নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানিস আমি ৩টা ডায়রী কিনেছি... কেন কিনেছি জানিস...? এগুলোতে আমাদের সব অনুভূতির কথা লিখে রাখবো বলে...!
তুই শয়তানটা তো মাথা গরম করিস সব সময়... একটুতেই তিল কে তাল করিস... চিল্লাপাল্লা করিস...
যা বলতে চাই উল্টো বুঝিস... তাই ঠিক করেছি এই ৩ ডায়রীতে আমাদের যত মান অভিমানের কথা লিখা হবে...
উহু না... শুধু মান অভিমান না... সুখানুভূতির কথা লিখতে হবে... অই যে মনে আছে তোর...
একটা ব্যাপারে তুই বলেছিলি অনুভূতি শেয়ার করতে হবে... এটা ঠিক তেমন... বুঝলি রে মাথা মোটা...?
একটায় সুখ সুখ ভালোবাসা ... আর একটায় কষ্ট কষ্ট অভিমানে ঠাসা... আর একটা স্বপ্ন স্বপ্ন চাওয়া ...
এই ধর তুই অহেতুক আমার সাথে ক্যাচাল করলি... আমি বারবার বলা সত্ত্বেও তুই বুঝলি না কতটা কষ্ট আমায় দিয়েছিস...
রাগে অভিমানে আমিও নীরব থাকলাম তুই বুঝলি না কিছুই... সেটা লিখে রাখলাম কষ্ট কষ্ট অভিমানের ডায়রীতে...
তুই লিখতে পারিস যদি এমন টা আমার দ্বারা হয়... !
আবার সুখ সুখ ভালোবাসা - এই যেমন হুট করে আমাকে চমকে দিতে তোর চুড়ি আনা...
কুলফির বায়না পূরণ কিংবা বৃষ্টি তে ভিজে আমার চোখে ডুব দেয়া... তোর বুকের উত্তাপে ভেজা চুল শুকানো...
এসব থাকবে সুখ সুখ ভালোবাসার ডায়রীতে...!
তুই ও লিখবি এমন সুখানুভূতি ... লিখবি কিন্তু...!
আর ছোট খাটো কিছু আদুরে স্বপ্ন ... আহ্লাদ... ইচ্ছে... চাওয়া - সেটা এমন ও হতে পারে-
“ এখন তো কমলালেবু পেয়ে গেছিস... সিগারেট টা ছেড়ে দে না এবার...”? এসব থাকবে স্বপ্ন স্বপ্ন চাওয়ার ঘরে...!
কিন্তু দু’জন দুপ্রান্তে থেকে কি করে সেই ডায়রী মেইন্টেইন করবো এপ্রসঙ্গ আসতে পারে... উত্তরটা হচ্ছে...
এমন ৩টি ডায়রী দু’জনে কিনে রাখবো... ঠিক ঠাক সব কিছু লিখবো...
আর আপাতত চ্যাটে কিংবা মুঠোবার্তায় কিংবা কখনো চিঠিতে - বিষয়ের ঘরে কোন ডায়রীর কথা বলছি সেটা লিখে পাঠাবো... !
ফোনে কিংবা চ্যাটে কিংবা মেইলে রোজ দু’জনে চেক করবো...
সাথে সাথেই কিছু না বলে একদিন তুই কিংবা আমি দু’জন দুজন কে চমকে দিয়ে মুচকি মুচকি হেসে ডায়রীর কথা ভাববো ......।
পাগল ভাবছিস বুঝি আমায়...হু...? শোন রে গাধা একদিন আর লিখে সব বোঝাতে হবে না...
তখন তুই আমি এমনিতেই দুজন কে বুঝে যাবো...!
শুধু একটুখানি বিশ্বস্ততায় আর পরম আস্থায় আমায় ধরে রাখিস...
ভালোবাসা দিয়ে আগলে রাখিস... আর কি চাই বল...?
