![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>আমি সাধারণত মোবাইলে নেট বেশি ইউজ করি না বললেই চলে...! কিছুদিন আগে জুম এর প্রব এর কারনে মোবাইলে গ্রামীন ফোনের সিমে নেট ইউজ করার দরকার পড়ে! ফ্লেক্সির দোকান থেকে গ্রামীনের ১৩/-টাকার ১৪ দিনের সোশ্যাল ফেসবুক প্যাকেজ নেই! দোকানে আর মোবাইলে মেসেজ চেক করে দেখিনি! বাসায় এসে দেখি- ১৪ দিনের প্যাকেজ ৭ দিন দেখাচ্ছে! যেটার মেগাবাইট ছিলো- ১৫০! যাক সেদিন ইউজ করি টাকা কাটেনি! মেগা কাটছিলো! পরের দিন দেখি টাকা কাটা শুরু করছে! এরপর নিকটস্থ কাস্টোমার কেয়ারের গিয়ে কমপ্লিন করি তারা মিউ মিউ করে এন বলে কমপ্লিন রেখে দিলাম আপনাকে ১২১ থেকে ফোন করবে! এরপর ১২১ থেকে ফোন করে, জানতে চায় তাদের সেবা এন কোন কমপ্লিন আছে কি না? আমি ইয়েস করি! এরপর আবার আমি ১২১ এ ফোন করে তাদের কাছে এই ব্যাপারে জানতে চাই, তারা দেখছি ম্যাডাম এই সেই বইলা প্রায় আধা ঘন্টা আমাকে লাইনে রেখে আমার ফোনের ব্যালেন্স কেটে কোন সমাধান দিতে পারেনি! এরপর আবার দুদিন পর ১২১ থেকে ফোন করে তাদের সেবা নিয়ে জানতে চায়- আমি সোজা বলেছি আপনাদের এই ভুয়া প্যাকেজ নিয়ে আমি এফবি এন ব্লগে লিখবো এন অন্যদের সাবধান করবো! তিনি হাসিতে হাসিতে বলেন- জি ম্যাডাম আপনি তা করতেই পারেন এটা আপনার অধিকার!! এরপর এইত দুদিন আগে আমি ২ টাকার ৩ মেগার প্যাক কিনে নেট ইউজ করছিলাম এর মধ্যেই মেসেজ আসে- আপনার ইন্টারনেট সার্ভিস ব্লক করা হয়েছে আর সাথেই সাথেই আন্দাজে ১০টাকা ৬৬পয়সা কেটে আবার ১৩ দিনের সোশ্যাল প্যাক এর একটা প্যাকেজ নিজে নিজেই অ্যাক্টিভ করে দেয়!!
>> আমার আর ইচ্ছে করলো না ৪০ টাকা খরচ করে কাস্টোমার কেয়ারে গিয়ে কমপ্লিন জানাতে কিংবা টাকা খরচ করে ১২১ এ ফোন করে কমপ্লিন করতে! কারন জানি এতে অহেতুক আমার-ই টাকা খরচ হবে সমাধান কিছু হবে না!! সত্যি অবাক হতে হয় নাম করা এসব মোবাইল কোম্পানীগুলির চোরামী দেখলে! দোষ আমার ও কেন যে এসব কোম্পানীর সিম ইউজ করছি... কিন্তু উপায় নেই...! অন্যরাও হয়ত এইভাবে চোরামী করে গ্রাহকের টাকা আচ্ছামত মেরে দেয়!
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই............ মেজাজ সত্যি খারাপ লাগে!
২| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
আরণ্যক রাখাল বলেছেন: গ্রামীন তো সেই আদিম কাল থেকেই চোর| ডেটা চুরিও করে|
মাঝে মাঝে কোন অফার চালু না করলেও আপনা থেকে চালু হয়ে যায়| পরে কমপ্লেন করলে অফারটা বন্ধ করে ঠিকই কিন্তু টাকা তো অলরেডি কেটেই নিসে
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চোরেরা আর কি করবে চুরি ছাড়া!
৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
ইমরাজ কবির মুন বলেছেন:
চোর না, রীতিমতো ডাকাত এরা।
নাম্বার চেঞ্জ করা ঝামেলা দেখে এখনো ইউজ করতেসি ||
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও তাই......। এই চোরদের যন্ত্রনায় মাথা খারাপ হয়ে যায়!
৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আমি ও আছি এই খপ্পরে, 2GB kinlam ১৪ দিন মেয়াদ, কিন্তু দেখি 4 দিনেই শেয
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রতি ক্ষেত্রেই এরা চুরি করে!!
৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
নীল_প্রজাপতি বলেছেন: সবাই এত্ত এত্ত অভিযোগ করছে . . . আমি কিন্তু ছয় বছর ধরে গ্রামীনফোন থেকে ইন্টারনেট ব্যবহার করছি , কখনো কোনো সমস্যা হয়নি
৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
সুমন কর বলেছেন: আমি মোবাইলে নেট ইউস করিনা...
গ্রামীণ ব্যবহার করি, শুধু নাম্বারটার জন্য, এটা আমার প্রথম নাম্বার।
ওরা ডাকাত !!!!!
৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭
প্রামানিক বলেছেন: মোবাইল কোম্পানীগুলো নিয়ে আমরা সবাই বিপদেই আছি।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
ধমনী বলেছেন: আরো বড় চোরামি হলো ইমারজেন্সি ব্যালেন্স নিলে সে পরিমাণ টাকা পরবর্তী রিচার্জে কাটবেই, যদি ১ টাকা খরচ না ও হয়।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সবগুলো মোবাইল কোম্পানিরই একই অবস্থা।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
নিমগ্ন বলেছেন: কি কয়াম।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি আর করার! আমরা এমন দেশে বাস করি যেখানে যার যা ইচ্ছা তাই করতে পারে। শাসক থেকে ধরে যারা মুরুল হয়ে বসে আছে তাদের কথাত বলাই বাহল্য।