নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলামি ছাড়া ভালোবাসা হয় না রে... যায় না লেখা গল্প...
বলবি তো গল্প দিয়ে জীবন চলে না... পরক্ষনেই বুঝিয়ে দেবো তোকে...
জীবনের কাহিনীগুলাই গল্পে আসে...
> ইচ্ছে করেই ছেলেটার সকালে শার্টের বোতাম ছিড়ে ফেলে চিল্লানো...
কিংবা টাইটা বালিশের নীচে লুকিয়ে রেখে মিছি মিছি মেয়েটিকে ডাকাডাকি...
এ কি কম পাগলামি বল...?
> যত্ন করে বেঁধে থাকা মেয়েটার বেণী খুলে দিয়ে চুল গুলো এলোমেলো করে তাকে
পাগলী পাগলী বলে খ্যাপানো ছেলেটার পাগলামিকে কি বলবি শুনি...?
> বৃষ্টিপাগল মেয়েটির মাঝ রাতের বায়না... “বৃষ্টি হচ্ছে ...ভিজবি “?
এমন আহ্বানে সাড়া না দিয়ে কি ছেলেটার উপায় আছে রে...?
মেয়েটার ওড়নার নীচে মুখোমুখি দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে
ভালোবাসার উষ্ণতা ভাগের মাঝে যে পাগলামি আছে তাকে কি বলবি তুই শুনি...?
> জবজব করে ভেজা মেয়েটার আবার বায়না... আইস্ক্রিম খাবো...
এরপর ছেলেটার নাকে আইস্ক্রিম ঘষে দিয়ে মেয়েটা যে পাগলামিতে মেতে ওঠে
তা কি করে এড়িয়ে যাবে ছেলেটা শুনি...?
বৃষ্টি ভেজা ছেলেটার বায়না এবার এক কাপ চা খাবো...
এমন পাগলামিপনা ছাড়া ভালোবাসা হয় না কি রে হু...?
>> ভালোবাসাটা বাসতে জানতে হয় রে...
ছোট্ট ছোট্ট ভালোলাগা গুলিকে নানা রঙে রাঙিয়ে দিতে হয়...
মাঝে মাঝে এমন পাগলামিপনায় মেতে উঠতে হয় ...
ছোট্ট ছোট্ট রোমান্সে মেতে উঠতে হয় এর জন্য
কোন রোম্যান্টিক মুভি দেখার দরকার নাই...
শুধু নিজের ভেতরের রোম্যান্টিকতাকে উস্কে দিতে হয় ...
তবেই না... ভালোবাসা মধুর হয়...
>>> যারা ভাবছেন কি সব পাগলামি...
তারা দূরে গিয়ে ঘাস লতাপাতার সাথে টিকটিকি আর তেলাপোকা মিশিয়ে মুড়ি খান...
খুক খুক...
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটা হতে পারে... বিরক্ত লাগতে পারে... তবু ন্যাকামি ভাবা ঠিক নয়... আবার যদি কারো অনুভূতিগুলোকে সুন্দর মন দিয়ে অনুভব করেন দেখবেন... বেশ ভালো লাগছে... !
২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোলাগা আর মুগ্ধতার পরশ পেলাম-চমৎকার, শুভকামনায় রইলো প্রিয় ঈপ্সিতা চৌধুরী আপুর জন্য...
বিঃ দ্রঃ আপনার খুক খুক কাশিটা সুবিধার মনে হচ্ছে না।আপনি জানেক কি তিন মাস বা তার বেশী কাশি থাকলে, সেটা যক্ষ্মার লক্ষণ-দ্রুত ডাক্তার দেখানোর বিনীত অনুরোধ রইলো
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা খুক খুক মানে হাসি- আমার খিক খিক খিক্স হাসি ভালো লাগে না তাই খুক খুক হাসি দেই... আবার বলা যায় না... যক্ষা/ ক্যান্সার হলেও হতে পারে... খুক খুক
৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫
রুদ্র জাহেদ বলেছেন: << ভালোবাসাটা বাসতে জানতে হয় রে...
ছোট্ট ছোট্ট ভালোলাগা গুলিকে নানা রঙে
রাঙিয়ে দিতে হয়...
একটুখানি পাগলামি ভালোইতো! ভালো না?
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু মন্দ কি... একটু পাগলামি...
৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন...
কিন্তু ভালোবাসায় চিন্তা ভাবনার চেয়ে পাগলামি থাকাটাই আনন্দের।
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহ
পরে যেন শুনতে না হয় - আমি তোমার বোন......।
হু চিন্তা থাকলে পাগলামি হবে না... আর পাগলামি ছাড়া ভালোবাসা মধুময় হয় না...
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
রক্তিম দিগন্ত বলেছেন: মাঝে মাঝে এই পাগলামিও বিরক্তির কারণ হয়, ন্যাকামি মনে হয়।