|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

কিছু আবদারের জানি নেই মানে ... !! (জন্মদিন...আহা জন্মদিন... ) 
জানি বদমাশ ছেলেটা আমার আবদার রাখবে না... দিবে না এবারেও আমার জন্মদিনে কোন গিফট  ... মুচকি মুচকি হাসবে আর বলবে- “ আমি কাউরে গিফট দেই না”!! কি পাগল রে বাবা!! গিফট নেয় কিন্তু দেয় না... বলে কি না এতে গর্ব আছে...! এরপর ও তাকে বলি- ওরে পাগ্লু ৪০ টাকা দিয়ে এক ডজন চুড়ি দিতেও কি এত্ত বড় মন লাগে রে ফকিরটা...? ছোট্ট একটা উইশ করতেও কি এত্ত ভাবতে হয়...? বলে কি এটাতেও ক্রেডিট আছে... সবাই তোকে উইশ করবে... এত্ত গিফট পাবি... সব কিছুর মাঝে তুই শুধু আমার উইশ আর গিফট এর অপেক্ষায় থাকবি... এটাই তো তোর আসল গিফট রে পাগলী... !! কত্ত বড় হারামী হলে এমনটা বলতে পারে!! ভাবছি... 
তোর সঙ্গে আজ আমাকে নে… 
গানের কলিতে কলিতে তোকে লিখছি... হু তোর সাথে আজ আমাকে নে... আজকের জন্মদিনটা  আমাকে তোর সাথে কাটাতে দে... বলি বলি করেও বলতে পারলাম না... অভিমানের ডিব্বাটা কিছুতেই খুলে ফেলে দিতে পারছি না... রাগ উঠছে... মনে হচ্ছে সব কিছু ভাংচুর করি... কতবার বললাম- আমার জন্মদিনের গিফট  দিয়ে যা... অন্তত আমার টাকা দিয়েই না হয় দে... বদের হাড্ডিগুড্ডিটা মুচকি মুচকি হাসে... না দেবো না... বলেছে...  
এগিয়ে দে... এগিয়ে দে ... দু এক পা এগিয়ে দে  ... হাটতে চাই কয়েক পা তোর সাথে…  
হু রে হু... আজ খুব ইচ্ছে করছে তোর সাথে কিছুদূর  হেঁটে যাই... হাঁটতে হাঁটতে  গল্প করি... টং  দোকানে দাঁড়িয়ে চা খাই...!  আচ্ছা? টং দোকানে কি কেক থাকে? পিস পিস কেক বিক্রি হয় মানে ড্রাই কেক? থাকতেও  পারে... কি জানি... ? আচ্ছা, এমন যদি হত... চা খাওয়ার  ফাঁকে  উদাসী  এই আমার সামনে ছোট্ট একটা পিরিচে করে  একটা ড্রাই কেক কিংবা নরম কেক  সাথে একটা চামিচ এনে তুই বলছিস- “ নে রে হারামী কেক কাট... আজ না কি তোর জন্মদিন... খিক্স খিক্স... বুইড়া বয়সে আবার জন্মদিন... শালা নটাঙ্কী ... নে কেক কাট... আর শোন কেকের দাম চায়ের দাম তুই দিবি কইলাম কিন্তু... আমার কাছে টাকা নেই... “!! আমি তব্দিত  হতে হতে চায়ের মগটাই ফেলে দিচ্ছি... তুই চিল্লাচ্ছিস... অই অই হারামী কি করোস... অই নটাঙ্কী  কত নাটক করবি আর... অই অই... 
ইসসসসস কল্পনায় কত কি ভাবা যায়... এই দেখ... 
আমি কি সুন্দর করে ভেবে নিলাম--- তুই আমার জন্মদিনে উইশ করছিস... কেক এনেছিস... 
ধ্যাত কি সব ভাবছি... এই নে কেক খা... তোকে আমাকে উইশ করতে হবে না... 
তবে এবার আমিও তোকে একটা সারপ্রাইজ দেবো তোর জন্মদিনে... অপেক্ষায় থাক...  
 ২২ টি
    	২২ টি    	 +২/-০
    	+২/-০  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫০
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আন্তরিকতাটাই বড়............ ধন্যবাদ
২|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৯
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৯
রুদ্র জাহেদ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা   
  
