নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন রে বুইড়া বাচ্চু হাতিটা!! তুই আরো বুইড়া হয়ে গেলি!!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১


আমি এবার ঠিক করেই রেখেছি রে পাগলা তোকে উইশ করবো না... আমি জানি জন্মদিনের প্রথম প্রহরে এবং শেষ প্রহরে তুই অপেক্ষায় থাকবি... কিংবা অপেক্ষায় থাকবি হুট করে কেউ একজন কেকের ছবি পাঠিয়ে বলছে- এই নে কেক কাট রে বুইড়া হারামী।।! মোমবাতিতে ফুঁ দে...রে হাব্লা-গাব্লা! উহু... বলবো না... কিন্তু ঠিক ঠিক তোর জন্মদিনের প্রথম প্রহরে আমার লেখা এই জন্মদিন চিঠি প্রকাশ করবো... কিন্তু কাউকে দেখাবো না... তুই এসে খুঁজবি আমার লেখা চিঠি... পাবি না... ! মনে মনে খুব খুব অবাক হবি... হতে থাক...! ঠিক ঠিক তোর জন্মদিনের প্রথম প্রহরে আমি মোমবাতিতে ফুঁ দিয়ে তোর হয়ে কেক কাটবো... ছবি তুলে রেখে দেবো... তোর গিফটের টাকা খামে ভরে রেখে দেবো...! জন্মদিন পার হলে তুই এই চিঠি দেখবি... !! তুই আমার সাথে যেমন করিস আমিও তেমন করবো এই রীতিতে আমি বিশ্বাসী নই... তুই কখনোই আমার জন্মদিনে উইশ করিস নি... একবার শুধু করেছিলি চিটিং করে... !! অথচ তোর প্রতিটা জন্মদিনে আমি তোকে মিস করি...! অভিমানে জমতে জমতে উইশ করি...! আমার ভিষন ইচ্ছে করে রে... তোর একটা জন্মদিনে একান্তভাবে একলা কিছু সময় কাটাতে... খুব খুব ইচ্ছে করে... আমি এমন ভাবে তোর জন্মদিন পালন করবো যে... তুই শুধু অবাকের উপর অবাক হবি... আমি তোর ঘোরলাগা দৃষ্টি দেখে মিটিমিটি হাসবো ... তোর চুল এলমেলো করে দিয়ে বলবো ... তোর জন্য আরো অনেক সারপ্রাইজ আছে রে পাগলা... আমি যে কয়টা জন্মদিনে থাকতি পারিনি মানে তোর এক বছর থেকে শুরু করে, এই নে সেই সব বছরের গিফট...! তুই তব্দিত হতে হতে শেষ পর্যন্ত চোখের জল ফেলেই দিবি... ! আচ্ছা, আমাদের না একসাথে একবার জন্মদিন পালন করার কথা ছিলো? অথচ তুই করলি না...!!
কি এমন হত বল...? তুই শুধু স্বপ্ন দেখাস এরপর টুপ করে সেই স্বপ্ন ঘোলাটে করে দিস...!
আমি জানি হাজারো উইশে তুই ভাসছিস...! কত শাঁকচুন্নি আর কটকটিদের দেয়া উইশ নিয়ে উচ্ছাসে ভাসছিস ...
হাহ্‌ আমার উইশ না হলেও চলবে... তাই না...?
শোন আমি তোর মত ছোটলোক না বুঝলি...? আমি তোর জন্মদিন যেভাবে পালন করি তার সব-ই করেছি
শুধু তোকে উইশ করি নাই... চিঠিও লিখে ফেলেছি... শুধু তোকে দেখতে দেই নাই... দেখবি পরে দেখবি...!
তুই ছোটলোকটার জন্মদিন ভাবছি এবার টং দোকানেই করবো... এই দেখ তুই আমি সেই টং দোকানে এসেছি...
অই আজ তুই এখানে চুপ করে বসে থাক আমি চা নিয়ে আসছি... তুই অবাক... মুচকি মুচকি হাসছিস!!
কিছুক্ষণ পরেই আমি একটা পিরিচে করে কেক আর কাটা চামচ নিয়ে হাজির... এসেই বলছি--
অই ছোটলোক এই নে জন্মদিনের কেক কাট এবার... তুই আশে পাশে লোকজন আছে কি না এই দেখে নিয়ে
কানের পাশে এসে বলছিস- জুতার বারি খাবি হারামী? এই বুইড়া বয়সে তুই আমারে টং দোকানে আইনা কেক কাটাচ্ছিস?
আমি কোন কথা না বলে শুধু চোখ আর আঙ্গুল এর ইশারায় তোকে কেক কাটতে বলছি... ! তুই চুপচাপ দাঁড়িয়ে !
তোকে স্ট্যাচুর মত দাঁড়িয়ে থাকতে দেখে আমি কেকের পিরিচ যেই উল্টে ফেলতে গেছি
ওমনি তুই হাত ধরে আটকে পিরিচ নিজের হাতে নিয়ে কেক কাটছিস...
আমি জোরে হেসে উঠছি... একটু পাশে গিয়ে বলছি- শুভ জন্মদিন রে বুইড়া বাচ্চু হাতিটা!! তুই আরো বুইড়া হয়ে গেলি!!
আমার কপাল!! বুইড়াটার সাথে... পিরিতিতে ... খুক খুক......।।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

ব্লগ সার্চম্যান বলেছেন: শুভ জন্মদিন বুইড়া বাচ্চু হাতিটা

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহাহাআ সবাই বুইড়া বাচ্চু হাতি বলছে এইটা দেখলে তো বাচ্চু হাতিটা আমারে সহ সবাইকে পিটাইয়া ভর্তা বানাই দেবে !

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

সুলতানা রহমান বলেছেন: এই বুইড়াটা কি এইটা দেখবে?
জন্মদিনের শুভেচ্ছা আপনার বুইড়ার জন্য।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাহা না দেখার সম্ভাবনাই বেশি... আবার অবাক অবাক হতে হতে দেখেও ফেলতে পারে!

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

প্রামানিক বলেছেন: আমি জোরে হেসে উঠছি... একটু পাশে গিয়ে বলছি- শুভ জন্মদিন রে বুইড়া বাচ্চু হাতিটা!!

হে হে হে খিক খিক

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহাহাআ সবাই বুইড়া বাচ্চু হাতি বলছে এইটা দেখলে তো বাচ্চু হাতিটা আমারে সহ সবাইকে পিটাইয়া ভর্তা বানাই দেবে !

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


:D :D :D শুভ জন্মদিন রে বুইড়া বাচ্চু হাতিটা!!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহাহাআ সবাই বুইড়া বাচ্চু হাতি বলছে এইটা দেখলে তো বাচ্চু হাতিটা আমারে সহ সবাইকে পিটাইয়া ভর্তা বানাই দেবে !

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

আবু শাকিল বলেছেন: আপনার ভালবাসা দেখে আমার হিংসা হয় :) :)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহহা কেন ভাই?

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮

আবু শাকিল বলেছেন: এত্ত ভালবাসা নিয়ে আমার জীবনে এখনো কেউ আসল না :) :)

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

তুষার কাব্য বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা আপনার বুইড়া বাচ্চু হাতিটা জন্য :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.