নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভালো কি আছে... শর্ত শর্ত ভালোবাসাটা ... ভাল কি আছে দু’জনের খুব কাছে আসাটা......?

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

তোর সাদা পাঞ্জাবীটা কি ভালো আছে...?
ভালো আছে বোতামবিহীন নীল শার্টটা... ?
ভালো আছে আদুরে বিল্লি দু’টা...?
ভালো আছে সিড়িঘরের মাঝের সিড়িটা...?
ভালো আছে চায়ের মগ টা......?
ভালো আছিস তুই পাগ্লুটা...?
বল না ভালো কি আছে... মেইলে জমে থাকা চিঠিগুলা...?
ইনবক্সের টক-ঝাল-মিস্টি বার্তাগুলা...?
ভালো আছে আমার দেয়া ওয়ালেট’টা...?
তোর সিল্কি চুল গুলা...
প্রিয় পারফিউমটা... হাতের ব্রেসলেট’টা...?
ভালো আছে তোর বিড়িগুলা...?
ভালো কি আছে... তোর বাস্তবতাগুলা...?
আর ভাংচুর করে দেয়া এত্ত এত্ত ভুলগুলা ... ?
ভালো কি আছে দুপুরের নির্জনতায় একটু বেসামাল ভালোলাগা ...
বিকেলের উদাসীনতায়... একটু কাছে আসা...
সন্ধ্যার মিসড বার্তা... এক কাপ চায়ের হুড়োহুড়িটা...?
ভালো কি আছে তোর মুচকি মুচকি হাসিটা...?
আড় চোখের চাহনীটা... আর অস্থিরতা... ?
নীল রঙা টি-শার্টে জমে কি আছে কিছু ঘাম ...
ভালো কি আছে আমাদের দু;জনের আদুরে নাম...?
বল ভালো কি আছে... অভিমানের ডিব্বাটা...
ভালো কি আছে... কল্পনা কল্পনা খেলাটা...?
ভালো কি আছে... শর্ত শর্ত ভালোবাসাটা ...
ভাল কি আছে দু’জনের খুব কাছে আসাটা......?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

ভিটামিন সি বলেছেন: ভালোই তো লাগল,
পাগলি বইনডি, অনেক দিন পর আপনার পোষ্টে মন্তব্য করলাম।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইটা তো ভুলেই গেছে...! পুতলী ভাবীর খবর কি?

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

রাফসি ইসলাম বলেছেন: হয়তো সবকিছু ভালো আছে হয়তো ভালো নেই।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হয়তো বা............ কি জানি...?

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

টোকাই রাজা বলেছেন: ভালোই লাগল। তবে আমার মনে হয়, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা আমি ভাল আছি।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন!

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:



এত প্রশ্ন !!!

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু মাঝে মাঝে পাগ্লুর মাথা খারাপ করে দিতে হয়......... খুক খুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.