নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেপ্টে থাকা কাজল আর এলো চুল নিয়ে মেয়েটা আয়নার সামনে বসে আছে...
সে জানে আজ আর কেউ বলবে না এই দেখ ভুত্নীটার ঘুম ভেঙ্গেছে...
ইসসস এই পাগলীটা কোথা থেকে যে আমার ঘরে এলো...খিক খিক...
তবু যেন তার কানে বেজে চলেছে ছেলেটার এমন দস্যিপনার কথা...
স্পস্ট যেন দেখতে পাচ্ছে ক্ষ্যাপাটে পাগ্লুটা চিরুনী হাতে নিয়ে চুলগুলো
এদিক ওদিক উড়াচ্ছে... জট পাকিয়ে দিচ্ছে...
লেপ্টানো কাজলে হাত ছুঁয়ে চারপাশে আবার তা বেশি করে ছড়িয়ে দিয়ে
মেয়েটার অদ্ভুদ বাঁকানো চোখ দেখে হাসতে হাসতে আবার
একটুখানি কাজল নিয়ে কানের পাশে দিয়ে দিচ্ছে আর আদুরে গলায় বলছে-
আমার পাগলীটার দিকে যেন কারো নজর না লাগে...
ভাবছে ভাবতে ভাবতে মেয়েটার লেপ্টানো কাজলের কালি
আবার গাল বেয়ে নামতে শুরু করলো... মেয়েটার মনে পড়ে গেল...
গালে গাল না ঘষে ছেলেটা ঘুম থেকে উঠতো না...
প্রতি সকালে একটা ঘুম ভাঙ্গানী মেসেজে লিখত-
অই হারামী গালে গাল ছুঁয়ে দে তারপর উঠুম নইলে আবার ঘুমাইলাম কইলাম...
মেয়েটার বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দে কেউ যেন হাতুড়ি পিটাচ্ছে...
কিছুতেই পারছে না কান্না থামাতে... মেয়েটা জানে ক্ষ্যাপাটে পাগলাটা
তার এই কান্না সহ্য করতে পারে না...
তাদের ভালোবাসার কোথায় যেন একটা অদ্ভুদ টান আছে...
অদ্ভুদ একটা টেলিপ্যাথি আছে মেয়েটা কাঁদলেই ছেলেটা টের পেয়ে যায়...
মেসেজে লিখে ফেলে- “বাচ্চাদের মত করে কাঁদছিস কেন হারামী”?
কিন্তু আজ কি তারা সব টেলিপ্যাথির উর্ধে গেছে...
জানি না জানি না এমন অস্ফুট সুরে কিছু বলে মেয়েটা ঝট করে ওয়াশ রুমে চলে যায়...
ঘুমের ঘোরেই ছেলেটা কেঁপে ওঠে... অদ্ভুদ এক হাহাকার আর শুন্যতা চেপে ধরে...
দম বন্ধ হয়ে আসছে তার... বুঝতে পারে অভিমানী পাগলীটা কাঁদছে তাকে ভেবে...
বুঝতে পারে পাগলীটার বুকের যেখানে সে মাথা রেখে নানা গল্পে মেতে উঠতো...
ঠিক সেখানটায় আজ চিন চিনে ব্যাথা হচ্ছে...
সেই গালটা আজ অভিমানে আরো বেশি লাল হতে হতে নীল হয়ে যাচ্ছে
যেখানে গাল ছুঁয়ে সে সকালের মুখ দেখতো...
সেই ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে যেখানে আলতো করে
এক আঙ্গুল ছুঁয়ে দিয়ে সে কাঁপিয়ে দিতো...
বুঝতে পারে পাগলীটা আজ কষ্ট কষ্ট সুখে ভিজছে...
কি করবে ছেলেটা বুঝে পায় না...
কি করে সামলাবে তার এই অভিমানী পাগলীটাকে সে জানে না...
ছেলেটা ডুবছে... ঘোড় ভাবনাতলে ডুবে যাচ্ছে...
ছেলেটা মেয়েটা জানে না...
কোন দিন তাদের একটিবারের জন্য হলেও দেখা হবে কি না...?
ছেলেটা মেয়েটা জানে না একটিবার তারা আলতো করে
দু’জন দু’জন কে ছুঁয়ে দিয়ে দেখতে পারবে কি না যে তারা দু’জন দু’জনার... !
গল্পটার বুঝি শেষ হবে না...
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বাচ্চুমনিইইই ... বলো...?
ভালো আছি ... তুমি কেমন আছো?
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০
আলভী রহমান শোভন বলেছেন: ভালো লিখেছেন।
৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাইক নাম্বার টু ।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াস ভাই...! ভাল থাকবেন!
৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮
নিউ মার্কেট বলেছেন: পাগলাটা কই যাচ্ছে?
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৯
শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!!!!!!!!
কেমন আছো?????????????