নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যে রাত টা হবে গল্প বলার রাত... উহু শুধু ভালবাসাবাসির গল্প নয় রে...

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

অই অই আমাদের ভালোবাসাবাসির এই সময়টাতে প্রতি সপ্তাহে একটা রাত বরাদ্দ থাকুক... মেয়েটা বলে চলে--- !
যে রাত টা হবে গল্প বলার রাত... উহু শুধু ভালবাসাবাসির গল্প নয় রে... সপ্তাহের হিসেবের রাত হবে সেটা... মানে বুঝিস নি...?
পুরো সপ্তাহ জুড়ে তুই আমি কি করেছি... কতটুকু রাগ-অভিমান/অভিযোগ জমা হয়েছে... কি কি আবদার আছে...
কি অনিয়ম হয়েছে সেসব নিয়ে খোলা মঞ্চে বসে আমরা গল্প করবো হু... এরপর যার যার হিসেব- নিকেশ চুকিয়ে দেবো...
সে রাতে আমি ঘরের জানালা খুলে বসবো... আর তুই সিড়ি ঘরের মাঝ সিঁড়িতে বসবি... পাশে থাকবে চায়ের মগটা তোর বিল্লিটা...
কিন্তু মনে রাখিস... বিড়ি খাইতে পারবি না...হু... !
গল্প বলার একটা নিয়ম আগে থেকেই ঠিক করে দিচ্ছি হু... ধর, আমি তোর হাতটা ধরবো... আলতো করে ছুঁয়ে দেবো...
তোর চোখের দিকে তাকিয়ে চোখের পলক ফেলবো ... তুই বুঝে নিবি আমি তোর হতাশার কথা শুনতে চাইছি... ?
তুই এই পুরো সপ্তাহ জুড়ে একাকী বহন করা সব হতাশা আর কষ্টের কথা আমায় গড়গড় করে বলে দিবি... !
এবার তোর পালা... ধর তুই আলতো করে আমার থুঁতনিটা ছুঁয়ে আমার চোখের দিকে তাকালি...
আমি ধরে নেবো তুই জানতে চাইছিস- এই পুরো সপ্তাহ জুড়ে আমার কি কি অভিযোগ জমা হয়েছে... ?
এরপর আমি শুরু করতে গিয়েও চুপ করে থাকবো-- তুই বলে চলবি-
>বল আমায় কি হয়েছে...?
>আমি বলবো - কিছু হয়নি... তো!
>তাহলে মন খারাপ করে আছিস কেন...তুই বলবি--
>আমি বলবো - এমনি...
>না বললে আমি বুঝবো কি করে বল...? মন খারাপের কারন টা বল...?
>কারন টা তুই...
>এরপর তোর সে কি হাসি... বলে চলবি-- তোকে বুঝতে হবে রে গাধি, সবাই এক হয় না...
>হু...
>আমাকে তুই না বুঝলে বুঝবে কোন শালী ... হু ?
>এরপর-ই আমার চিল্লানী... কি কি বললি কুত্তা... ...
>তোর আবার হাসি-- দেখলি তো কি করে তোর মুখ ফুটালাম গাধি... বল এখন কি করছি আমি...? বল...?
>> এইতো এভাবে আমাদের গল্পগুলো এগিয়ে যাবে... এরপর শুরু হবে হিসেব- নিকেশ... সব কিছু সেদিন-ই শোধ করতে হবে হু...!
ভয় পাচ্ছিস পাগ্লা...হু...? আরে সব হিসেব নিকেশ ভালোবাসা দিয়ে শোধ করতে হবে বুঝলি রে মাথামোটা...
অন্য কিছু না... পারবি তো শোধ দিতে... ?
সব ভালোবাসায় এরকম অনেক স্বপ্ন লুকানো থাকে তালা বন্দী একটা ড্রয়ারে ...
আর সেই তালার চাবিটা লুকানো থাকে হৃদয়ের কোন না কোন জায়গায়...
শুধু সেটা খুঁজে নিতে... ব্যাস... আর কি চাই... ?


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অল্প কথায় চমৎকার ভালোবাসার অনুভূতির প্রকাশ।

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ছোট্ট ছোট্ট কথায়... ভালোবাসার আকুলতা......

২| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

আর্টিফিসিয়াল বলেছেন: এতু বালুবাসা কই রাখি?????
তয় লিখাডা সুন্দর হইচে।

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মনেই রাখতে হবে... তবে যার যারটা তার তার কাছে...। ধন্যবাদ

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

অভ্রনীল হৃদয় বলেছেন: অসাধারন! অনুভুতি গুলো জীবন্ত যেনো! ভালো লাগল! :)

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ... ভালো থাকবেন!

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

ধমনী বলেছেন: কয়েকদিন খুব ব্যস্ত ছিলেন বুঝি!

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঢাকায় ছিলাম...।।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

আরাফাত হোসেন অপু বলেছেন: মিসেস আবেগী................। =p~ =p~ =p~ =p~

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি......।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.