নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বর্ষাকাল না ছেলেটা একটা শীতের বৃষ্টির দিনের অপেক্ষায় ছিলো... !!

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

ছেলেটা তার সিল্কি চুলের খুব বড়াই করে...
মেয়েটা সেই চুল এলোমেলো করে দিয়ে বলে- কচুর চুল...
ছেলেটার মাথায় পাকা চুল নাই তবু মেয়েটা পটপট করে
কাঁচা চুল তুলে বলে এই দেখ তুই বুড়ো হয়ে গেছিস...
যা বুড়া ভাগ তোর সাথে প্রেম পিরিতি করবো না...হু...
বলেই হাসতে হাসতে ঢলে পড়ে...
মেয়েটার চোখে কাজলের একটু রেখা দেখলেই ছেলেটা তা
ছুঁয়ে দেখার নাম করে ধ্যাব্রে দেয় আর চিল্লিয়ে বলে- পেত্নী পেত্নী...
এরপর বিটকেলে হাসি দিয়ে মেয়েটাকে রাগিয়ে দেয়...
ওদের ভালোবাসা ঝড়ে এলোমেলো হয়... বৃষ্টিতে ভিজে আবার এক হয়...
বর্ষাকাল না ছেলেটা একটা শীতের বৃষ্টির দিনের অপেক্ষায় ছিলো...
শীতের বৃষ্টিতে একটা অদ্ভুদ মাদকতা আছে...
শীতে ঠক ঠক করে কেঁপে বৃষ্টিতে ভেজা আর
ঠক ঠক করে কেঁপে আইসক্রিম খাওয়া ...
এই অদ্ভুদ পাগলামি ছেলেটার মেয়েটার দু’জনের-ই আছে...!
আজ মনে হয় সেদিন... আকাশে মেঘ জমেছে... গুর গুর শব্দ হচ্ছে...
অদ্ভুদ একটা শিহরণ শীতল বাতাসের... কেমন যেন কাঁপুনি লাগছে...
ছেলেটা মেয়েটাকে টেক্সট করে ফোনে... এফবিতে আয়...
মেয়েটা এফবিতে এসেই নক করে... ছেলেটা একটা চাবির ছবি পাঠায় ইনবক্সে...
মেয়েটা অবাক হয়...? রিপ্লাই দেয়- কিসের চাবি রে...?
ছেলেটা এবার তার ওয়ারড্রবের প্রথম ড্রুয়ায়ের ছবি দেয়...
মেয়েটা লিখে- কি হচ্ছে এসব...?
ছেলেটা এবার বলে- চাবিটা নিয়ে ড্রুয়ার টা খুল গাধি...
মেয়েটা লিখে ওকে এই দেখ খুলছি... মানে মেয়েটা এই কথাটা লিখে পাঠায়...
এবার ছেলেটা ড্রুয়ার খুলে থাকার একটা ছবি দেয়---
মেয়েটা দেখে সেখানে একটা প্যাকেট... রিপ্লাইয়ে মেয়েটা লিখে কি আছে রে এতে...?
ছেলেটে লিখে- খুলে দেখ একবার... ! মেয়েটা লিখে ওকে খুলছি...
এরপর ছেলেটা প্যাকেট খোলা একটা ছবি পাঠায় সেই প্যাকেটে দেখা যাচ্ছে
নীল/লালের মিশ্রনে একটা দারুন শাড়ী... !
মেয়েটা মনে হয় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলো...
চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিলো...
ছেলেটার মেসেজ আসে আবার... কি রে চেয়ার থেকে পড়ে গেলি না কি... ?
অই অই কাঁদছিস তুই... ?
মেয়েটা লিখে- এসব কি করেছিস কিপ্টাটা...?
ছেলেটা লিখে অই অই একদম কথা না... তাড়াতাড়ি শাড়ী পড়ে নে...
বৃষ্টি পড়বে এখুনি... আমি আইস্ক্রিম আনছি ... তুই শাড়ী পড়...
মেয়েটা হতবিহবলতা কাটিয়ে শুধু লিখে ওকে---
এরপর চেয়ার থেকে উঠে গিয়ে নিজের ওয়ারড্রবের
একটা ড্রয়ার খুলে নীল/লাল ওড়না দু’টো বের করে এরপর ঠিক
শাড়ীর মত করে পড়ে... পড়ে আগে আয়নায় দাঁড়িয়ে একটা সেলফি তুলে...
এরপর ওয়াশ রুমে গিয়ে ঝর্নার নীচে দাঁড়ায় ... চুল ছেড়ে দেয়...
একটু পানি শরীরে পড়তেই ঝর্না বন্ধ করে ভেজা চুল সহ
আর একটা ছবি তুলে কম এ বসে... ছেলেটাকে ছবি পাঠায়...
লিখে এই দেখ তোর দেয়া নীল/লাল শাড়ী পড়েছি... বৃষ্টিতে ভিজে এসেছি...
এইবার তোর পালা... ছেলেটা সাথে সাথেই একটা ছবি পাঠায়...
দেখা যায় সেই ছবিতে ছেলেটা হাঁটু গেড়ে বসে আছে হাতে একটা আইস্ক্রিম নিয়ে...
মেয়েটা লিখে- কি রে হাব্লা- আইস্ক্রিম দিয়ে বুঝি আবার আজ প্রপোজ করবি হু...?
ছেলেটা লিখে একটু ওয়েট কর পাগলী...
এরপর ৫/৭মিনিটের মধ্যেই ছেলেটা একটা ছবি পাঠায়-
দেখা যায় নীল/লাল ওড়না শাড়ীতে একটা অদ্ভুদ সুন্দর মেয়ের সামনে
একটা ছেলে হাঁটু গেড়ে বসে আইস্ক্রিম ধরে আছে তার সামনে...
মেয়েটার দম বন্ধ হয়ে যাচ্ছে...
বুঝতে পারছে ছেলেটার গলায় কিছু একটা দলা পাকাচ্ছে...
দু’প্রান্তে থাকা দু’জন মানুষ তখন সুখ সুখ কষ্টে ভিজছে...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

