নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বুঝিনা শিক্ষকরা শিক্ষাদান বাদ দিয়ে .........

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

>ধর্ষণ / শ্লীলতাহানি / গরুর মত পিটানো এসব দিকে ঝুকছে কেন...? আসলে সমস্যাটা কোথায়? প্রায় প্রায় -ই এখন শোনা যায় শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে ছাত্রী! কিংবা ঘটছে শ্লীলতাহানির ঘটনা!! আর গরুর মত পিটিয়ে রক্তাক্ত করার ঘটনাও কম ঘটছে না!! কিন্তু কোন সমাধান নেই!!
>অথচ আমাদের সময়ে স্কুল/ কলেজ শিক্ষকের কিংবা গৃহশিক্ষকের আচার- ব্যাবহার, তাদের স্নেহ/ মমতার কথা আজ ও ভুলতে পারি না! এখন ও অনেক স্যারের সাথে যোগাযোগ হয়! কিন্তু বর্তমান সময়ের শিক্ষকদের এ কোন ধরনের মানসিকতা? যারা ছাত্র/ ছাত্রী পড়ানো বাদ দিয়ে, তাদের মানুষের মত মানুষ করে গড়ে তোলার চিন্তা বাদ দিয়ে তাদের ক্ষতি করে যাচ্ছে!!
> আর শুধু এটা কেন? পড়াশুনার ক্ষেত্রেও যা ঘটছে তা কাম্য নয়! প্রশ্ন ফাঁস সহ, জোড় জবরদস্তিতে প্রাইভেট পড়ানো... আরো অনেক কিছুই ঘটছে স্কুল/ কলেজগুলোতে যা প্রকাশিত হয় কম! আর এখন তো আবার নিয়ম হয়েছে- সব ছাত্র/ ছাত্রীদের পাশ দেখাতে হবে!!!!!!! হাউ ফানি! ফেল করাদের ও পাশ দেখানো হয়!!!
>>নিজে একজন শিক্ষক হিসেবে বেশ কিছু স্কুলে জবের কারনে যা দেখেছি, দেখছি তাতে করে এটুকু বলতে পারি... বর্তমানে পড়াশুনার ক্ষেত্রে, মেধা যাচাইয়ের ক্ষেত্রে বহুত কারচুপি হয়... আর তা আমার মত শিক্ষকরাই ঘটায়... ! একদম সত্যি কথা বলতে কি- শিক্ষকরা এখন আর শিক্ষক নেই...
>>”বাসায় ডেকে নিয়ে ছাত্রী ধর্ষণ”! গত বুধবারের ঘটনা ! খবর- ইত্তেফাক-১ জানুয়ারী- ৩ পৃষ্ঠা .........।।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

নতুন বলেছেন: মানুষের মাঝেই মুল্যবোধ কমে যাচ্ছে তাই শিক্ষক তার পদের সন্মান নিজেই রাখে না।

শিক্ষা এখন ব্যবসা হয়ে যাচ্ছে তাই কারচুপি ব্যবসার অংশ হিসেবেই করছে সবাই।

আর ধষ`নের ঘটনা, ছাত্রীদের সাথে প্রেম, নারীদের সম্মান না দেওয়া এটা আমাদের সমাজের পুরুষের মাঝে কমে যাচ্ছে তাই যেই ছেলেটির ভেতরে নারীদের সম্মানের বোধটি নেই ... সেই ছেলে শিক্ষক হিসেবে স্কুল/কলেজে যোগদিলেই কি সে সবকিছু সুধরে নেবে?

এখন যেটা করতে হবে..তা হলো নারী নিযাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নিতি নিতে হবে। তবেই এই সব কমতে পারে।

আর যে শিক্ষক নারী ঘটিত সমস্যার কারনে চিন্হিত হবেন তিনি শিক্ষকতা করতে পারবেনা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তা করা যেতে পারে! কিন্তু তা তো করা হচ্ছে না ভাই!

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

সুমন কর বলেছেন: আমরা সবাই পশু হয়ে যাচ্ছি ..

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পশুর থেকেও খারাপ!

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

শূণ্য মাত্রিক বলেছেন: আমি প্রায়ই এরকম আত্ম দ্বন্দে ভুগতাম আগে। কিন্তু পরে এটা মেনে নিয়েছি যে শিক্ষকরাও মানুষ। মানুষ যেমন ভালো খারাপ হয় তেমন শিক্ষকেরাও হয়। কিন্তু ছোট থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় শিক্ষকরা দেব দেবতা গোছের কিছু একটা।

একটা ভালো মানুষ যদি শিক্ষকতা পেশায় আসে তবে নিঃসন্দেহে তিনি ভালো শিক্ষক ও হবেন। এবং vice versa ....