  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫০
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৩|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৩৬
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৩৬
দর্পণ বলেছেন: শুভ জন্মদিন ইপ্সিতা।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫০
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৪|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৩৭
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৩৭
প্রামানিক বলেছেন:  আচ্ছা? টং দোকানে কি কেক থাকে? পিস পিস কেক বিক্রি হয় মানে ড্রাই কেক? থাকতেও পারে... কি জানি... ? আচ্ছা, এমন যদি হত... চা খাওয়ার ফাঁকে উদাসী এই আমার সামনে ছোট্ট একটা পিরিচে করে একটা ড্রাই কেক কিংবা নরম কেক সাথে একটা চামিচ এনে তুই বলছিস- “ নে রে হারামী কেক কাট... আজ না কি তোর জন্মদিন... খিক্স খিক্স... বুইড়া বয়সে আবার জন্মদিন... শালা নটাঙ্কী ... নে কেক কাট..
ভালই তো লাগল। ধন্যবাদ
  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫০
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৫|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:০৪
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:০৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: পাগ্লুটাই ঠিক আছে।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫১
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহাহহাহ তাই বুঝি?
৬|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:০৭
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:০৭
অগ্নি সারথি বলেছেন: অনেক গুলা শুভ কামনা।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫১
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৭|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:০৮
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:০৮
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: শুভ জন্মদিন
টং দোকানের চা সাথে ছোট্ট একটুকরো কেক কেটে কেটে খাওয়া ,দারুন আইডিয়া...... বিষয়টা মাথায় রাখলাম,
  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫১
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাহা নিয়ে রাখেন............
৮|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:২৩
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
জন্মদিনের উপহার তাহলে হতে হবে একটা লাভ ক্যান্ডি। 
 
  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫২
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহাহ কেউ দিলো না তো
৯|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৫
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৫
কিরমানী লিটন বলেছেন: আপুর খুক খুক কাশিটা কমেছে-আলহামদুলিল্লাহ !-এই নেন জন্ম দিনের কেক,স্বপ্নেই যখন খাবেন-দামিটাই খান,প্রামানিক ভাইয়ের টং দোকানেরটা স্বাস্থ্যসম্মত না ...আপুর খুক খুক কাশিটা কমেছে-আলহামদুলিল্লাহ !-এই নেন জন্ম দিনের কেক,স্বপ্নেই যখন খাবেন-দামিটাই খান,প্রামানিক ভাইয়ের টং দোকানেরটা স্বাস্থ্যসম্মত না ... 
  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫২
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুইক......। ধইনা পাতা
১০|  ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৮
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৮
কিরিটি রায় বলেছেন: হা হা হা
আজো সেই ..
রান্না বান্না! ইপ্সি চাইনিজ রেকে টং দোকানে হ্যাপ্পি বাড্ড ডে  
 
আপনার পাগরু নাকি এই গান খুব পছন্দ করে...
নেন আপনের জন্মদিনে গিফ ট 
আমি আছি থাকব 
  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫২
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাআআআআআআআ উপরে একটু দেইখেন-- মানে খাবার দাবার
১১|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:২১
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ জন্মদিন ঈপ্সিমণি। 
ট্রিট দিতে হবে কিন্তুক।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫৩
২৮ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাআআআআআ হু দিলাম তো ট্রিট রাজপুত্র......।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৯
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: সত্যি ভাললাগল লৌকিকতা নয় চাই আন্তরিকতা
 লৌকিকতা নয় চাই আন্তরিকতা 