প্রামানিক বলেছেন: দেখা যায় সেই ছবিতে ছেলেটা হাঁটু গেড়ে বসে আছে হাতে একটা আইস্ক্রিম নিয়ে...

হুম--- পাগলা পাগলীই বটে- - -

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... পাগলা- পাগলীর প্রেম... কল্পনা কল্পনা খেলায় প্রেম...

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

জনাব মাহাবুব বলেছেন: আপনার রোমান্টিক লেখা পড়লে মনের ভেতর একটি শান্ত স্নিগ্ধ সুবাস ছড়িয়ে পড়ে। :D

ভালো লাগা কাজ করে মনের ভেতর :``>>

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা তাই...? অনেকদিন পর... কেমন আছেন?

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

কিরমানী লিটন বলেছেন: বেশ রোমান্টিক,ছুঁয়ে যাওয়া লিখনি,অভিবাদন জানবেন ঈপ্সিতা চৌধুরী আপু,অনেক শুভকামনা রইলো...

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সুখ সুখ কষ্টের রোমান্টিকতা... ! ভালো থাকবেন ভাইয়াটা!

৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১২

নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো।

অফটপিকঃ আপু আপনার প্রোফাইলে যে কোনো একটা ছবি দেন, একটা ফুলের ছবি হলেও দেন। আপনি এত্তো এত্তো ছবি পোস্ট করেন, কিন্তু আপনার কোনো প্রোপিক নাই। এইটা কিন্তু বেমানান লাগে। :)

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ অনেকদিন ভেবেছি দেবো- কিন্তু গাধা তো একটু তাই এটা চেঞ্জ করতেও শিখিনি... একটু শিখিয়ে দিন প্লিয... ! আমার এই আইডি এক ভাই খুলে দিয়েছিলো-- আমি নিজে অজ্ঞ বলে!!! আপনি একটু শিখিয়ে দিন এরপর আমি ট্রাই করবো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.