নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> একটা ছেলে যখন চাকরী না পায়... সেই বেকার ছেলেটা পরিবারের সবচেয়ে কাছের মানুষদের কাছেই উপেক্ষিত হয় বেশি!
> একটা মেয়ের যখন বিয়ে হয় না সেই মেয়েকে কটু কথা শুনতে তার পরিবারের কাছ থেকেই বেশি!
> একটা মেয়ে কালো হয়ে জন্মালে সেই খোঁটা তাকে আজীবন বহন করতে হয় আর তার পরিবারের কাছের মানুষেরাই তাকে বেশি উপেক্ষা করে...
> একটা বাচ্চা হিজড়া হয়ে জন্মালে তার পরিবার থেকেই উপেক্ষিত হয়ে বাইরে এসে পড়ে... এবং কি কঠিন জীবন যাপন করে!
>একটা অটিস্টিক বাচ্চাও একসময় তার পরিবারে উপেক্ষিত হয়!!!
>একটা মেয়ের বাচ্চা না হলে সে স্বামী/ শ্বশুরবাড়ীর লোকজন দ্বারা উপেক্ষিত হয়...
>পরকীয়াতে - স্বামী - স্ত্রী দ্বারা / - স্ত্রী - স্বামী দ্বারা উপেক্ষিত হয়...
>আগে ভাই-বোনের মধ্যে মানে ছেলে/ মেয়ের মধ্যে বৈষম্য তৈরি করে মেয়েদের উপেক্ষা করত বাবা-মা’ রাই...!
> কারো বেখেয়ালী সিদ্ধান্তে ভালোবাসার একটা সম্পর্ক ভেঙ্গে গেলে - একজন আরেকজনের দ্বারা উপেক্ষিত হতে থাকে...
>একটা মেয়ের বিয়ে ভেঙ্গে কিংবা বিধবা হয়ে যদি সে আবার তার পরিবারে এসে পড়ে... তখন সে বোঝা হয়ে উপেক্ষিত হতে থাকে সেই পরিবারেই নিজ বাবা-মা , ভাই/ভাবীদের কাছ থেকেই ...
>> এরকম আরো অনেক ভাবে আমরা উপেক্ষিত হয় কাছের মানুষদের দ্বারাই ...
>>> কি অদ্ভুদ ব্যাপার...!!! যাদেরকে সেই কঠিন মুহূর্তগুলোতে দরকার হয় তারাই উপেক্ষা করে আমাদের বেশি......।।
১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উপরের বিষয়গুলির কোনটি- ই কিন্তু ভুল নয়...।।
২| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক সময় কাছের মানুষরা পরের মতো হয়ে যায় আর পর হয় আপন।
১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছুটা হলেও সত্যি .........।।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভাইয়ের চেয়ে বন্ধ আপন
বোনের চেয়ে বান্ধবী... এরকম হয়ে আসছে।
কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে রক্তের সম্পর্ক ছাড়া হয় না।
আপনার প্রাণের ওপর ঝুঁকি... রোগ... আকষ্মিক দুর্ঘটনা...
এসবে আপনার আপনজন ছাড়া কাউকেই বেশি সময়ের জন্য পাবেন না।
১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু অবশ্যই ভাইয়া......। কিন্তু উপরের বিষয়গুলির কোনটাই কিন্তু এগুলো থেকে কম গুরুত্বপূর্ণ নয়.........ভাইয়া! এবং এগুলো বানানো কথা না... সত্যি ঘটনা......।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম, বাস্তবতা...
১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া বাস্তবতা...... কঠিন বাস্তবতা
৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
জনাব মাহাবুব বলেছেন: প্রিয়জনদের কাছ থেকেই সবচেয়ে বেশি উপেক্ষিত হতে হয় আবার এই প্রিয়জনরাই বিপদে আপদে ঝাপিয়ে পড়ে।
১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই কিন্তু তাদের সেই উপেক্ষাটা সহ্য করার মত নয়.........।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাদেরকে সেই কঠিন মুহূর্তগুলোতে দরকার হয় তারাই উপেক্ষা করে আমাদের বেশি......।।
সুন্দর বলেছেন ,
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১
ধমনী বলেছেন: এটাই বাস্তবতা।
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই!
৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
প্রামানিক বলেছেন: চরম সত্য কথা তুলে ধরেছেন। ধন্যবাদ
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু দাদা......।। চরম সত্য!
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
কাবিল বলেছেন: সামুতে আপনি একজন সন্মানিত ব্লগার,
আপনার ভুলের করনে এই সামুই আপনাকে ছুঁড়ে ফেলে দিবে।
এতে অদ্ভুদ হওয়ার কারন নেই।