নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশাপাশি কিংবা কাছাকাছি থাকলেই যে শুধু পাশে বা কাছে থাকা যায় তা নয় রে...
দূর হতে একটুখানি আশ্বাস ও ... হৃদয়ে ঝড় তুলে জানান দেয় ......
কেউ একজন পাশে আছে , আছে খুব কাছে... !
সারাদিন কামলা দিয়ে আসা এই তুইটার ক্লান্ত মুখের ঘাম......
নিজ ওড়নাতে মুছে দিচ্ছি এমন মেসেজ ও বলে দেয় কাছে আছি রে... !
অভিমানে গাল ফুলিয়ে কাঁদার সময় পাশে বসে কেউ
ঘাড়ে মাথায় হাত বুলিয়ে চুপ না করালেও একটা মেসেজ-
" বাচ্চাদের মত কাঁদছিস কেন রে হারামী” ? কান্না থামিয়ে দিতে পারে...!
মাঝ সিড়িতে বসে হাহাকারে ডুবা এই তোর পাশে বসে
হাত হাত রাখতে না পারলেও ২/৩ মিনিটের একটুখানি কথায় ...
কি ভাবছিস রে বিলুইটা এত...?
বুঝিয়ে দেয় কেউ একজন আছে তো এখনো... পাশে!
সবাই সব সময় কাছে থাকতে পারে না তাই বলে কি দূরত্ব বেড়ে যায় হু...?
একটুখানি আশ্বাস আর আস্থা একটুখানি ভালোলাগা
আর ভালোবাসা দূরত্বকেও হার মানিয়ে দেয়...!
শুধু তোকে জানতে হবে কি করে দূরে থেকেও কাছে থাকা যায়...
কি করে দূরে থেকেও পাশে থাকা যায়...
কি করে একজনের কান্না দূর থেকেও থামিয়ে দেয়া যায়...
কি করে একজনের চোখে ঘুম এনে দেয়া যায়...
কি করে একজনের ক্লান্ত মুখে প্রশান্তি এনে দেয়া যায়...
কি করে একজনের বুকের হাহাকারে ....
ভালোলাগা মিশিয়ে দিয়ে তা দূর করে দেয়া যায়...!
সম্পর্কগুলোকে কখনো অবহেলা করতে নেই...
ঘুমন্ত প্রিয় মানুষটার মুখ কাছে থেকে না দেখতে পেলেও
কল্পনার চোখে একবার দেখে নিলেই মায়াটা বেড়ে যায়...
আলতো করে কপালটা ছুঁয়ে দিলেই বুকটা জুড়িয়ে যায়...
শুধু জানতে হয় কি করে এসব পারা যায়... !!!
২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯
আহলান বলেছেন: হুমম . ঠিক ঠিক ঠিক
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১
সমর দাশ বলেছেন: সুন্দর সুন্দর