল চুক্তি।
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাআহ হু...
৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩
নিয়েল হিমু বলেছেন: ভাল লাগল ।
অঃটঃ এক কাপে চা খেতে কি স্ট্র ইউজ করা যেতে পারে ? এক সাথে খাওয়ার জন্য । চুমুকে চুমুকে স্ট্র চেন্জ করে নিলাম ।
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু চায়ের কাপে স্ট্র ইউজ করেও খাওয়া যাবে... বেশ মজা সেভাবে খেতে...
৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + ।
বাজার যা চড়া তাতে তাতে এমন মানসিকতা কাপল আদর্শ হতে পারে ।
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা বাজার চড়া হোক ভালোবাসাগুলো এমন ই ছোট্ট ছোট্ট ভালোলাগার অনুভূতিতে ভরপুর হোক!
৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৯
আরণ্যক রাখাল বলেছেন: একটা কথা বলি, প্লিজ মন খারাপ করবেন না|
আপনার পোস্টগুলো একঘেয়েমী হয়ে যাচ্ছে| সিরিয়াস্লি বলছি| কিন্তু আপনি সিরিয়াস্লি নেবেন না
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর কবিতায় ভালোলাগা।