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালোবাসার অনুভূতিগুলি এমন-ই হতে হয়... নইলে যে ভালোবাসাটা ভালোবাসা হয় না...। ধন্যবাদ ... ভালো থাকবেন!
২| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা!
৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
শায়মা বলেছেন: বাপরে! ইপ্সিমনিটা!!!!!!!!!
৩ টা কেনো তোমার হাজার হাজার ডায়েরী লাগবে!!!!!!!! তোমার তো হাজার হাজার অনুভুতি!!!!!!!
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক তাই না কি...? এ যে আমার-ই সব অনুভূতি কে বলিল তোমায় হু বাচ্চুমণি...? আমার নামের বানানে আবার ই!!!!!!!!! ঈ হবে সায়মা বেগম...।। খুক খুক শায়মা।।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,
শুধু একটুখানি বিশ্বস্ততায় আর পরম আস্থায় আমায় ধরে রাখিস...
শুধু এইটুকুর জন্যেই জীবনভর, মানুষের কি প্রানান্তকর নীরব চীৎকার !!!!
এই চিত্রকল্পটি সুন্দর -------------- বুকের উত্তাপে ভেজা চুল শুকানো...
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন- এইটুকুর জন্যই .........।। ধন্যবাদ !
৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭
অভ্রনীল হৃদয় বলেছেন: মুগ্ধ হয়ে পুরোটা পড়লাম।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ সাদামাটা লেখাটা যে মুগ্ধ হয়ে পড়েছেন!!! ভালো থাকবেন!
৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮
অভ্রনীল হৃদয় বলেছেন: মুগ্ধ হয়ে পুরোটা পড়লাম।
৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: অনুভূতির ভালোই মিষ্টি খেলা । ডায়েরী ডায়েরী প্রেম !!!
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা তাই তো এটা ভাবিনি- “ ডায়রী ডায়রী প্রেম”!!!! সুন্দর নামকরণে ধইনা পাতা!
৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
আরজু পনি বলেছেন:
কী দারুণ প্রেম !
নস্টালজিক হয়ে গেলাম
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাল লেগেছে আপনার আপু...!!!! নস্টালজিক হয়েছেন!!!! সাদামাটা লেখাটা নস্টলাজিক করতে পেরেছে আপনাকে এটা শুনে ভালো লাগল ...। ভাল থাকবেন আপু!
৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
আরাফাত হোসেন অপু বলেছেন: শুধু একটুখানি বিশ্বস্ততায় আর পরম আস্থায় আমায় ধরে রাখিস...
ভালোবাসা দিয়ে আগলে রাখিস... আর কি চাই বল...?...........এই সহজ কথা টাই বুঝতে চায় না কেউ....সবাই নগদে বিশ্বাসী
১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআহ আমি নগদে ভালোবাসায় বিশ্বাসী .........।।
১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০
রক্তিম দিগন্ত বলেছেন: বাহ! বাহ! তুই তোকারী প্রেম!
বেশ বেশ।
মজা লাগলো।
১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমি তো তুই তোকারীর প্রেমের কথাই লিখি-- তুমি তুমি নেই কোথাও... হিহিহি
১১| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৯
ভ্রমরের ডানা বলেছেন: ইটিসপিটিস ভালবাসা!
ক্যাপশনটা কেমন হল বলুন তো!
১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নট ব্যাড......।। কিন্তু ৩টা ডায়রীর জন্য কেমন কেমন লাগছে... খুক খুক...
১২| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসার অনুভূতি ভালো লাগলো।
১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ... ভালো থাকবেন.........।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
রুদ্র জাহেদ বলেছেন: তখন তুই আমি এমনিতেই দুজন কে বুঝে যাবো...!
শুধু একটুখানি বিশ্বস্ততায় আর পরম আস্থায়
আমায় ধরে রাখিস...
ভালোবাসা দিয়ে আগলে রাখিস... আর কি
চাই বল...?
নির্মল সুন্দর অনুভূতির প্রকাশ।দারুণ লেগেছে+