নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আজকের চাঁদ রাতের খানাপিনা.........।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

বৃহস্পতিবার আমার কাছে চাঁদ রাত... আর শুক্রবার ঈদের দিন...
তাই প্রায় বৃহস্পতিবার হয় চাঁদ রাতের খানাপিনার পার্টি...
আসুন আজ কে কে আসতে আসতে চাই এই পার্টিতে ...
পরোটা... (পাগ্লুটার জন্য)

ভাজি।।

মাংস...

সালাদ...

বুট......(ছোলা)

নুডুল’স...

মটরশুটি ভুনা..

ফুলকপি ফ্রাই।।

বেগুনি।। (আহা পাগ্লুর প্রিয় খাবার)

ধনিয়া পাতা ফ্রাই।।

বিস্কুট/ গাজরের পুডিং...

মুড়ি মাখানো... (আমি খাচ্ছি)

ফ্রুট’স সালাদ...

আর মসলাদার লাল চা...

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

ডাঃ মারজান বলেছেন: আমাকে না দিয়ে খেলে! পেট ব্যাথা করবে! জিভে জল আসা পোস্ট!!!!

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা দিনাজপুর আসলেই দিয়ে দেবো তো ভাই...! আর না আসলে এখান থেকেই খেতে হবে...।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

ডাঃ মারজান বলেছেন: কি আর করা! দিনাজপুর গেছিলাম সেই ২০০৬ সালে, একটা ক্যাম্প করতে। আর যাওয়া হয়নি। তাই! ব্লগেই খাইয়া ফেলি!

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহ এ ছাড়া আর উপায় কি?

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: মাংসে তেল বেশি হয়েছে ওটা খেলে যে কোন লোক আমাশা রোগে আক্রান্ত হতে পারে বাকী সব ঠিক আছে।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহহা দাদা বলে কি......... ?একটা হাজমোলা খেয়ে নিবেন কেমন?

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

মিউজিক রাসেল বলেছেন: প্রবাসে থাকি, এই খাবার কি আর জুটে :( উফ কবে যে দেশে যাবো :( :( জিভে জল এসে গেলো, ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহা রে......।। দেশে এসে এই বোনের বাসায় আসবেন কেমন?

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

মায়াবী রূপকথা বলেছেন: খুব বাজে পোস্ট। এত্ত এত্ত মাইনাস :(

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আইচ্চা মাইনা নিলাম... হাহহাহহা

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: আরেকটা কথা বলতে ভুলে গেছি, দিনাজপুরের লোকজন যে মাংসে তেল বেশি খায় এটা আমি নিজে খেয়ে দেখেছি। দিনাজপুরের সন্নিকটেই এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম, গিয়ে দেখি মাংসের ঝোল মানেই পুরো তেল। ওখান থেকে পরের দিন দিনাজপুর শহরে গিয়ে আরেক আত্মীয়ের বাড়িও ওই একই অবস্থা, পরে হোটেলে খেতে গিয়ে দেখি হোটেলের রান্নাও একই অবস্থা। মনে হয় দিনাজপুরের লোকজন তেল দিয়েই মাংস সেদ্ধ করে পানি দিয়ে নয়।
আপনার রান্না করা মাংস দেখে দুই বছর আগের সেই কথাগুলো মনে পড়ে গেল। তাই বললাম। মাংসে এত তেল খাওয়ার নজির অন্য কোন ডিস্ট্রিক্টে খুব একটা পাইনি।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা উহু এই মাংসের টেস্ট -ই আলাদা...! তেল বাদে খেয়ে দেখতে হয় ভাই......

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: খাদ্যমন্ত্রী ঈপ্সিমণি
পরাটা কি শুধুই পাগলুর জন্য???

ইয়ে মানে আমরা কি পাবো না? :-0

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা আইচ্চা... দেবো নে......... খুশ?

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: দিলখুশ =p~

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহাহহাহহাহা দিল খুশ হলে হব্বে? পেট খুশ হতে হব্বে তো?

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

সুমন কর বলেছেন: আহা...কবে যে দিনাজপুর যাবো !!

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যেকোন সময় চলে আসুন............

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

মনিরা সুলতানা বলেছেন: ওরে ঈস্পি করলা কি ?
হ্যাব্বি নসিব ওয়ালা তোমার পাগ্লু এত্তগুলি হিংসা দিলাম ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা আপু পাগ্লু তো মনে মনে আছে......।। তাই সে এখনো নসীব ওয়ালা হতে পারেনি... আগে বাস্তবে আসুক......।। এরপর তাকে আপনার এত্তগুলা হিংসা দিয়ে দেবো......।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: এসব মজার মজার খাবার দিয়ে আমাদের লোভ দেখানোর জন্য প্রতিবাদ করলাম :-B

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হরতাল ডাকা হোক......... বিচার বিচার চাই... হাহাহাহা

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন: মডারেটর - মাইনাস বাটনটা আবার একটু দেন। ঈপ্সিতা আপুর সব পোষ্টে মাইনাস!!!!! ------ X(

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাআ মডুরা সব কই.........।। ঈপ্সি আপুকে ব্যান করা হোক......।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ রক্তিম ভাই মডু যদি খানা পাগল হয় আপনের কমেন্ট ব্যান ময় আইপসহ ব্যান খাইতে পারেন :P এইরাম রসালৌ খানাপিনা বইলা কথা!

দাড়ান সত্যি সত্যি একদিন দিনাজপুর এসে আপনাকে চমকে দিতেই হবে! তারপর ইয়াম্মী সব খানা পিনা... উফসসসসসস এখনই জিভে জল এসে গেল!!

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে খুব খুশী হবো ভাইয়া.........।। আর মাইনাস চলুক না .........

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

লাজুক ছেলে...... বলেছেন: এখন আমি এত্তা কবিতা আব্বিত্তি কব্ব.....

পেটে তোমার পিলে হবে
কুড়ো-কুস্টি মুখে
হে আল্লাহ একটা পোকা
যাস পেটে ওর ঢুকে.......

(মামলায় কাজ হয় নাই.... বদ দোয়া করন ছাড়া উপায় নাই )

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহহা প্রব নাই রে ভাই.........।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

আবু শাকিল বলেছেন: পাগ্লুটাকে ভাজাভুজা খাইয়ে -বারোটা কিন্তু বাজিয়ে দিচ্ছেন সে খেয়াল আছে :)
বউয়ের চেয়ে ভাইয়ের দরদ বেশি :) খৈয়াল কইরা।

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খেয়াল করতে গিয়ে তো সব গুলিয়ে ফেললাম ভাই.........।। মানে কিতা?

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

রায়হান মজিদ বলেছেন: দিনাজপুর কিভাবে আসবো?

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা বাসে/ ট্রেনে......... পদব্রজে চলে আসুন

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

আবু শাকিল বলেছেন: মায়ের চেয়ে মাসীর দরদ বেশি!!
আপনার পাগ্লু অনেক আগের জনমে আমার ভাই ছিল।সেক্ষেত্রে আপনার চেয়ে আমার দরদ বেশি :)
তাই বেশি করে খেয়াল রাখতে বলছিলাম।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইবার মাথা আরো গুলিয়ে গেছে ভাই!

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

আবু শাকিল বলেছেন: আমি বোঝাতে অক্ষম =p~ মাফ করেন ।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা এখন একটু বুঝলুম ভাই......।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.