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু দেবতা না।। শিক্ষক পদটা অন্য সব থেকে আলাদা! হু ভালো মন্দ থাকতে পারে কিন্তু এমন টা একজনের শিক্ষকের রূপ হবে এটা ভাবা যায় না! যদিও আমাদের ভাবনার বাইরে এখন অনেক কিছুই ঘটে!

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

প্রামানিক বলেছেন: শিক্ষকদের নৈতিকতার বড় অভাব দেখা দিয়েছে।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু দাদা! ঠিক বলেছেন!

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

প্রবাসী ভাবুক বলেছেন: সব মানুষই সমান চরিত্রের নয়৷ তাই কেউ শিক্ষক না হয়েও ভাল৷ আবার কেউ শিক্ষক হয়েও খারাপ৷ দুএকজনের জন্য সবার বদনাম করা ঠিক না৷

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
কিন্তু হয়ে যাচ্ছে... পুরো শিক্ষক সমাজ লজ্জিত হচ্ছে!

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

কিরমানী লিটন বলেছেন: বিবেক বুদ্ধির বিকারতা দিনদিন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমরা কি পেছনের দিকে হাঁটছি ? এই প্রশ্ন এখন সর্বত্র ...
নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো ...

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পেছনে না আমরা তলিয়ে যাচ্ছি অন্ধকারে!

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এই জিনিস থামানোর জন্য যে সমাধান দরকার, সেটার কথা আমরা খুব কম মানুষই চিন্তা করি, শয়তানের ধোকায় আমরা সমাধান খুজে ফিরি অন্য কোথাও...

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু......... সমাধানের পথে কেউ আসে না... সমাধান ও হয় না.........।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মূল্যবোধ, নৈতিকতা, ধর্মের শিক্ষা যখন তিরোহিত হয়, শুধু প্রতিষ্ঠা আর অর্তই যখন জীবনের মানদন্ড হয়! তখন আর এসব বলে কি হবে!!!

নোনা সমুদ্রেতো গায় লবন লাগবেই।

আমাদের রাষ্ট্রীয় মৌলিক নীতি ঠিক হলে! মেধা, সততার মূল্যায়নে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকলে! দুষ্টের দমনের দৃষ্টান্তমূলক উদাহরন থাকলে! প্রতিষ্ঠা, সম্মান, সূখ শুধু টাকা নয় নীতি, চরিত্র, সততা এসবের মূল্যায়ন থাকলে তখননা প্রতিযোগীতা হল ভালটা অর্জনের।

এখনকার নোংরা জীবনবোধে কেবলই অর্থ অর্থ আর অর্থ! কিভাবে তার প্রয়োজন নেই জানার। তোমার আছে কিনা?
সততা ! হাহ! এটা ব্যর্থ লোকের বানী! যাও যাও!
সে সমাজে ভাল কি আশা করবেন!


০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
কি করবো না বলে পারি না............ তবুও প্রত্যাশা করি এসবের সমাধান হবে.........।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: দুই-একজন নরাধম-শিক্ষকের জন্য সবাইকে দায়ী করা ঠিক নয়।আর ছাত্রীধর্ষণের জন্য ছাত্রীর “গার্জিয়ানরাও” কম দায়ী নয়।তারা সামান্য নাম্বারের জন্য কোনো বাছবিচার না করে যারতার কাছে মেয়েকে প্রাইভেট পড়তে পাঠায়।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দু এক জনের জন্যই তো সবাই লজ্জিত হচ্ছে......... ! আর হ্যাঁ কিছু ক্ষেত্রে ছাত্রীদের দোষ ও আছে! তবে এখানে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে.........।।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:



শিক্ষক হইছে বলে কি তারা মানুষ না ? মানুষদের যেমন অবক্ষয় চূড়ান্ত তেমনই শিক্ষকরাও একই পথের পথিক।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

ধমনী বলেছেন: শিক্ষকরা এখন আর শিক্ষক নেই....
কান্ডারি অথর্ব বলেছেন:
শিক্ষক হইছে বলে কি তারা মানুষ না ? মানুষদের যেমন অবক্ষয় চূড়ান্ত তেমনই শিক্ষকরাও একই পথের পথিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.