নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছইল- পইলদের (বাচ্চুদের) খ্যাপানোর মজাই আলাদা...।।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

>পাড়ার যত্ত মেয়ে বাচ্চু আছে , এইগুলা যেকোন বিষয়ে আমাকে ফলো করা আর কম্পিটিশন করে!!! এই আমি কি ড্রেস পড়ছি, ক্যামনে সাজুগুজু করছি, এইটা সেইটা...! আমিও ফাঁক তালে ওদের ভুং-ভাং দিয়ে আরো খ্যাপিয়ে দেই...
> আজ ছুটির দিন... বাচ্চুগুলা আমাদের বাসার সামনে খেলছে, আমি বারান্দায় গিয়েই ওদের উদ্দেশে, ডায়লগ ছাড়লাম- এই পাড়ার পুচকি চ্যাংরি (মেয়ে) গুলা এক্কেরে গ্যাদ্রি (নোংরা) ! এরা ৭ দিন ধরে গোসল করে না... সব গুলার গা থেকে গন্ধ আসছে, ইয়াক ইয়াক...
>উই মাআআ! যাই কই! সাথে সাথেই সবগুলা চিল্লাচিল্লি, বয়পু, তুমি বেশি জানো তাই না? আমরা প্রতিদিন সাবান দিয়ে গোসল করি,লোশন মাখি, পাউডার দেই।। আমি আরো পঁচানী দিচ্ছি তালে তালে... কিছুক্ষন পর দেখি সব হাওয়া !
>> একটু পর শুনি বাইরে চিল্লাচিল্লি, বারান্দায় আসতে না আসতেই দেখি সব কটা, একসাথে বলছে- বয়পু এই দেখো,
স্বপ্নিল বলছে- আমি লাক্স দিয়ে গোসল করি, আসো গন্ধ নাও...
মাইশা- আমি ডাভ দিয়ে গোসল করছি, দেখো দেখো...
শাম্মা- আমি জনসন দিয়ে গোসল করছি, দেখো এখন গন্ধ কি সুন্দর!
স্পৃহা - আমি বিদেশী সাবান দিয়ে গোসল করছি, মামা পাঠিয়েছে!
দেখো, কি সুন্দর স্মেল...
এর মধ্যেই হাসান (আমার কাজিন) জাপ্টে ধরে দেখো দেখো আমিও মেরিল দিয়ে গোসল করছি, নামায পড়তে যাচ্ছি...
>>> আর আমি তখন হেসেই মরি......! এই বাচ্চুগুলা যে নির্মল আনন্দ দেয় তার তুলনা হয় না.........।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

প্রামানিক বলেছেন: গিধর থেকে গাদ্রি এখন সেটা গ্যাদ্রি হয়ে গেল। ভালই লাগল ছইল পইলের গল্প। ধন্যবাদ

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহা আমাদের এখানে গ্যাদড়া/ গ্যাদড়ি বলে (নোংরা) কে......।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩

অপু নীল বলেছেন: বাচ্চুগুলা যে নির্মল আনন্দ দেয় তার তুলনা হয় না.........।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু একদম ঠিক.........।।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: উরেএএএ.... মিস সামু...... =p~ =p~



বয়পু!!!! মানে কি???? আমাদের ঈপ্সিমণি কি লাইফবয় দিয়া গোসল করে!!! B-)

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহাহহহা মিস সামু!!!!!!! হাহহহাহহা ব তে আমার একটা নাম আছে, সেই নামের প্রথম অক্ষর ব এর সাথে য়পু যুক্ত করে কাজিন রা সহ এইসব বাচ্চুরা বয়পু বলে, যদিও এটা আমার বাচ্চু কাজিন হাসান এর সৃষ্টি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.